দিল্লি, 21 ফেব্রুয়ারি : কলকাতা মেট্রো রেলের নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হবে আগামিকাল, সোমবার ৷ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই কর্মসূচির 24 ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিস্তারিত তথ্য পোস্ট করা হল প্রধানমন্ত্রীর তরফ থেকে ৷ এই নিয়ে বেশ কয়েকটি টুইট করা হয়েছে ৷ তার কয়েকটি বাংলায়, আর কয়েকটি ইংরেজিতে রয়েছে ৷
-
দেশের প্রগতিতে যাঁদের বিশেষ অবদান রয়েছে, বাংলার পুণ্যভূমিতে সেই সব অসামান্য ব্যক্তিত্ব লালিত হয়েছেন। পশ্চিমবঙ্গে যাতে সর্বোচ্চ মানের উন্নয়ন হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এবং প্রয়াস। আমি আগামীকাল হুগলীতে যোগাযোগ সংক্রান্ত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করব।
— Narendra Modi (@narendramodi) February 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">দেশের প্রগতিতে যাঁদের বিশেষ অবদান রয়েছে, বাংলার পুণ্যভূমিতে সেই সব অসামান্য ব্যক্তিত্ব লালিত হয়েছেন। পশ্চিমবঙ্গে যাতে সর্বোচ্চ মানের উন্নয়ন হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এবং প্রয়াস। আমি আগামীকাল হুগলীতে যোগাযোগ সংক্রান্ত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করব।
— Narendra Modi (@narendramodi) February 21, 2021দেশের প্রগতিতে যাঁদের বিশেষ অবদান রয়েছে, বাংলার পুণ্যভূমিতে সেই সব অসামান্য ব্যক্তিত্ব লালিত হয়েছেন। পশ্চিমবঙ্গে যাতে সর্বোচ্চ মানের উন্নয়ন হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এবং প্রয়াস। আমি আগামীকাল হুগলীতে যোগাযোগ সংক্রান্ত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করব।
— Narendra Modi (@narendramodi) February 21, 2021
-
হুগলী থেকে মেট্রো রেলের নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে সম্প্রসারিত অংশটির উদ্বোধন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দুটি পবিত্র মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরো উন্নত হবে, তাই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক। pic.twitter.com/SSy1tYcMvN
— Narendra Modi (@narendramodi) February 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">হুগলী থেকে মেট্রো রেলের নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে সম্প্রসারিত অংশটির উদ্বোধন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দুটি পবিত্র মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরো উন্নত হবে, তাই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক। pic.twitter.com/SSy1tYcMvN
— Narendra Modi (@narendramodi) February 21, 2021হুগলী থেকে মেট্রো রেলের নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে সম্প্রসারিত অংশটির উদ্বোধন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দুটি পবিত্র মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরো উন্নত হবে, তাই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক। pic.twitter.com/SSy1tYcMvN
— Narendra Modi (@narendramodi) February 21, 2021
প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘‘হুগলি থেকে মেট্রো রেলের নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে সম্প্রসারিত অংশটির উদ্বোধন করা হবে । এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দু’টি পবিত্র মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে, তাই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ । এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক ।’’
-
আপনারা জেনে খুশি হবেন, বরাহনগর ও দক্ষিণেশ্বরের নবনির্মিত স্টেশন দুটিতে অনেক অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে যা ‘সহজ জীবনযাত্রা’র জন্য আরো সহায়ক হবে । এই স্টেশনগুলিতে রয়েছে দৃষ্টিনান্দনিকতার ছোঁয়া। pic.twitter.com/MLMka3iw01
— Narendra Modi (@narendramodi) February 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">আপনারা জেনে খুশি হবেন, বরাহনগর ও দক্ষিণেশ্বরের নবনির্মিত স্টেশন দুটিতে অনেক অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে যা ‘সহজ জীবনযাত্রা’র জন্য আরো সহায়ক হবে । এই স্টেশনগুলিতে রয়েছে দৃষ্টিনান্দনিকতার ছোঁয়া। pic.twitter.com/MLMka3iw01
— Narendra Modi (@narendramodi) February 21, 2021আপনারা জেনে খুশি হবেন, বরাহনগর ও দক্ষিণেশ্বরের নবনির্মিত স্টেশন দুটিতে অনেক অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে যা ‘সহজ জীবনযাত্রা’র জন্য আরো সহায়ক হবে । এই স্টেশনগুলিতে রয়েছে দৃষ্টিনান্দনিকতার ছোঁয়া। pic.twitter.com/MLMka3iw01
— Narendra Modi (@narendramodi) February 21, 2021
-
অন্যান্য যেসব প্রকল্পের উদ্বোধন হবে সেগুলি হলঃ-
— Narendra Modi (@narendramodi) February 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন
আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন
হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন
হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইন
">অন্যান্য যেসব প্রকল্পের উদ্বোধন হবে সেগুলি হলঃ-
— Narendra Modi (@narendramodi) February 21, 2021
কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন
আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন
হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন
হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইনঅন্যান্য যেসব প্রকল্পের উদ্বোধন হবে সেগুলি হলঃ-
— Narendra Modi (@narendramodi) February 21, 2021
কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন
আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন
হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন
হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইন
অন্য একটি টুইটে আবার প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দক্ষিণেশ্বর স্টেশনের বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে এই স্টেশন দু’টিতে অত্যাধুনিক কিছু ব্যবস্থা রাখা হয়েছে ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী আবার বাংলার মণিষী, বাংলার সংস্কৃতির কথা তুলেছেন ৷ সেই কারণে বাংলার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের আগ্রহ অনেক বেশি বলেই তিনি জানিয়েছেন ৷
আরও পড়ুন : সোমে খুলছে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো, ফ্ল্যাগ অফ মোদির হাতে
একই সঙ্গে তিনি জানিয়েছেন যে একাধিক প্রকল্পের সূচনা করা হবে ৷ মোদির টুইট অনুযায়ী, ‘কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন’, ‘আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন’, ‘হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি’ ও ‘বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন’ এবং ‘হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইন’ এর উদ্বোধন করা হবে ৷