ETV Bharat / bharat

Narendra Modi: বেঙ্গালুরু বিমানবন্দরে ঝাঁ চকচকে টার্মিনালের উদ্বোধন মোদির - বেঙ্গালুরু বিমানবন্দর

বেঙ্গালুরুতে (Bengaluru) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের (Kempegowda International Airport) ঝাঁ চকচকে 2 নম্বর টার্মিনালের (Terminal 2) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ পরিবেশবান্ধব এই টার্মিনালের সৌন্দর্য চোখ কপালে তুলবে যাত্রীদের !

Narendra Modi inaugurates Terminal 2 of Bengaluru Airport
Narendra Modi: বেঙ্গালুরু বিমানবন্দরে ঝাঁ চকচকে টার্মিনালের উদ্বোধন মোদির
author img

By

Published : Nov 11, 2022, 2:08 PM IST

বেঙ্গালুরু, 11 নভেম্বর: কর্ণাটকের (Karnataka) রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru) বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শুক্রবার কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের (Kempegowda International Airport) ঝাঁ চকচকে 2 নম্বর টার্মিনালের (Terminal 2) উদ্বোধন করেন তিনি ৷ কেআইএ (KIA)-এর এই নয়া টার্মিনাল দেখলে যে কারও চোখ কপালে উঠবে ! অত্যাধুনিক এই টার্মিনাল দেখে কোনও সুদৃশ্য উদ্যান বলে ভুল হওয়াটাও অস্বাভাবিক নয় !

কেআইএ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এই টার্মিনালটিকে পরিবেশবান্ধব হিসাবে গড়ে তোলা হয়েছে ৷ এর জন্য খরচ হয়েছে 5 হাজার কোটি টাকা ৷ অপরূপ শোভা এবং সৌন্দর্যের জন্য নয়া এই টার্মিনালের নাম দেওয়া হয়েছে, 'একটি বাগানের ভিতর থাকা টার্মিনাল' (Terminal in a Garden) ! কর্তৃপক্ষের তরফে এক আধিকারিক জানিয়েছেন, প্রতি বছর এই বিমানবন্দর হয়ে প্রায় 2 কোটি 50 লক্ষ মানুষকে যাত্রী পরিষেবা দেওয়া হবে ৷

  • Here are glimpses from Terminal 2 of the Kempegowda International Airport, Bengaluru. This will lead to capacity expansion of the airport and will boost commerce. I am glad that the terminal building accords topmost importance to sustainability. @BLRAirport pic.twitter.com/9MxVyClhig

    — Narendra Modi (@narendramodi) November 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মোদির হাতে উন্মোচিত হবে 108 ফুটের মূর্তি, নাম উঠছে 'ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস'য়ে

সংশ্লিষ্ট এক আধিকারিক বলেন, "2 নম্বর টার্মিনালটি স্থাপত্যকলার এক বিস্ময় ! এই ধরনের টার্মিনাল এর আগে কখনও তৈরি করা হয়নি ৷ সেই কারণেই এর নাম দেওয়া হয়েছে, একটি বাগানের ভিতর থাকা টার্মিনাল ৷ এই টার্মিনালের ভিতরে এবং বাইরে থাকবে সবুজের সমাহার ৷ ফলে এই টার্মিনালে এক অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন যাত্রীরা ৷ যা পৃথিবীর আর কোনও টার্মিনালে দেখা যাবে না ৷" বিমানবন্দরের ওই আধিকারিকই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 2 নম্বর টার্মিনালে একটি ঝুলন্ত উদ্যানও রয়েছে ৷ সেটি এই টার্মিনালের অন্যতম আকর্ষণ হতে চলেছে ৷

