ETV Bharat / bharat

Narendra Modi Tripura Rally: 'বাম-কংগ্রেস কোনওদিনই ত্রিপুরার উন্নতি চায়নি !' পড়শি রাজ্যে নির্বাচনী প্রচারে তোপ মোদির - ত্রিপুরা

সোমবার শেষবেলার প্রচারে ত্রিপুরায় জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Tripura Rally) ৷ সরাসরি আক্রমণ করলেন বাম ও কংগ্রেসকে ৷

Narendra Modi attacks Left Front and Congress during his Tripura Rally
মোদির নিশানায় বাম ও কংগ্রেস
author img

By

Published : Feb 13, 2023, 8:19 PM IST

আগরতলা, 13 ফেব্রুয়ারি: বামেরা আমজনতাকে তাদের ক্রীতদাস মনে করেন ৷ আর নিজেদের মনে করেন রাজা ! সোমবার ত্রিপুরার জনসভা থেকে এভাবেই বামফ্রন্টকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Tripura Rally) ৷ তাঁর অভিযোগ, বাম বা কংগ্রেস কোনও দিনই ত্রিপুরার মানুষের উন্নয়ন করবে না ৷ রাজ্যবাসীকে চিরকাল গরিব করে রাখবে তারা ! এদিন আগতরতলার বিবেকানন্দ ময়দানে জনসভা করেন নরেন্দ্র মোদি ৷ সেই সভামঞ্চ থেকে বামেদের আক্রমণ করে তিনি বলেন, "বামেরা ত্রিপুরাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে গিয়েছে ৷"

এদিন মোদি তাঁর ভাষণে বলেন, "বাম জমানায় ত্রিপুরার সমস্ত সরকারি কার্যালয়, থানা এবং বাণিজ্যকেন্দ্রগুলির দখল নিয়েছিলেন বামফ্রন্টের ক্য়াডাররা ৷ তাঁরা মনে করতেন, ত্রিপুরার মানুষ তাঁদের ক্রীতদাস এবং তাঁরা সকলে রাজা ! ত্রিপুরার মানুষকে আমি একটি বিষয় মনে করিয়ে দিতে চাই ৷ তাঁদের বলতে চাই, বামফ্রন্ট এবং কংগ্রেস কোনওদিনই ত্রিপুরার উন্নতি ঘটাবে না ৷ কারণ, তারা চায় ত্রিপুরার মানুষ চিরকাল গরিব থাকুন ৷ ওদের শুধু একটিই লক্ষ্য, সেটি হল নিজেদের পকেট ভর্তি করা ! তিনদশক ধরে বামেরা ত্রিপুরায় শাসন করেছেন এবং সেই সময় প্রত্যেকটি নির্বাচনে তাঁদের হাতে বিরোধী রাজনৈতিক দলের নেতা, কর্মীরা খুন হয়েছেন ৷"

আরও পড়ুন: 'বিজেপি ক্ষমতাচ্যুত হলে ত্রিপুরায় জঙ্গলরাজ ফিরবে !' হুঁশিয়ারি শাহের

মোদির দাবি, 25 থেকে 30 বছর ধরে বামেরা ত্রিপুরার যত ক্ষতি করেছেন, তা পূরণ করতেই দিনরাত এক করে কাজ করে চলেছে রাজ্য়ের বর্তমান বিজেপি সরকার ৷ মোদির কথায়, "উন্নয়নের প্রথম শর্ত হল, আইনের শাসন প্রতিষ্ঠা ৷ কিন্তু, বামশাসন ত্রিপুরাকে ধ্বংস করে দিয়েছে ৷ বাম জমানায় তাদের ক্য়াডাররা মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছিলেন ৷ সেইসব অভিজ্ঞতা মানুষ এখনও ভোলেননি ৷"

মোদির দাবি, ত্রিপুরার যুব সমাজ এবং নারীরা ইতিমধ্য়েই বামেদের লাল কার্ড দেখিয়ে দিয়েছেন ৷ এই প্রসঙ্গে মোদি বলেন, "ত্রিপুরার মানুষ ইতিমধ্য়েই বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা কেবলমাত্র বিজেপির সরকার চান ৷ কারণ, তাঁরা সকলের উন্নয়নের পক্ষপাতী ৷ আমি ত্রিপুরার বহু জায়গায় গিয়েছি এবং আমি নিশ্চিত যে মানুষ বিজেপিকেই বিপুল ভোটে জয়ী করে ফের একবার ক্ষমতায় নিয়ে আসবেন ৷ আমি যখন দেখলাম, ত্রিপুরার মানুষও ডাবল ইঞ্জিন সরকারের পক্ষপাতী, তখন আমার আনন্দও দ্বিগুণ হয়ে গেল ৷ ত্রিপুরার মানুষের আশীর্বাদ বিজেপির সঙ্গেই আছে ৷ ত্রিপুরার মায়েরা, বোনেরা এবং মেয়েরা বিজেপিকেই চান ৷ আজ ত্রিপুরাজুড়ে একই সুরে একটিই কথা শোনা যাচ্ছে, আবার একবার, বিজেপি সরকারই দরকার !"

