ETV Bharat / bharat

PM Modi New Year Wish: স্বাগত 2023, দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর - শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেখতে দেখতে এসে পড়ল আরও একটা নতুন বছর । নতুন আশা, নতুন উদ্যম নিয়ে নতুন বছরকে স্বাগত জানল গোটা বিশ্ব । উৎসবে উন্মাদনায় 2023-কে স্বাগত জানাল দেশও। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi wished the country on the eve of New Year )।

PM Modi New Year Wish
দেশবাসাীকে শুভেচ্ছা মোদির
author img

By

Published : Jan 1, 2023, 8:23 AM IST

Updated : Jan 1, 2023, 9:31 AM IST

নয়াদিল্লি, 1 জানুয়ারি: নতুন বছরকে স্বাগত জানাল দেশ । দেশের বিভিন্ন প্রান্তে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলল উৎসব। তার রেশ এখনও বজায় রয়েছে পুরোমাত্রায় । আর এরইমধ্যে নতুন বছরের সকালে দেশবাসীকতে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi wished the country on the eve of New Year)। টুইটে তিনি লেখেন, "সকলের 2023 সাল খুব ভালো কাটুক । নতুন আশা, আনন্দ এবং অফুরান সাফল্যে সবার নতুন বছর ভরে উঠুক । নতুন বছরে সকলের সুস্বাস্থ্যের কামনা করি। '

রাজধানী দিল্লি থেকে শুরু কলকাতা- সবর্ত্রই চলছে উৎসব। দিল্লিতে প্রতি বছরের মতো এবারও ইন্ডিয়া গেটের সামনে বহু মানুষ ভিড় করেছিলেন । এর পাশাপাশি রাজপথেও ভিড় ছিল চোখে পড়ার মতো । একই ছবি ধরা পড়ল মুম্বই থেকে শুরু করে কলকাতাতেও । মুম্বইয়ের মেরিন ড্রাইভ বা কলকাতার পার্কস্ট্রিট-সর্বত্রই ছিল কালো মাথার ভিড় ।

  • Have a great 2023! May it be filled with hope, happiness and lots of success. May everyone be blessed with wonderful health.

    — Narendra Modi (@narendramodi) January 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিঘা থেকে শুরু করে পুরীর সমুদ্র সৈকতেও প্রবল ভিড়। পুরীর সৈকতে বালি দিয়ে ভগবান জগন্নাথের মৃর্তি তৈরি করেছেন বিশ্ববিখ্যাত শিলপী সুদর্শন পট্টনায়ক । হিমাচলের মল রোডেও নেমেছিল জনতার ঢল।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা প্রয়াত হীরাবেনের স্মরণে অনুষ্ঠান ভাদনগরে

নয়াদিল্লি, 1 জানুয়ারি: নতুন বছরকে স্বাগত জানাল দেশ । দেশের বিভিন্ন প্রান্তে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলল উৎসব। তার রেশ এখনও বজায় রয়েছে পুরোমাত্রায় । আর এরইমধ্যে নতুন বছরের সকালে দেশবাসীকতে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi wished the country on the eve of New Year)। টুইটে তিনি লেখেন, "সকলের 2023 সাল খুব ভালো কাটুক । নতুন আশা, আনন্দ এবং অফুরান সাফল্যে সবার নতুন বছর ভরে উঠুক । নতুন বছরে সকলের সুস্বাস্থ্যের কামনা করি। '

রাজধানী দিল্লি থেকে শুরু কলকাতা- সবর্ত্রই চলছে উৎসব। দিল্লিতে প্রতি বছরের মতো এবারও ইন্ডিয়া গেটের সামনে বহু মানুষ ভিড় করেছিলেন । এর পাশাপাশি রাজপথেও ভিড় ছিল চোখে পড়ার মতো । একই ছবি ধরা পড়ল মুম্বই থেকে শুরু করে কলকাতাতেও । মুম্বইয়ের মেরিন ড্রাইভ বা কলকাতার পার্কস্ট্রিট-সর্বত্রই ছিল কালো মাথার ভিড় ।

  • Have a great 2023! May it be filled with hope, happiness and lots of success. May everyone be blessed with wonderful health.

    — Narendra Modi (@narendramodi) January 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিঘা থেকে শুরু করে পুরীর সমুদ্র সৈকতেও প্রবল ভিড়। পুরীর সৈকতে বালি দিয়ে ভগবান জগন্নাথের মৃর্তি তৈরি করেছেন বিশ্ববিখ্যাত শিলপী সুদর্শন পট্টনায়ক । হিমাচলের মল রোডেও নেমেছিল জনতার ঢল।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা প্রয়াত হীরাবেনের স্মরণে অনুষ্ঠান ভাদনগরে

Last Updated : Jan 1, 2023, 9:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.