ETV Bharat / bharat

মঙ্গলে উড়বে নাসার মিনি কপ্টার ইনজেনুইটি - NASA set to fly a mini helicopter Ingenuity on Mars

নাসা জানিয়েছে, মঙ্গল গ্রহে পাঠানো তাদের পারসিভিয়ারেন্স রোভার থেকে ‘ইনজেনুইটি’ নামের একটি মিনি-হেলিকপ্টারকে ওড়ানো হবে, যা লাল গ্রহে অনুসন্ধান চালাবে। এতে রয়েছে আবহাওয়ায় নজরদারি এবং ছবি তোলার ব্যবস্থাও। নাসার বিশেষ টিম ইতিমধ্যেই সেই জায়গাটা চিহ্নিত করেছে, যেখান থেকে প্রথমবার এই কপ্টার অন্য কোনও গ্রহে নিয়ন্ত্রিত উড়ানের চেষ্টা করবে।

মঙ্গলে উড়বে নাসার মিনি কপ্টার ইনজেনুইটি
মঙ্গলে উড়বে নাসার মিনি কপ্টার ইনজেনুইটি
author img

By

Published : Mar 24, 2021, 1:59 PM IST

ওয়াশিংটন: এই প্রথম, মঙ্গলে নাসার পারসিভিয়ারেন্স রোভার লাল গ্রহের অনুসন্ধানে একটি মিনি হেলিকপ্টার ওড়াবে, যার নাম ইনজেনুইটি। খোলস থেকে বেরিয়ে আগামী কয়েকদিন পারসিভিয়ারেন্স ইনজেনুইটির ফ্লাইট জোন অনুসরণ করে এগোবে।

রোভার টিম ট্যুইট করে জানিয়েছে, “ডেব্রিস শিল্ড খুলে ফেলা হয়েছে, আর এই হল হেলিকপ্টারের প্রথম ঝলক। সেটাকে মুড়ে একপাশে লক করে রাখা রয়েছে। তাই একে চালু করার আগে এর ভাঁজগুলো খুলে ফেলতে হবে। তবে প্রথমে আমরা কয়েকদিনের দূরত্বে থাকা আমাদের নির্দিষ্ট হেলিপ্যাডে পৌঁছাব।”

নাসার অনুমান, চার পাউন্ড ওজনের এই চার-ব্লেডের যানটির প্রথম পরীক্ষামূলক উড়ান এপ্রিলের প্রথম সপ্তাহের আগে হবে না। ইনজেনুইটি এবং মার্স 2020 পারসিভিয়ারেন্স রোভারের দায়িত্বে থাকা টিম ইতিমধ্যেই সেই ফ্লাইট জোন চিহ্নিত করেছে, যেখান থেকে প্রথমবার অন্য কোনও গ্রহে নিয়ন্ত্রিত উড়ানের চেষ্টা চালানো হবে। পেটে ইনজেনুইটিকে নিয়ে গত 18 ফেব্রুয়ারি মঙ্গলের জেজেরো ক্রেটারে নেমেছিল পারসিভিয়ারেন্স। ইনজেনুইটির উড়ানের ক্ষমতা সীমিত, 31 দিন পর্যন্ত (30 মঙ্গল দিন)।

নাসা জানিয়েছে, “রোভার হেলিকপ্টারটিকে মোতায়েন করবে এবং পরিবেশের ওপর নজরদারি আর ইমেজিং সাপোর্ট দেবে। এতে রয়েছে ইনজেনুইটির বেস স্টেশনও, যার মাধ্যমে মিশন কন্ট্রোলাররা তার সঙ্গে যোগাযোগ রাখবেন।” নাসার ইনজেনুইটি মার্স হেলিকপ্টার হল প্রথম এয়ারক্রাফ্ট, যা নিয়ন্ত্রিত উড়ানের লক্ষ্যে অন্য কোনও গ্রহে পাঠানো হল।

যদি এর পরীক্ষামূলক উড়ান সফল হয়, তাহলে তার থেকে পাওয়া তথ্য ভবিষ্যতে লাল গ্রহে অভিযানে কাজে আসতে পারে। এতে ভবিষ্যতের মহাকাশচারীরাও উপকৃত হবেন, কারণ মঙ্গলে উড়ান সম্পর্কিত তথ্য এখনও আমাদের কাছে অজানা।

আরও পড়ুন : গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ নাসার আর্টেমিস মুন রকেট

ওয়াশিংটন: এই প্রথম, মঙ্গলে নাসার পারসিভিয়ারেন্স রোভার লাল গ্রহের অনুসন্ধানে একটি মিনি হেলিকপ্টার ওড়াবে, যার নাম ইনজেনুইটি। খোলস থেকে বেরিয়ে আগামী কয়েকদিন পারসিভিয়ারেন্স ইনজেনুইটির ফ্লাইট জোন অনুসরণ করে এগোবে।

রোভার টিম ট্যুইট করে জানিয়েছে, “ডেব্রিস শিল্ড খুলে ফেলা হয়েছে, আর এই হল হেলিকপ্টারের প্রথম ঝলক। সেটাকে মুড়ে একপাশে লক করে রাখা রয়েছে। তাই একে চালু করার আগে এর ভাঁজগুলো খুলে ফেলতে হবে। তবে প্রথমে আমরা কয়েকদিনের দূরত্বে থাকা আমাদের নির্দিষ্ট হেলিপ্যাডে পৌঁছাব।”

নাসার অনুমান, চার পাউন্ড ওজনের এই চার-ব্লেডের যানটির প্রথম পরীক্ষামূলক উড়ান এপ্রিলের প্রথম সপ্তাহের আগে হবে না। ইনজেনুইটি এবং মার্স 2020 পারসিভিয়ারেন্স রোভারের দায়িত্বে থাকা টিম ইতিমধ্যেই সেই ফ্লাইট জোন চিহ্নিত করেছে, যেখান থেকে প্রথমবার অন্য কোনও গ্রহে নিয়ন্ত্রিত উড়ানের চেষ্টা চালানো হবে। পেটে ইনজেনুইটিকে নিয়ে গত 18 ফেব্রুয়ারি মঙ্গলের জেজেরো ক্রেটারে নেমেছিল পারসিভিয়ারেন্স। ইনজেনুইটির উড়ানের ক্ষমতা সীমিত, 31 দিন পর্যন্ত (30 মঙ্গল দিন)।

নাসা জানিয়েছে, “রোভার হেলিকপ্টারটিকে মোতায়েন করবে এবং পরিবেশের ওপর নজরদারি আর ইমেজিং সাপোর্ট দেবে। এতে রয়েছে ইনজেনুইটির বেস স্টেশনও, যার মাধ্যমে মিশন কন্ট্রোলাররা তার সঙ্গে যোগাযোগ রাখবেন।” নাসার ইনজেনুইটি মার্স হেলিকপ্টার হল প্রথম এয়ারক্রাফ্ট, যা নিয়ন্ত্রিত উড়ানের লক্ষ্যে অন্য কোনও গ্রহে পাঠানো হল।

যদি এর পরীক্ষামূলক উড়ান সফল হয়, তাহলে তার থেকে পাওয়া তথ্য ভবিষ্যতে লাল গ্রহে অভিযানে কাজে আসতে পারে। এতে ভবিষ্যতের মহাকাশচারীরাও উপকৃত হবেন, কারণ মঙ্গলে উড়ান সম্পর্কিত তথ্য এখনও আমাদের কাছে অজানা।

আরও পড়ুন : গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ নাসার আর্টেমিস মুন রকেট

For All Latest Updates

TAGGED:

NASA
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.