এদিন এই বিমানবন্দরের (Bengaluru Airport) 2 নম্বর টার্মিনাল উদ্বোধনের পর এ নিয়ে টুইটও করেন প্রধানমন্ত্রী (Narendra Modi Twitter) ৷ তাতে তিনি লেখেন, "বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালের কিছু ঝলক ৷ এর ফলে এই বিমানবন্দরের পরিষেবা দেওয়ার ক্ষমতা আরও বাড়বে ৷ তার জেরে বাণিজ্যও চাঙ্গা হবে ৷ এই টার্মিনাল ভবনে স্থায়িত্বকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এটা দেখে আমি অত্যন্ত খুশি ৷"

বেঙ্গালুরু, 11 নভেম্বর: কর্ণাটকের (Karnataka) রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru) বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শুক্রবার কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের (Kempegowda International Airport) ঝাঁ চকচকে 2 নম্বর টার্মিনালের (Terminal 2) উদ্বোধন করেন তিনি ৷ কেআইএ (KIA)-এর এই নয়া টার্মিনাল দেখলে যে কারও চোখ কপালে উঠবে ! অত্যাধুনিক এই টার্মিনাল দেখে কোনও সুদৃশ্য উদ্যান বলে ভুল হওয়াটাও অস্বাভাবিক নয় !

কেআইএ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এই টার্মিনালটিকে পরিবেশবান্ধব হিসাবে গড়ে তোলা হয়েছে ৷ এর জন্য খরচ হয়েছে 5 হাজার কোটি টাকা ৷ অপরূপ শোভা এবং সৌন্দর্যের জন্য নয়া এই টার্মিনালের নাম দেওয়া হয়েছে, 'একটি বাগানের ভিতর থাকা টার্মিনাল' (Terminal in a Garden) ! কর্তৃপক্ষের তরফে এক আধিকারিক জানিয়েছেন, প্রতি বছর এই বিমানবন্দর হয়ে প্রায় 2 কোটি 50 লক্ষ মানুষকে যাত্রী পরিষেবা দেওয়া হবে ৷

  • Here are glimpses from Terminal 2 of the Kempegowda International Airport, Bengaluru. This will lead to capacity expansion of the airport and will boost commerce. I am glad that the terminal building accords topmost importance to sustainability. @BLRAirport pic.twitter.com/9MxVyClhig

    — Narendra Modi (@narendramodi) November 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মোদির হাতে উন্মোচিত হবে 108 ফুটের মূর্তি, নাম উঠছে 'ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস'য়ে

সংশ্লিষ্ট এক আধিকারিক বলেন, "2 নম্বর টার্মিনালটি স্থাপত্যকলার এক বিস্ময় ! এই ধরনের টার্মিনাল এর আগে কখনও তৈরি করা হয়নি ৷ সেই কারণেই এর নাম দেওয়া হয়েছে, একটি বাগানের ভিতর থাকা টার্মিনাল ৷ এই টার্মিনালের ভিতরে এবং বাইরে থাকবে সবুজের সমাহার ৷ ফলে এই টার্মিনালে এক অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন যাত্রীরা ৷ যা পৃথিবীর আর কোনও টার্মিনালে দেখা যাবে না ৷" বিমানবন্দরের ওই আধিকারিকই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 2 নম্বর টার্মিনালে একটি ঝুলন্ত উদ্যানও রয়েছে ৷ সেটি এই টার্মিনালের অন্যতম আকর্ষণ হতে চলেছে ৷

এদিন এই বিমানবন্দরের (Bengaluru Airport) 2 নম্বর টার্মিনাল উদ্বোধনের পর এ নিয়ে টুইটও করেন প্রধানমন্ত্রী (Narendra Modi Twitter) ৷ তাতে তিনি লেখেন, "বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালের কিছু ঝলক ৷ এর ফলে এই বিমানবন্দরের পরিষেবা দেওয়ার ক্ষমতা আরও বাড়বে ৷ তার জেরে বাণিজ্যও চাঙ্গা হবে ৷ এই টার্মিনাল ভবনে স্থায়িত্বকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এটা দেখে আমি অত্যন্ত খুশি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.