ETV Bharat / bharat

Chopper Crash: চপার দুর্ঘটনায় মৃত সেনা আধিকারিকদের শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর - narendra modi pay tribute to cds bipin rawat his wife and other eleven armed forces personnel

চপার দুর্ঘটনায় মৃত সেনা আধিকারিকদের শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর ৷ এই চপার দুর্ঘটনায় মৃত 13 জনের মধ্যে মাত্র তিন জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে (Mortal remains of only 3 of 13 deceased identified) ৷

Chopper Crash
চপার দুর্ঘটনায় মৃত সেনা আধিকারিকদের শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
author img

By

Published : Dec 9, 2021, 10:07 PM IST

নয়াদিল্লি, 9 ডিসেম্বর : তামিলনাড়ুর কুন্নুরে বুধবারের চপার দুর্ঘটনায় মৃত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ 13 জনের দেহ দিল্লিতে এসে পৌঁছল ৷ এদিন দিল্লিতে তাঁদের শেষ শ্রদ্ধা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রমুখ ৷ শ্রদ্ধা জানান দেশের তিন প্রতিরক্ষা বাহিনীর প্রধানও ৷ এদিন সন্ধ্যায় বায়ুসেনার বিশেষ বিমানে সুলুর থেকে দিল্লির পালাম এয়ারবেসে নিয়ে আসা হয় সেনা আধিকারিকদের দেহ ৷ সেখানেই তাঁদের শেষ শ্রদ্ধা জানানো হয় ৷

সেনার তরফে জানানো হয়েছে, এই চপার দুর্ঘটনায় মৃত 13 জনের মধ্যে মাত্র তিন জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে (Mortal remains of only 3 of 13 deceased identified) ৷ তাঁরা হলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও ব্রিগেডিয়র এলএস লিডার ৷ বাকি 10 জনের দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি ৷ দুর্ঘটনায় 14 জনের মধ্যে মোট 13 জনের মৃত্যু হয়েছে বুধবার ৷ মৃতরা প্রত্যেকেই বায়ুসেনার এমআই-17 হেলিকপ্টার সওয়ার ছিলেন ৷

আরও পড়ুন : TN chopper crash : হবে তিনটি অস্ত্রোপচার, বেঙ্গালুরুতে স্থানান্তরিত করা হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে

সেনা সূত্রে জানানো হয়েছে, বাকি দেহগুলির শনাক্তকরণ চেষ্টা চলছে ৷ দিল্লির সেনা হাসপাতালেই দেহগুলি রাখা হয়েছে ৷ মৃতদের পরিবারবর্গের সঙ্গে কথা বলেই সেনার রীতি অনুযায়ী তাঁদের শেষ সম্মান জানানো ও শেষকৃত্যের ব্যবস্থা করা হবে বলে সেনার তরফে জানানো হয়েছে ৷ আগুনে দেহগুলি এমনভাবে পুড়ে গিয়েছে, যে শনাক্তকরণে সময় লাগছে ৷

এই দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের চিকিৎসা চলছে বেঙ্গালুরুর সেনা হাসপাতালে ৷

নয়াদিল্লি, 9 ডিসেম্বর : তামিলনাড়ুর কুন্নুরে বুধবারের চপার দুর্ঘটনায় মৃত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ 13 জনের দেহ দিল্লিতে এসে পৌঁছল ৷ এদিন দিল্লিতে তাঁদের শেষ শ্রদ্ধা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রমুখ ৷ শ্রদ্ধা জানান দেশের তিন প্রতিরক্ষা বাহিনীর প্রধানও ৷ এদিন সন্ধ্যায় বায়ুসেনার বিশেষ বিমানে সুলুর থেকে দিল্লির পালাম এয়ারবেসে নিয়ে আসা হয় সেনা আধিকারিকদের দেহ ৷ সেখানেই তাঁদের শেষ শ্রদ্ধা জানানো হয় ৷

সেনার তরফে জানানো হয়েছে, এই চপার দুর্ঘটনায় মৃত 13 জনের মধ্যে মাত্র তিন জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে (Mortal remains of only 3 of 13 deceased identified) ৷ তাঁরা হলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও ব্রিগেডিয়র এলএস লিডার ৷ বাকি 10 জনের দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি ৷ দুর্ঘটনায় 14 জনের মধ্যে মোট 13 জনের মৃত্যু হয়েছে বুধবার ৷ মৃতরা প্রত্যেকেই বায়ুসেনার এমআই-17 হেলিকপ্টার সওয়ার ছিলেন ৷

আরও পড়ুন : TN chopper crash : হবে তিনটি অস্ত্রোপচার, বেঙ্গালুরুতে স্থানান্তরিত করা হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে

সেনা সূত্রে জানানো হয়েছে, বাকি দেহগুলির শনাক্তকরণ চেষ্টা চলছে ৷ দিল্লির সেনা হাসপাতালেই দেহগুলি রাখা হয়েছে ৷ মৃতদের পরিবারবর্গের সঙ্গে কথা বলেই সেনার রীতি অনুযায়ী তাঁদের শেষ সম্মান জানানো ও শেষকৃত্যের ব্যবস্থা করা হবে বলে সেনার তরফে জানানো হয়েছে ৷ আগুনে দেহগুলি এমনভাবে পুড়ে গিয়েছে, যে শনাক্তকরণে সময় লাগছে ৷

এই দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের চিকিৎসা চলছে বেঙ্গালুরুর সেনা হাসপাতালে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.