ETV Bharat / bharat

Narendra Modi: কনভয় থামিয়ে অ্যাম্বুল্যান্সকে জায়গা করে দিলেন মোদি, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো - অ্য়াম্বুল্য়ান্স

আবারও নেটমাধ্যমে ভাইরাল নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ হিমাচলপ্রদেশে ভোটপ্রচারে (Election Campaign) যাওয়ার সময় নিজের কনভয় থামালেন তিনি ৷ জায়গা করে দিলেন অ্যাম্বুল্যান্সকে ৷ ভাইরাল হল সেই ঘটনার ভিডিয়ো (Viral Video) ৷

Narendra Modi stopped his convoy to let an Ambulance pass in Himachal Pradesh during Election Campaign
Narendra Modi: কনভয় থামিয়ে অ্যাম্বুল্য়ান্স যাওয়ার জায়গা দিলেন মোদি, দেখুন ভিডিয়ো
author img

By

Published : Nov 9, 2022, 4:15 PM IST

Updated : Nov 9, 2022, 4:28 PM IST

চম্বী (হিমাচলপ্রদেশ), 9 নভেম্বর: ফের একবার কনভয় থামিয়ে অ্যাম্বুল্যান্সের জন্য রাস্তা ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ বুধবার ঘটনাটি ঘটেছে ভোটমুখী হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) ৷ সেই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর কনভয় অপেক্ষা করছে ৷ কয়েক মুহূর্ত পরই একটি অ্য়াম্বুল্যান্স দুরন্ত গতিতে বেরিয়ে যাচ্ছে সামনের রাস্তা দিয়ে ৷ আর তারপরই এগোতে শুরু করল প্রধানমন্ত্রীর কনভয় ৷ লক্ষ্যণীয় বিষয় হল, এই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে, প্রধানমন্ত্রীর গাড়িরই মাঝের আসন থেকে ৷ সেই গাড়িতে প্রধানমন্ত্রী বসে রয়েছেন একেবারে সামনের সারিতে, চালকের বাঁ-পাশের আসনে ৷ যা নরেন্দ্র মোদির ক্ষেত্রে নিঃসন্দেহে ব্যতিক্রমী ৷ তাঁর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গাড়িতে সবসময় চালকের পাশের আসনেই বসেন ৷ কিন্তু, মোদি সাধারণত, প্রোটোকল মেনে মাঝের বা পিছনের আসনে বসেন ৷ এদিন তার ব্য়াতিক্রম ঘটল ৷

উল্লেখ্য, আগামী রবিবার হিমাচলপ্রদেশ বিধানসভার ভোটগ্রহণ (Himachal Pradesh Assembly Election 2022) অনুষ্ঠিত হবে ৷ তাই চলছে একেবারে শেষ মুহূর্তের প্রচার ৷ মাঠে নেমেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহের মতো হেভিওয়েটরা ৷ বিজেপি-এর হয়ে ভোটপ্রচার (Election Campaign) সারতেই রবিবার রাজ্য়ের কাংড়া উপত্যকায় পৌঁছে যান তিনি ৷ সেই সময়েই উপরোক্ত ঘটনাটি ঘটে ৷

আরও পড়ুন: মুক্তো ও স্ফটিক খচিত লাল বেনারস পাগড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে মাইসোর

প্রসঙ্গত, কনভয় থামিয়ে অ্যাম্বুল্যান্স যাওয়ার রাস্তা আগেও করে দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ সেই ঘটনা ঘটেছে আর এক ভোটমুখী রাজ্যে ৷ সম্প্রতি গুজরাত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ আহমেদাবাদ থেকে গান্ধিনগর যাওয়ার পথে হঠাৎই কনভয় থামানোর নির্দেশ দেন তিনি ৷ তারপর দেখা যায়, ওই রাস্তা দিয়েই ছুটে চলেছে একটি দ্রুত গতির অ্য়াম্বুল্য়ান্স ৷ সেই অ্যাম্বুল্যান্সেটি বেরিয়ে যাওয়ার পরই ফের এগোতে শুরু করে প্রধানমন্ত্রীর কনভয় ৷ সেই ঘটনাও মুহূর্তে ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায় ৷ খবর সম্প্রচারিত হয়েছিল সংবাদমাধ্যমেও ৷

চম্বী (হিমাচলপ্রদেশ), 9 নভেম্বর: ফের একবার কনভয় থামিয়ে অ্যাম্বুল্যান্সের জন্য রাস্তা ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ বুধবার ঘটনাটি ঘটেছে ভোটমুখী হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) ৷ সেই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর কনভয় অপেক্ষা করছে ৷ কয়েক মুহূর্ত পরই একটি অ্য়াম্বুল্যান্স দুরন্ত গতিতে বেরিয়ে যাচ্ছে সামনের রাস্তা দিয়ে ৷ আর তারপরই এগোতে শুরু করল প্রধানমন্ত্রীর কনভয় ৷ লক্ষ্যণীয় বিষয় হল, এই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে, প্রধানমন্ত্রীর গাড়িরই মাঝের আসন থেকে ৷ সেই গাড়িতে প্রধানমন্ত্রী বসে রয়েছেন একেবারে সামনের সারিতে, চালকের বাঁ-পাশের আসনে ৷ যা নরেন্দ্র মোদির ক্ষেত্রে নিঃসন্দেহে ব্যতিক্রমী ৷ তাঁর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গাড়িতে সবসময় চালকের পাশের আসনেই বসেন ৷ কিন্তু, মোদি সাধারণত, প্রোটোকল মেনে মাঝের বা পিছনের আসনে বসেন ৷ এদিন তার ব্য়াতিক্রম ঘটল ৷

উল্লেখ্য, আগামী রবিবার হিমাচলপ্রদেশ বিধানসভার ভোটগ্রহণ (Himachal Pradesh Assembly Election 2022) অনুষ্ঠিত হবে ৷ তাই চলছে একেবারে শেষ মুহূর্তের প্রচার ৷ মাঠে নেমেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহের মতো হেভিওয়েটরা ৷ বিজেপি-এর হয়ে ভোটপ্রচার (Election Campaign) সারতেই রবিবার রাজ্য়ের কাংড়া উপত্যকায় পৌঁছে যান তিনি ৷ সেই সময়েই উপরোক্ত ঘটনাটি ঘটে ৷

আরও পড়ুন: মুক্তো ও স্ফটিক খচিত লাল বেনারস পাগড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে মাইসোর

প্রসঙ্গত, কনভয় থামিয়ে অ্যাম্বুল্যান্স যাওয়ার রাস্তা আগেও করে দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ সেই ঘটনা ঘটেছে আর এক ভোটমুখী রাজ্যে ৷ সম্প্রতি গুজরাত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ আহমেদাবাদ থেকে গান্ধিনগর যাওয়ার পথে হঠাৎই কনভয় থামানোর নির্দেশ দেন তিনি ৷ তারপর দেখা যায়, ওই রাস্তা দিয়েই ছুটে চলেছে একটি দ্রুত গতির অ্য়াম্বুল্য়ান্স ৷ সেই অ্যাম্বুল্যান্সেটি বেরিয়ে যাওয়ার পরই ফের এগোতে শুরু করে প্রধানমন্ত্রীর কনভয় ৷ সেই ঘটনাও মুহূর্তে ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায় ৷ খবর সম্প্রচারিত হয়েছিল সংবাদমাধ্যমেও ৷

Last Updated : Nov 9, 2022, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.