আগরতলা, 13 ফেব্রুয়ারি: বামেরা আমজনতাকে তাদের ক্রীতদাস মনে করেন ৷ আর নিজেদের মনে করেন রাজা ! সোমবার ত্রিপুরার জনসভা থেকে এভাবেই বামফ্রন্টকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Tripura Rally) ৷ তাঁর অভিযোগ, বাম বা কংগ্রেস কোনও দিনই ত্রিপুরার মানুষের উন্নয়ন করবে না ৷ রাজ্যবাসীকে চিরকাল গরিব করে রাখবে তারা ! এদিন আগতরতলার বিবেকানন্দ ময়দানে জনসভা করেন নরেন্দ্র মোদি ৷ সেই সভামঞ্চ থেকে বামেদের আক্রমণ করে তিনি বলেন, "বামেরা ত্রিপুরাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে গিয়েছে ৷"

এদিন মোদি তাঁর ভাষণে বলেন, "বাম জমানায় ত্রিপুরার সমস্ত সরকারি কার্যালয়, থানা এবং বাণিজ্যকেন্দ্রগুলির দখল নিয়েছিলেন বামফ্রন্টের ক্য়াডাররা ৷ তাঁরা মনে করতেন, ত্রিপুরার মানুষ তাঁদের ক্রীতদাস এবং তাঁরা সকলে রাজা ! ত্রিপুরার মানুষকে আমি একটি বিষয় মনে করিয়ে দিতে চাই ৷ তাঁদের বলতে চাই, বামফ্রন্ট এবং কংগ্রেস কোনওদিনই ত্রিপুরার উন্নতি ঘটাবে না ৷ কারণ, তারা চায় ত্রিপুরার মানুষ চিরকাল গরিব থাকুন ৷ ওদের শুধু একটিই লক্ষ্য, সেটি হল নিজেদের পকেট ভর্তি করা ! তিনদশক ধরে বামেরা ত্রিপুরায় শাসন করেছেন এবং সেই সময় প্রত্যেকটি নির্বাচনে তাঁদের হাতে বিরোধী রাজনৈতিক দলের নেতা, কর্মীরা খুন হয়েছেন ৷"

আরও পড়ুন: 'বিজেপি ক্ষমতাচ্যুত হলে ত্রিপুরায় জঙ্গলরাজ ফিরবে !' হুঁশিয়ারি শাহের

মোদির দাবি, 25 থেকে 30 বছর ধরে বামেরা ত্রিপুরার যত ক্ষতি করেছেন, তা পূরণ করতেই দিনরাত এক করে কাজ করে চলেছে রাজ্য়ের বর্তমান বিজেপি সরকার ৷ মোদির কথায়, "উন্নয়নের প্রথম শর্ত হল, আইনের শাসন প্রতিষ্ঠা ৷ কিন্তু, বামশাসন ত্রিপুরাকে ধ্বংস করে দিয়েছে ৷ বাম জমানায় তাদের ক্য়াডাররা মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছিলেন ৷ সেইসব অভিজ্ঞতা মানুষ এখনও ভোলেননি ৷"

মোদির দাবি, ত্রিপুরার যুব সমাজ এবং নারীরা ইতিমধ্য়েই বামেদের লাল কার্ড দেখিয়ে দিয়েছেন ৷ এই প্রসঙ্গে মোদি বলেন, "ত্রিপুরার মানুষ ইতিমধ্য়েই বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা কেবলমাত্র বিজেপির সরকার চান ৷ কারণ, তাঁরা সকলের উন্নয়নের পক্ষপাতী ৷ আমি ত্রিপুরার বহু জায়গায় গিয়েছি এবং আমি নিশ্চিত যে মানুষ বিজেপিকেই বিপুল ভোটে জয়ী করে ফের একবার ক্ষমতায় নিয়ে আসবেন ৷ আমি যখন দেখলাম, ত্রিপুরার মানুষও ডাবল ইঞ্জিন সরকারের পক্ষপাতী, তখন আমার আনন্দও দ্বিগুণ হয়ে গেল ৷ ত্রিপুরার মানুষের আশীর্বাদ বিজেপির সঙ্গেই আছে ৷ ত্রিপুরার মায়েরা, বোনেরা এবং মেয়েরা বিজেপিকেই চান ৷ আজ ত্রিপুরাজুড়ে একই সুরে একটিই কথা শোনা যাচ্ছে, আবার একবার, বিজেপি সরকারই দরকার !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.