ETV Bharat / bharat

PMO at Khadi Utsav খাদিই আত্মনির্ভর ভারতের ভিত্তি, আমেদাবাদের উৎসবে যোগ দিয়ে বললেন প্রধানমন্ত্রী

শনিবার স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আমেদাবাদে (Ahmedabad) খাদি উৎসবে একসঙ্গে চরকা কাটলেন 7 হাজার 500 জন মহিলা ৷ আমেদাবাদে সবরমতী নদীকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হচ্ছে এই খাদি উৎসব ৷ যা আজাদি কা অমৃত মহোৎসবের (Azadi Ka Amrit Mahotsav) অংশবিশেষ ৷

Etv Bharat
আমেদাবাদে খাদি উৎসবে চরকা কাটলেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Aug 27, 2022, 9:03 PM IST

আমেদাবাদ, 27 অগস্ট: বহু রক্তক্ষয়ী আন্দোলনের ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষের স্বাধীনতার ইমারৎ ৷ যার মধ্যে অন্যতম স্বদেশী আন্দোলন (Swadeshi movement) ৷ যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল বিদেশি পণ্য বর্জন ও স্বদেশী পণ্য গ্রহণ। এই আন্দোলনকে ইন্ধন জুগিয়ে ধনী ভারতীয়রা খাদির জন্য জমি ও অর্থদান করেছিল। বস্ত্র উৎপাদন শুরু হয়েছিল দেশের ঘরে ঘরে। আগামিদিনে সেই খাদিই উন্নত এবং আত্মনির্ভর ভারতের ভিত্তি হতে পারে ৷ গুজরাতে খাদি উৎসবে যোগ দিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi joins Khadi Utsav in Ahmedabad) ৷

শনিবার স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আমেদাবাদে খাদি উৎসবে একসঙ্গে চরকা কাটলেন 7 হাজার 500 জন মহিলা ৷ আমেদাবাদে সবরমতী নদীকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হচ্ছে এই খাদি উৎসব ৷ যা 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর (Azadi Ka Amrit Mahotsav) অংশবিশেষ ৷ গুজরাতের বিভিন্ন জেলা থেকে খাদি শিল্পীরা এসে এদিন একত্রিত হয়েছিলেন আমেদাবাদের সবরমতী নদীতীরে ৷ বিশ্বের দরবারে খাদিকে প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীর লাগাতার যে ঐকান্তিক প্রচেষ্টা, তারই নির্যাস এই খাদি উৎসব ৷

আমেদাবাদে খাদি উৎসবে চরকা কাটলেন প্রধানমন্ত্রী

এদিন খাদি উৎসবে কেবল যোগ দেওয়াই নয়, অনুষ্ঠানে চরকাও কাটেন প্রধানমন্ত্রী ৷ তাঁর আগামীর ইচ্ছে নিয়ে বলতে গিয়ে এদিনের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি জানান, ভবিষ্যতে বিশ্বের সমস্ত সুপার মার্কেটে এবং জামাকাপড়ের দোকানে খাদি বস্ত্র দেখতে চান তিনি ৷

আরও পড়ুন: ফের বিশ্বসেরা মোদি, পিছনে ফেললেন বাইডেন, ট্রুডোদের

খাদি উৎসবে এদিন চরকার যে বিবর্তন, সেই সংক্রান্ত একটি প্রদর্শনীরও আয়োজন করা হয় ৷ যে প্রদর্শনীতে বিভিন্ন প্রজন্মের চরকার সঙ্গে সঙ্গে প্রদর্শিত হয় স্বাধীনতা আন্দোলনের সময় ব্যবহৃত ইয়েরওয়াদা চরকাও ৷ সমীক্ষা বলছে, 2014 প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে ভারতে খাদিকে জনপ্রিয় করে তুলতে নরেন্দ্র মোদির যে নিরন্তর প্রয়াস, তাতে দেশে খাদির ব্যবহার চারগুণ বৃদ্ধি পেয়েছে ৷

আমেদাবাদ, 27 অগস্ট: বহু রক্তক্ষয়ী আন্দোলনের ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষের স্বাধীনতার ইমারৎ ৷ যার মধ্যে অন্যতম স্বদেশী আন্দোলন (Swadeshi movement) ৷ যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল বিদেশি পণ্য বর্জন ও স্বদেশী পণ্য গ্রহণ। এই আন্দোলনকে ইন্ধন জুগিয়ে ধনী ভারতীয়রা খাদির জন্য জমি ও অর্থদান করেছিল। বস্ত্র উৎপাদন শুরু হয়েছিল দেশের ঘরে ঘরে। আগামিদিনে সেই খাদিই উন্নত এবং আত্মনির্ভর ভারতের ভিত্তি হতে পারে ৷ গুজরাতে খাদি উৎসবে যোগ দিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi joins Khadi Utsav in Ahmedabad) ৷

শনিবার স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আমেদাবাদে খাদি উৎসবে একসঙ্গে চরকা কাটলেন 7 হাজার 500 জন মহিলা ৷ আমেদাবাদে সবরমতী নদীকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হচ্ছে এই খাদি উৎসব ৷ যা 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর (Azadi Ka Amrit Mahotsav) অংশবিশেষ ৷ গুজরাতের বিভিন্ন জেলা থেকে খাদি শিল্পীরা এসে এদিন একত্রিত হয়েছিলেন আমেদাবাদের সবরমতী নদীতীরে ৷ বিশ্বের দরবারে খাদিকে প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীর লাগাতার যে ঐকান্তিক প্রচেষ্টা, তারই নির্যাস এই খাদি উৎসব ৷

আমেদাবাদে খাদি উৎসবে চরকা কাটলেন প্রধানমন্ত্রী

এদিন খাদি উৎসবে কেবল যোগ দেওয়াই নয়, অনুষ্ঠানে চরকাও কাটেন প্রধানমন্ত্রী ৷ তাঁর আগামীর ইচ্ছে নিয়ে বলতে গিয়ে এদিনের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি জানান, ভবিষ্যতে বিশ্বের সমস্ত সুপার মার্কেটে এবং জামাকাপড়ের দোকানে খাদি বস্ত্র দেখতে চান তিনি ৷

আরও পড়ুন: ফের বিশ্বসেরা মোদি, পিছনে ফেললেন বাইডেন, ট্রুডোদের

খাদি উৎসবে এদিন চরকার যে বিবর্তন, সেই সংক্রান্ত একটি প্রদর্শনীরও আয়োজন করা হয় ৷ যে প্রদর্শনীতে বিভিন্ন প্রজন্মের চরকার সঙ্গে সঙ্গে প্রদর্শিত হয় স্বাধীনতা আন্দোলনের সময় ব্যবহৃত ইয়েরওয়াদা চরকাও ৷ সমীক্ষা বলছে, 2014 প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে ভারতে খাদিকে জনপ্রিয় করে তুলতে নরেন্দ্র মোদির যে নিরন্তর প্রয়াস, তাতে দেশে খাদির ব্যবহার চারগুণ বৃদ্ধি পেয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.