নয়াদিল্লি, 16 নভেম্বর: দেশের ব্যাঙ্কগুলিতে অনুৎপাদক সম্পদ বৃদ্ধির জন্য পূর্বতন ইউপিএ সরকারকেই ফের দায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর অভিযোগ, এক সময় দেশে অডিটের কথা উঠলেই আতঙ্ক দেখা দিত । সিএজি এবং সরকার, সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করত ৷ কিন্তু গত কয়েক বছরে সেই পরিস্থিতি পাল্টে গিয়েছে ৷ তাঁর সরকার অডিট নিয়ে কোনওরকম হস্তক্ষেপ করে না ৷
মঙ্গলবার প্রথম অডিট দিবস পালন করছে কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অব ইন্ডিয়া (সিএজি) । সেখানেই পূর্বতন সরকারকে একহাত নেন মোদি ৷ বলেন, ‘‘আগে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পারদর্শী লোকের অভাব ছিল ৷ ব্যাঙ্কের কাজকর্মে স্বচ্ছতা ছিল না একেবারেই ৷ তার জন্যই দেশে অনুৎপাদক সম্পদের পরিমাণ লাগাতার বাড়তে থেকেছে ৷’’
আরও পড়ুন: NCB seized drugs : ফের শিরোনামে এনসিবি, এবার 1127 কেজি মাদক উদ্ধার ওয়াংখেড়েদের
পূর্বতন ইউপিএ সরকার ক্রমবর্ধমান অনুৎপাদক সম্পদের হিসেব দেশবাসীর কাছে লুকিয়ে রেখেছিল বলেও অভিযোগ করেন মোদি ৷ তিনি বলেন, ‘‘কার্পেটের নীচে কী ভাবে অনুৎপাদক সম্পদের হিসেব ঢাকা দিয়ে রাখা হত, তা আপনারাও ভাল করেই জানেন ৷ কিন্তু সততার সঙ্গে পূর্বতন সরকারের আসল চেহারা দেশের সামনে তুলে ধরেছি আমরা ৷ সমস্যা জানতে পারলে তবেই তো সমাধান!’’
সরকার কোন খাতে কত টাকা খরচ করছে, এ সবের হিসেব রাখাই কাজ সিএজির ৷ কিন্তু সিএজি-কে খরচের কোনও হিসেব না দেওয়ার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধেও, যা রাফাল -কাণ্ডের সময় সামনে আসে ৷ কিন্তু মোদির দাবি, তাঁর সরকার অডিটে কোনওরকম হস্তক্ষেপ করে না ৷ এদিন সিএজি-র দফতরে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি মূর্তিও উন্মোচন করেন মোদি ৷
আরও পড়ুন: Lakhimpur Kheri : লখিমপুর খেরির আদালতে মন্ত্রী-পুত্রের জামিনের আবেদন খারিজ