মুম্বই, 10 ফেব্রুয়ারি: "বন্দে ভারত এক্সপ্রেস ভারতের উন্নয়নের গতি ও ব্যাপ্তির প্রতিফলন !" শুক্রবার মুম্বইয়ে দু'টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on Vande Bharat Express) ৷ এদিন মোদি যে দু'টির উদ্বোধন করেন, সেই দু'টি ট্রেন মুম্বই-সাইনগর শিরডি এবং মুম্বই-সোলাপুর রুটে যাতায়াত করবে ৷ এই নিয়ে সারা ভারতে সচল বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্য়া বেড়ে হল 10 ৷
এই উপলক্ষে এদিন একটি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদি দাবি করেন, ছাত্রছাত্রী ও অফিসযাত্রীরা এই ট্রেন চালুর সুফল ভোগ করতে পারবেন ৷ একইসঙ্গে, কৃষক এবং পুণ্য়ার্থীরাও উপকৃত হবেন ৷ মোদির কথায়, "এই প্রথম কোথাও একসঙ্গে দু'টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করা হল ৷ এই দু'টি ট্রেনই মুম্বই এবং পুণের প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলিকে ছুঁয়ে যাবে ৷ একইসঙ্গে, যাত্রীদের নিয়ে প্রধান তীর্থস্থানগুলিতেও পৌঁছে যাবে ৷ কলেজ পড়ুয়া এবং অফিসযাত্রীরা এর ফলে খুবই উপকৃত হবেন ৷ পাশাপাশি, পর্যটনের প্রসার ঘটাতে এবং তীর্থযাত্রীদের সহজে তাঁদের গন্তব্য়ে পৌঁছতেও এই দু'টি বন্দে ভারত এক্সপ্রেস সহযোগিতা করবে ৷"
আরও পড়ুন: বন্দে মাতরমের মাটিতে বন্দে ভারত নিয়ে উৎফুল্ল মোদি
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও জানান, এই মুহূর্তে দেশের 17টি রাজ্য়ের 108টি জেলাকে সংযুক্ত করছে বন্দে ভারত এক্সপ্রেস ৷ মোদি বলেন, "আজকের আধুনিক ভারতের যথার্থ ছবি তুলে ধরে এই বন্দে ভারত এক্সপ্রেস ৷ এই ট্রেন ভারতের উন্নয়নের গতি ও ব্যাপ্তির প্রতিফলন ৷ আপনারা এই গতি অনুভব করতে পারবেন, যে গতিতে ভারত উন্নয়নের পথে এগিয়ে চলেছে ৷ সারা দেশে এখন এইরকম 10 টি ট্রেন চলছে ৷ মোট 17টি রাজ্য়ের 108টি জেলায় এই ট্রেন চলাচল করছে ৷ এই জেলাগুলি এখন বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে সংযুক্ত ৷"
প্রধানমন্ত্রী জানান, এখন সব সাংসদই তাঁদের এলাকার জন্য বন্দে ভারত এক্সপ্রেস চাইছেন ৷ মোদি বলেন, "একটা সময় ছিল, যখন সাংসদরা আমাদের চিঠি লিখতেন, সেই চিঠিতে নিজেদের সংসদীয় এলাকার জন্য এক্সপ্রেস ট্রেন চাইতেন তাঁরা ৷ কিন্তু, এখন যখনই সাংসদরা আমার সঙ্গে দেখা করছেন, আমাকে তাঁদের এলাকার জন্য একটি করে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দেওয়ার কথা বলছেন ৷ আসলে এখন বন্দে ভারতের চাহিদা তুঙ্গে !" মোদি জানিয়েছেন, মুম্বই হয়ে যে দু'টি বন্দে ভারত এক্সপ্রেস চলবে, সেই দু'টি ট্রেন বন্দে ভারতের একেবারে নতুন সংস্করণ ৷