ETV Bharat / bharat

Modi on Netaji: সুভাষচন্দ্রই অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উন্মোচনে বললেন মোদি

author img

By

Published : Sep 8, 2022, 10:42 PM IST

Updated : Sep 8, 2022, 11:02 PM IST

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত পথচলার সূচনা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi unveils Netaji statue near India Gate) ৷ এরপর ইন্ডিয়া গেটের কাছে মেমোরিয়াল ছাউনিতে 28 ফুটের মনোলিথিক মূর্তি উন্মোচন করেন নরেন্দ্র মোদি ৷

Etv Bharat
সুভাষচন্দ্রই অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উন্মোচনে বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: ঔপনিবেশিক শাসনের স্মৃতিচিহ্ন ধুয়েমুছে সাফ ৷ ইন্ডিয়া গেটে (India Gate) সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন আদতে আধুনিক শক্তিশালী ভারতবর্ষের প্রতিষ্ঠা ৷ করোনেশন পার্কে নেতাজির গ্রানাইট পাথরের মূর্তি উন্মোচন করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PMO India) ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত পথচলার সূচনা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi unveils Netaji statue near India Gate) ৷ এরপর ইন্ডিয়া গেটের কাছে মেমোরিয়াল ছাউনিতে 28 ফুটের মনোলিথিক মূর্তি উন্মোচন করেন নরেন্দ্র মোদি ৷

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে যে মেমোরিয়ালে ব্রিটিশ মনার্ক কিং পঞ্চম জর্জের মূর্তি শোভা পেত, একই ছাউনিতে দেশনায়কের মূর্তি উন্মোচন করে এদিন প্রধানমন্ত্রী বলেন, "আজ আমরা অতীতকে পিছনে ফেলে এলাম ৷ একইস্থানে (ওয়ার মেমোরিয়াল) নেতাজির মূর্তি স্থাপন আধুনিক ভারতের আত্মবিশ্বাসকে আরও মজবুত করল বৈকি ৷"

আরও পড়ুন: ইন্ডিয়া গেটের কাছে 28 ফুটের নেতাজির মূর্তি উন্মোচন মোদির

মোদি আরও বলেন, "নেতাজির গ্রহণযোগ্যতা এমনই ছিল যে সমগ্র বিশ্বে নেতা হিসেবেই বিবেচিত হতেন তিনি ৷ ওঁর ছিল সাহস, আত্মসম্মান, আইডিয়া, ভিশন এবং নেতৃত্বদানের অসীম ক্ষমতা ৷" তবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ক্রমেই নেতাজিকে ভুলেছে রাষ্ট্র ৷ তাঁর বিভিন্ন ধারণা এবং দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে উপেক্ষিত হয়েছে বলে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু শেষ কয়েকবছরে নেতাজির স্বপ্নকে বাঁচিয়ে রাখতে কেন্দ্রীয় সরকার শেষ কয়েকবছরে কেন্দ্রীয় সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান মোদি ৷

তাই মোদি বলেন, "যদি স্বাধীনতার পর ভারত নেতাজির দেখানো পথ অনুসরণ করত তাহলে দেশ আজ উন্নয়নের শিখরে বিরাজ করত ৷ কিন্তু দুর্ভাগ্য স্বাধীনতার পর এই মহান নায়ককে আজ ভুলে গিয়েছে দেশবাসী ৷ নেতাজি এবং তাঁর সঙ্গে জুড়ে থাকা সমস্ত দর্শন আজ উপেক্ষিত ৷"

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: ঔপনিবেশিক শাসনের স্মৃতিচিহ্ন ধুয়েমুছে সাফ ৷ ইন্ডিয়া গেটে (India Gate) সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন আদতে আধুনিক শক্তিশালী ভারতবর্ষের প্রতিষ্ঠা ৷ করোনেশন পার্কে নেতাজির গ্রানাইট পাথরের মূর্তি উন্মোচন করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PMO India) ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত পথচলার সূচনা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi unveils Netaji statue near India Gate) ৷ এরপর ইন্ডিয়া গেটের কাছে মেমোরিয়াল ছাউনিতে 28 ফুটের মনোলিথিক মূর্তি উন্মোচন করেন নরেন্দ্র মোদি ৷

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে যে মেমোরিয়ালে ব্রিটিশ মনার্ক কিং পঞ্চম জর্জের মূর্তি শোভা পেত, একই ছাউনিতে দেশনায়কের মূর্তি উন্মোচন করে এদিন প্রধানমন্ত্রী বলেন, "আজ আমরা অতীতকে পিছনে ফেলে এলাম ৷ একইস্থানে (ওয়ার মেমোরিয়াল) নেতাজির মূর্তি স্থাপন আধুনিক ভারতের আত্মবিশ্বাসকে আরও মজবুত করল বৈকি ৷"

আরও পড়ুন: ইন্ডিয়া গেটের কাছে 28 ফুটের নেতাজির মূর্তি উন্মোচন মোদির

মোদি আরও বলেন, "নেতাজির গ্রহণযোগ্যতা এমনই ছিল যে সমগ্র বিশ্বে নেতা হিসেবেই বিবেচিত হতেন তিনি ৷ ওঁর ছিল সাহস, আত্মসম্মান, আইডিয়া, ভিশন এবং নেতৃত্বদানের অসীম ক্ষমতা ৷" তবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ক্রমেই নেতাজিকে ভুলেছে রাষ্ট্র ৷ তাঁর বিভিন্ন ধারণা এবং দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে উপেক্ষিত হয়েছে বলে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু শেষ কয়েকবছরে নেতাজির স্বপ্নকে বাঁচিয়ে রাখতে কেন্দ্রীয় সরকার শেষ কয়েকবছরে কেন্দ্রীয় সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান মোদি ৷

তাই মোদি বলেন, "যদি স্বাধীনতার পর ভারত নেতাজির দেখানো পথ অনুসরণ করত তাহলে দেশ আজ উন্নয়নের শিখরে বিরাজ করত ৷ কিন্তু দুর্ভাগ্য স্বাধীনতার পর এই মহান নায়ককে আজ ভুলে গিয়েছে দেশবাসী ৷ নেতাজি এবং তাঁর সঙ্গে জুড়ে থাকা সমস্ত দর্শন আজ উপেক্ষিত ৷"

Last Updated : Sep 8, 2022, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.