ETV Bharat / bharat

Mysterious Fire in House: 8 দিনে 20 বার ! বাড়িতে আগুন লাগার 'আধিভৌতিক' কাণ্ডে ত্রস্ত পরিবার

গত 8 দিনে 15 থেকে 20টি আগুন লাগার ঘটনা ঘটেছে । 8 নভেম্বর ছিল এই বছরের শেষ চন্দ্রগ্রহণ । তারপর থেকেই শুরু হয়েছে এই আধিভৌতিক কাণ্ড । কেউ ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দিচ্ছে নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়েই এখন ধন্দ্বে পাণ্ডে পরিবার (Mysterious Fire in House in Uttarakhand) ।

author img

By

Published : Nov 17, 2022, 8:28 PM IST

Etv Bharat
Etv Bharat

হলদ্বানী (উত্তরাখণ্ড), 17 নভেম্বর: গত 8 দিনে 20 বার । আগুন লেগেছে বাড়ির বিভিন্ন জায়গায় । পুড়ে গিয়েছে জামাকাপড়, ইলেকট্রিক চালিত যন্ত্র । কিন্তু আগুন কীভাবে লাগছে তাই বুঝে উঠতে পারছেন না উমেশ পাণ্ডে । কেউ ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দিচ্ছে নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়েই এখন ধন্দ্বে পাণ্ডে পরিবার (Mysterious Fire) । ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হলদ্বানী জেলায় (Fire in Haldwani) ।

পরিবারসূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) দিন । 8 নভেম্বর চন্দ্রগ্রহণ এবং ভূমিকম্পের পর বিদ্যুৎ বোর্ডে আগুন লেগে যায় । বিদ্যুৎ বিভাগকে ডেকে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় । কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় আগুন লাগছে । হঠাৎই পুড়ে যাচ্ছে বন্ধ লোহার আলমারি, খাটের কেসের ভিতরে রাখা কাপড়, বিছানা । গত 8 দিনে 15 থেকে 20টি ঘটনা ঘটেছে । এই ঘটনায় ত্রস্ত গোটা পরিবার । জিনিসপত্র রাখা হয়েছে বাড়ির বাইরে ।

আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় স্কুল শিক্ষিকার গায়ে আগুন, নীরব দর্শক জনতা

পরিবারের প্রত্যেকে রাতে জেগে কাটাচ্ছেন । পরিবারের দাবি, হঠাৎই ধোঁয়া ও পোড়া গন্ধ আসছে । পরিবারের সদস্যরা গিয়ে দেখছেন আগুন লেগেছে । বৈদ্যুতিক বিভাগ পুরো বাড়িটিতে নতুন করে আর্থিং করেছে । কিন্তু তারপরও আগুন লেগেই চলেছে । সিটি মজিস্ট্রেট ঋচা সিংহ বলেন, "বাড়িতে কী পরিস্থিতিতে আগুন লাগছে তার পরীক্ষা করা হচ্ছে । সমস্ত তথ্য পন্থনগর ইউনিভার্সিটি এক্সপার্ট টিমকে দেওয়া হচ্ছে । ওই টিম এই রহস্যময় আগুনের ঘটনার বিষয়ে তদন্ত করবে ।"

আরও পড়ুন: বিরিয়ানি নিয়ে ঝগড়া, একে অপরকে আগুন ধরালেন স্বামী-স্ত্রী

8 নভেম্বর ছিল এই বছরের শেষ চন্দ্র গ্রহণ । তারপর থেকেই শুরু হয়েছে এই আধিভৌতিক কাণ্ড । যা দেখে ভয়ে শিউরে উঠছেন পরিবারের সদস্যরা । এক্সপার্ট টিম তাদের তদন্তের শেষে কী জানায়, তাই জানতেই এখন উৎসুক প্রত্যেকে ।

হলদ্বানী (উত্তরাখণ্ড), 17 নভেম্বর: গত 8 দিনে 20 বার । আগুন লেগেছে বাড়ির বিভিন্ন জায়গায় । পুড়ে গিয়েছে জামাকাপড়, ইলেকট্রিক চালিত যন্ত্র । কিন্তু আগুন কীভাবে লাগছে তাই বুঝে উঠতে পারছেন না উমেশ পাণ্ডে । কেউ ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দিচ্ছে নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়েই এখন ধন্দ্বে পাণ্ডে পরিবার (Mysterious Fire) । ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হলদ্বানী জেলায় (Fire in Haldwani) ।

পরিবারসূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) দিন । 8 নভেম্বর চন্দ্রগ্রহণ এবং ভূমিকম্পের পর বিদ্যুৎ বোর্ডে আগুন লেগে যায় । বিদ্যুৎ বিভাগকে ডেকে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় । কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় আগুন লাগছে । হঠাৎই পুড়ে যাচ্ছে বন্ধ লোহার আলমারি, খাটের কেসের ভিতরে রাখা কাপড়, বিছানা । গত 8 দিনে 15 থেকে 20টি ঘটনা ঘটেছে । এই ঘটনায় ত্রস্ত গোটা পরিবার । জিনিসপত্র রাখা হয়েছে বাড়ির বাইরে ।

আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় স্কুল শিক্ষিকার গায়ে আগুন, নীরব দর্শক জনতা

পরিবারের প্রত্যেকে রাতে জেগে কাটাচ্ছেন । পরিবারের দাবি, হঠাৎই ধোঁয়া ও পোড়া গন্ধ আসছে । পরিবারের সদস্যরা গিয়ে দেখছেন আগুন লেগেছে । বৈদ্যুতিক বিভাগ পুরো বাড়িটিতে নতুন করে আর্থিং করেছে । কিন্তু তারপরও আগুন লেগেই চলেছে । সিটি মজিস্ট্রেট ঋচা সিংহ বলেন, "বাড়িতে কী পরিস্থিতিতে আগুন লাগছে তার পরীক্ষা করা হচ্ছে । সমস্ত তথ্য পন্থনগর ইউনিভার্সিটি এক্সপার্ট টিমকে দেওয়া হচ্ছে । ওই টিম এই রহস্যময় আগুনের ঘটনার বিষয়ে তদন্ত করবে ।"

আরও পড়ুন: বিরিয়ানি নিয়ে ঝগড়া, একে অপরকে আগুন ধরালেন স্বামী-স্ত্রী

8 নভেম্বর ছিল এই বছরের শেষ চন্দ্র গ্রহণ । তারপর থেকেই শুরু হয়েছে এই আধিভৌতিক কাণ্ড । যা দেখে ভয়ে শিউরে উঠছেন পরিবারের সদস্যরা । এক্সপার্ট টিম তাদের তদন্তের শেষে কী জানায়, তাই জানতেই এখন উৎসুক প্রত্যেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.