ETV Bharat / bharat

PM Modi in Varanasi : 12 বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ প্রধানমন্ত্রীর - PM Modi in Varanasi

বারাণসীতে বিজেপি শাসিত 12 রাজ্যের মুখ্য়মন্ত্রীদের নিয়ে সম্মেলন ৷ যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi attends BJP CMs conclave) ৷ আর এই সম্মেলন প্রধানমন্ত্রীর ‘স্পিরিট অফ ইন্ডিয়া’র অংশ হিসেবে জানিয়েছে পিএমও ৷

Narendra Modi attend BJP CMs conclave
12টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্য়মন্ত্রীদের সম্মেলনে যোগ প্রধানমন্ত্রীর
author img

By

Published : Dec 14, 2021, 11:20 AM IST

Updated : Dec 14, 2021, 11:38 AM IST

বারাণসী, 14 ডিসেম্বর : আজ বারাণসীতে বিজেপি শাসিত 12 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্মেলন ৷ যেখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to attend BJP CMs conclave) ৷ রয়েছেন অসম, অরুণাচলপ্রদেশ, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মণিপুর, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা ৷ সেই সঙ্গে বিহার এবং নাগাল্যান্ডের এনডিএ জোট সরকারের তরফে উপমুখ্যমন্ত্রীরাও হাজির রয়েছেন ৷

এদিন 12 বিজেপি শাসিত রাজ্যের মুখ্য়মন্ত্রীদের সম্মেলন ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর ৷ এদিন সদগুরু সদাফলদেয়ো বিহঙ্গম যোগ সংস্থানের 98তম বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদি (Sadafaldeo Yog Sansthans 98th anniversary) ৷ প্রধানমন্ত্রীর মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ বিকেল সাড়ে 3টের সময় বারাণসীতে সবরবেদ মহামন্দিরে সেই অনুষ্ঠানে অংশ নেবেন তিনি ৷

আরও পড়ুন : Modi witnesses Ganga Aarti : শিব দীপোৎসবে লেজ়ার শো, গঙ্গা আরতিতে সন্ধে কাটল প্রধানমন্ত্রীর

বারাণসীতে আয়োজিত মুখ্যমন্ত্রীদের সম্মেলনে সরকার পরিচালনার উপযোগী তথ্য এবং নীতি একে অপরের মধ্যে ভাগ করে নিতে পারবেন 12 রাজ্যের প্রশাসনিক প্রধানরা ৷ পিএমও’র তরফে বলা হয়েছে, নিজেদের মতামত ভাগ করে নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর ‘টিম ইন্ডিয়া স্পিরিট’কে আরও শক্তিশালী করবে ৷ পিএমও থেকে বলা হয়েছে, 12টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সুশাসন সংক্রান্ত একটি প্রেজেনটেশন দেবেন প্রধানমন্ত্রীর সামনে ৷

তবে, প্রধানমন্ত্রীর ‘টিম ইন্ডিয়া স্পিরিট’ শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিকে নিয়েই ? এই প্রশ্ন তুলেছেন রাজনীতির কারবারিরা ৷ তাহলে বাকি 17টি রাজ্য কী ভারত সরকারের উন্নয়নের তালিকায় নেই ? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

বারাণসী, 14 ডিসেম্বর : আজ বারাণসীতে বিজেপি শাসিত 12 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্মেলন ৷ যেখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to attend BJP CMs conclave) ৷ রয়েছেন অসম, অরুণাচলপ্রদেশ, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মণিপুর, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা ৷ সেই সঙ্গে বিহার এবং নাগাল্যান্ডের এনডিএ জোট সরকারের তরফে উপমুখ্যমন্ত্রীরাও হাজির রয়েছেন ৷

এদিন 12 বিজেপি শাসিত রাজ্যের মুখ্য়মন্ত্রীদের সম্মেলন ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর ৷ এদিন সদগুরু সদাফলদেয়ো বিহঙ্গম যোগ সংস্থানের 98তম বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদি (Sadafaldeo Yog Sansthans 98th anniversary) ৷ প্রধানমন্ত্রীর মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ বিকেল সাড়ে 3টের সময় বারাণসীতে সবরবেদ মহামন্দিরে সেই অনুষ্ঠানে অংশ নেবেন তিনি ৷

আরও পড়ুন : Modi witnesses Ganga Aarti : শিব দীপোৎসবে লেজ়ার শো, গঙ্গা আরতিতে সন্ধে কাটল প্রধানমন্ত্রীর

বারাণসীতে আয়োজিত মুখ্যমন্ত্রীদের সম্মেলনে সরকার পরিচালনার উপযোগী তথ্য এবং নীতি একে অপরের মধ্যে ভাগ করে নিতে পারবেন 12 রাজ্যের প্রশাসনিক প্রধানরা ৷ পিএমও’র তরফে বলা হয়েছে, নিজেদের মতামত ভাগ করে নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর ‘টিম ইন্ডিয়া স্পিরিট’কে আরও শক্তিশালী করবে ৷ পিএমও থেকে বলা হয়েছে, 12টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সুশাসন সংক্রান্ত একটি প্রেজেনটেশন দেবেন প্রধানমন্ত্রীর সামনে ৷

তবে, প্রধানমন্ত্রীর ‘টিম ইন্ডিয়া স্পিরিট’ শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিকে নিয়েই ? এই প্রশ্ন তুলেছেন রাজনীতির কারবারিরা ৷ তাহলে বাকি 17টি রাজ্য কী ভারত সরকারের উন্নয়নের তালিকায় নেই ? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

Last Updated : Dec 14, 2021, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.