ETV Bharat / bharat

রাজধানীতে VIP-দের উপর হামলার পরিকল্পনা ছিল ধৃত জইশ জঙ্গিদের

author img

By

Published : Nov 17, 2020, 9:00 PM IST

গোয়েন্দা সংস্থা ধৃতদের জেরা করে দিল্লি এবং জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় অভিযান চালাতে পারে বলে খবর ৷ গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, এই দুই জঙ্গিকে জেরা করে জইশের আরও অনেক সদস্য়ের খোঁজ দিল্লি এবং জম্মু ও কাশ্মীর থেকে পাওয়া যেতে পারে ৷

nabbed-jem-militants-were-planning-to-kill-vips-in-delhi
দিল্লি পুলিশের জালে জইশ-ই-মহম্মদের সন্দেহভাজন 2 জঙ্গি

দিল্লি, 17 নভেম্বর : দিল্লিতে VIP-দের উপর হামলার পরিকল্পনা ছিল ধৃত জঙ্গিদের ৷ সোমবার রাতে দিল্লির সারাই কালে খান এলাকা থেকে জইশ-ই-মহম্মদের 2 জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, রাজধানীতে বড়সড় হামলার ছক কষেছিল তারা ৷ রাজধানীতে VIP-দের উপর হামলা চালিয়ে নেপাল চলে যাওয়ার পরিকল্পনা করেছিল ৷ সেখান থেকে পাক অধিকৃত কাশ্মীরে চলে যাওয়ার কথা ছিল ধৃত জঙ্গিদের ৷

গোয়েন্দা সংস্থা ধৃতদের জেরা করে দিল্লি এবং জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় অভিযান চালাতে পারে বলে খবর ৷ গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, এই দুই জঙ্গিকে জেরা করে জইশের আরও অনেক সদস্য়ের খোঁজ দিল্লি এবং জম্মু ও কাশ্মীর থেকে পাওয়া যেতে পারে ৷

ধৃত 2 জঙ্গি জম্মু ও কাশ্মীর থেকে দিল্লিতে এসেছিল ৷ বছর বাইশের আবদুল লতিফ মিরের বাড়ি বারামুল্লার ডোরু গ্রামে ৷ অপর জঙ্গি বছর কুড়ির মহম্মদ আশরাফ খাতানা কুপওয়াড়া জেলার হাত মুলা গ্রামের বাসিন্দা ৷ তাদের কাছ থেকে দু’টি সেমি অটোমেটিক পিস্তল, 10টি কার্তুজ পাওয়া গিয়েছে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে ৷ সূত্রের খবর, জেরায় ধৃত জঙ্গিরা জানিয়েছে, এর আগে তারা পাক অধিকৃত কাশ্মীরে যাওয়ার চেষ্টা করেছিল ৷ কিন্তু সীমান্তে কড়া নিরাপত্তার কারণে সে যাত্রায় তাদের পরিকল্পনা ব্য়র্থ হয় ৷

গত আগস্ট মাসে ISIS-র এক জঙ্গি মুস্তাকিন খান দিল্লিতে গ্রেপ্তার হয় ৷ সে দিল্লিতে ‘নেকড়ে আক্রমণে’র ছক কষেছিল ৷ জুলাই মাসের শেষের দিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, দিল্লিতে একাধিক VIP-র উপর জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে ৷ যারপর থেকেই দেশের রাজধানী সহ অযোধ্য়া এবং জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে ৷ যার ফলে সোমবার রাতে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে ৷

দিল্লি, 17 নভেম্বর : দিল্লিতে VIP-দের উপর হামলার পরিকল্পনা ছিল ধৃত জঙ্গিদের ৷ সোমবার রাতে দিল্লির সারাই কালে খান এলাকা থেকে জইশ-ই-মহম্মদের 2 জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, রাজধানীতে বড়সড় হামলার ছক কষেছিল তারা ৷ রাজধানীতে VIP-দের উপর হামলা চালিয়ে নেপাল চলে যাওয়ার পরিকল্পনা করেছিল ৷ সেখান থেকে পাক অধিকৃত কাশ্মীরে চলে যাওয়ার কথা ছিল ধৃত জঙ্গিদের ৷

গোয়েন্দা সংস্থা ধৃতদের জেরা করে দিল্লি এবং জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় অভিযান চালাতে পারে বলে খবর ৷ গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, এই দুই জঙ্গিকে জেরা করে জইশের আরও অনেক সদস্য়ের খোঁজ দিল্লি এবং জম্মু ও কাশ্মীর থেকে পাওয়া যেতে পারে ৷

ধৃত 2 জঙ্গি জম্মু ও কাশ্মীর থেকে দিল্লিতে এসেছিল ৷ বছর বাইশের আবদুল লতিফ মিরের বাড়ি বারামুল্লার ডোরু গ্রামে ৷ অপর জঙ্গি বছর কুড়ির মহম্মদ আশরাফ খাতানা কুপওয়াড়া জেলার হাত মুলা গ্রামের বাসিন্দা ৷ তাদের কাছ থেকে দু’টি সেমি অটোমেটিক পিস্তল, 10টি কার্তুজ পাওয়া গিয়েছে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে ৷ সূত্রের খবর, জেরায় ধৃত জঙ্গিরা জানিয়েছে, এর আগে তারা পাক অধিকৃত কাশ্মীরে যাওয়ার চেষ্টা করেছিল ৷ কিন্তু সীমান্তে কড়া নিরাপত্তার কারণে সে যাত্রায় তাদের পরিকল্পনা ব্য়র্থ হয় ৷

গত আগস্ট মাসে ISIS-র এক জঙ্গি মুস্তাকিন খান দিল্লিতে গ্রেপ্তার হয় ৷ সে দিল্লিতে ‘নেকড়ে আক্রমণে’র ছক কষেছিল ৷ জুলাই মাসের শেষের দিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, দিল্লিতে একাধিক VIP-র উপর জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে ৷ যারপর থেকেই দেশের রাজধানী সহ অযোধ্য়া এবং জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে ৷ যার ফলে সোমবার রাতে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.