ETV Bharat / bharat

"এক দেশ, এক ভোট"-এর পক্ষে ফের সওয়াল মোদির - মোদি

বৃহস্পতিবার সংবিধান দিবস ছিল । ওইদিন অল ইন্ডিয়া প্রিজ়াইডিং অফিসারস কনফারেন্সে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ।

modi on one nation, one vote
এক দেশ, এক ভোট নিয়ে মোদি
author img

By

Published : Nov 27, 2020, 10:42 AM IST

দিল্লি, 27 নভেম্বর : এক দেশ, এক ভোটের পক্ষে ফের সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল অল ইন্ডিয়া প্রিজ়াইডিং অফিসারস কনফারেন্সে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধনমন্ত্রী । সেখানেই তিনি এই প্রসঙ্গ উত্থাপন করেন ।

প্রধানমন্ত্রী বলেন, "এক দেশ, এক ভোট তর্কের বিষয় নয় । দেশের জন্য এটা প্রয়োজন । দেশে প্রায় প্রত্যেক মাসে একটি করে নির্বাচন থাকে । যার ফলে উন্নয়ন ব্যাহত হয় । দেশ কেন এত টাকা নষ্ট করবে?" এজন্য প্রিজ়াইডিং আধিকারিকদের উদ্যোগ নেওয়ার আর্জি জানান তিনি ।

গতকাল ছিল সংবিধান দিবস । এমন গুরুত্বপূর্ণ দিনে মহাত্মা গান্ধি ও সর্দার বল্লভভাই প্যাটেলের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী । পাশাপাশি ইন্দিরা গান্ধির সময়ের জরুরি অবস্থার কথা মনে করান তিনি । প্রধানমন্ত্রী বলেন, "সংবিধানের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল । কিন্তু সাংবিধানিক অধিকারের মাধ্যমে তার জবাবও মিলেছিল ।"

দিল্লি, 27 নভেম্বর : এক দেশ, এক ভোটের পক্ষে ফের সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গতকাল অল ইন্ডিয়া প্রিজ়াইডিং অফিসারস কনফারেন্সে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধনমন্ত্রী । সেখানেই তিনি এই প্রসঙ্গ উত্থাপন করেন ।

প্রধানমন্ত্রী বলেন, "এক দেশ, এক ভোট তর্কের বিষয় নয় । দেশের জন্য এটা প্রয়োজন । দেশে প্রায় প্রত্যেক মাসে একটি করে নির্বাচন থাকে । যার ফলে উন্নয়ন ব্যাহত হয় । দেশ কেন এত টাকা নষ্ট করবে?" এজন্য প্রিজ়াইডিং আধিকারিকদের উদ্যোগ নেওয়ার আর্জি জানান তিনি ।

গতকাল ছিল সংবিধান দিবস । এমন গুরুত্বপূর্ণ দিনে মহাত্মা গান্ধি ও সর্দার বল্লভভাই প্যাটেলের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী । পাশাপাশি ইন্দিরা গান্ধির সময়ের জরুরি অবস্থার কথা মনে করান তিনি । প্রধানমন্ত্রী বলেন, "সংবিধানের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল । কিন্তু সাংবিধানিক অধিকারের মাধ্যমে তার জবাবও মিলেছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.