ETV Bharat / bharat

Azadi Ka Amrit Mahotsav: স্বাধীনতা সংগ্রামের অখ্যাত নায়কদের সম্মান, মোদির মুখে প্রশংসিত এনাডুর উদ্যোগ

স্বাধীনতার 75 বছর পূর্তি (75 Years of Independence) উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) পালন করেছে এনাডু (Eenadu) পরিবারও ৷ সংস্থার এই উদ্য়োগকে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

Narendra Modi praises Eenadu for giving recognition to unsung heroes of Indias Freedom Fighting during Azadi Ka Amrit Mahotsav
Azadi Ka Amrit Mahotsav: স্বাধীনতা সংগ্রামের অখ্যাত নায়কদের সম্মান, মোদির মুখে প্রশংসিত এনাডুর উদ্যোগ
author img

By

Published : Oct 26, 2022, 3:33 PM IST

Updated : Oct 26, 2022, 6:24 PM IST

নয়াদিল্লি, 26 অক্টোবর: স্বাধীনতার 75 বছর পূর্তি (75 Years of Independence) উপলক্ষে দেশজুড়ে 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) পালন করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই কর্মসূচিতে সামিল হয়েছে এনাডু (Eenadu) পরিবারও ৷ এই বিষয়ে সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেই বৈঠকে এনাডুর তরফে উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সিএইচ কিরণ, মার্গদর্শী চিট ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর সিএইচ শৈলজা এবং রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর সিএইচ বিজয়েশ্বরী ৷

সূত্রের খবর, এই বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে ৷ বৈঠকে এনাডুর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় 'দ্য ইমমর্টাল সাগা, ইন্ডিয়া'স স্ট্রাগল ফর ফ্রিডম'-এর প্রথম সংস্করণ ৷ আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে এনাডুর পক্ষ থেকেই এটি প্রকাশ করা হয়েছে ৷

Azadi Ka Amrit Mahotsav
মোদির মুখে প্রশংসিত এনাডুর উদ্যোগ

আরও পড়ুন: ভারতীয় নোটে লক্ষ্মী, গণেশের ছবি ছাপান ! কেন্দ্রকে পরামর্শ কেজরিওয়ালের

এনাডু পরিবারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷ বৈঠকে প্রধানমন্ত্রী জানান, দেশজুড়ে যখন আদাজি কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে, ঠিক তেমন একটি সময়ে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মোদি মনে করেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের সবথেকে বড় সৌন্দর্য হল, এই আন্দোলনে আমভারতীয়দের স্বতঃস্ফূর্ত এবং বিপুল সংখ্যায় অংশগ্রহণ ৷

মোদির মুখে প্রশংসিত এনাডুর উদ্যোগ

মোদির আক্ষেপ, ভারতের প্রত্যেক প্রান্তেই স্বাধীনতা সংগ্রামের কোনও না-কোনও নায়ক ছিলেন ৷ কিন্তু, ইতিহাস তাঁদের মনে রাখেনি ৷ এই অবস্থায় এনাডু একেবারে তৃণমূল স্তরে পৌঁছে এইসব বীর নায়কদের বলিদানের কাহিনি তুলে এনেছে ৷ এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ৷

একইসঙ্গে, মোদি জানিয়েছেন, ভারত সরকারও এই অখ্যাত নায়কদের যোগ্য সম্মান দিতে চায় ৷ তার জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ এই কারণেই দেশের নানা প্রান্তে আদিবাসী সংগ্রহশালা গড়ে তোলা হচ্ছে ৷ এই বৈঠকে এনাডু গোষ্ঠীর কর্ণধার রামোজি রাওয়ের সঙ্গে তাঁর সখ্যেরও উল্লেখ করতে ভোলেননি মোদি ৷ রামোজির সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে মোদির ৷ তিনি সেই স্মৃতি রোমন্থন করেছেন ৷ একইসঙ্গে, সমাজের প্রতি রামোজির দায়বদ্ধতা এবং অবদানের কথাও তুলে ধরেছেন মোদি ৷

নয়াদিল্লি, 26 অক্টোবর: স্বাধীনতার 75 বছর পূর্তি (75 Years of Independence) উপলক্ষে দেশজুড়ে 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) পালন করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই কর্মসূচিতে সামিল হয়েছে এনাডু (Eenadu) পরিবারও ৷ এই বিষয়ে সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেই বৈঠকে এনাডুর তরফে উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সিএইচ কিরণ, মার্গদর্শী চিট ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর সিএইচ শৈলজা এবং রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর সিএইচ বিজয়েশ্বরী ৷

সূত্রের খবর, এই বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে ৷ বৈঠকে এনাডুর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় 'দ্য ইমমর্টাল সাগা, ইন্ডিয়া'স স্ট্রাগল ফর ফ্রিডম'-এর প্রথম সংস্করণ ৷ আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে এনাডুর পক্ষ থেকেই এটি প্রকাশ করা হয়েছে ৷

Azadi Ka Amrit Mahotsav
মোদির মুখে প্রশংসিত এনাডুর উদ্যোগ

আরও পড়ুন: ভারতীয় নোটে লক্ষ্মী, গণেশের ছবি ছাপান ! কেন্দ্রকে পরামর্শ কেজরিওয়ালের

এনাডু পরিবারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷ বৈঠকে প্রধানমন্ত্রী জানান, দেশজুড়ে যখন আদাজি কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে, ঠিক তেমন একটি সময়ে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মোদি মনে করেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের সবথেকে বড় সৌন্দর্য হল, এই আন্দোলনে আমভারতীয়দের স্বতঃস্ফূর্ত এবং বিপুল সংখ্যায় অংশগ্রহণ ৷

মোদির মুখে প্রশংসিত এনাডুর উদ্যোগ

মোদির আক্ষেপ, ভারতের প্রত্যেক প্রান্তেই স্বাধীনতা সংগ্রামের কোনও না-কোনও নায়ক ছিলেন ৷ কিন্তু, ইতিহাস তাঁদের মনে রাখেনি ৷ এই অবস্থায় এনাডু একেবারে তৃণমূল স্তরে পৌঁছে এইসব বীর নায়কদের বলিদানের কাহিনি তুলে এনেছে ৷ এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ৷

একইসঙ্গে, মোদি জানিয়েছেন, ভারত সরকারও এই অখ্যাত নায়কদের যোগ্য সম্মান দিতে চায় ৷ তার জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ এই কারণেই দেশের নানা প্রান্তে আদিবাসী সংগ্রহশালা গড়ে তোলা হচ্ছে ৷ এই বৈঠকে এনাডু গোষ্ঠীর কর্ণধার রামোজি রাওয়ের সঙ্গে তাঁর সখ্যেরও উল্লেখ করতে ভোলেননি মোদি ৷ রামোজির সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে মোদির ৷ তিনি সেই স্মৃতি রোমন্থন করেছেন ৷ একইসঙ্গে, সমাজের প্রতি রামোজির দায়বদ্ধতা এবং অবদানের কথাও তুলে ধরেছেন মোদি ৷

Last Updated : Oct 26, 2022, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.