ETV Bharat / bharat

Congress Suggestion to Uddhav: পাওয়ারের মতোই কংগ্রেসও চায় উদ্ধব কমিশনের সিদ্ধান্ত মেনে ভোটে লড়াই করুন - একনাথ শিন্ডে

শিবসেনার কর্তৃত্ব ফিরে পেতে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার কথা ভাবছেন উদ্ধব ঠাকরে ৷ কিন্তু তাঁকে নির্বাচন কমিশনের (ECI) সিদ্ধান্ত মেনে নিতে পরামর্শ দিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ সেই একই পরামর্শ দিলেন কংগ্রেস নেতা পৃথ্বিরাজ চহ্বনও ৷ তাঁর সঙ্গে কথা বলেছেন ইটিভি ভারতের অমিত অগ্নিহোত্রী ৷

Congress Suggestion to Uddhav
Congress Suggestion to Uddhav
author img

By

Published : Feb 18, 2023, 3:52 PM IST

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: শিবসেনার (Shiv Sena) কর্তৃত্ব হাতছাড়া হওয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷ শনিবার মাতোশ্রীতে অনুগামীদের সঙ্গে বৈঠকের পর হয়তো এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বালাসাহেব ঠাকরের (Bal Thackeray) পুত্র ৷ কিন্তু তাঁর ‘জোটসঙ্গী’রা চান যে তিনি নির্বাচনের কমিশনের সিদ্ধান্ত মেনে নিন ৷ এদিন সকালেই এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার (NCP Chief Sharad Pawar) উদ্ধবকে নতুন প্রতীক নিয়ে রাজনীতির ময়দানে লড়াইয়ের পরামর্শ দিয়েছেন ৷ পরে পাওয়ারের সঙ্গেই সহমত পোষণ করলেন কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চহ্বন (Congress Leader Prithviraj Chavan) ৷

এদিন ইটিভি ভারতকে তিনি বলেন, “পাওয়ার ঠিক বলেছেন । উদ্ধব আর কী করতে পারেন ? নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যাই হোক না কেন, আপাতত অটুট রয়েছে মহা বিকাশ আঘাড়ি । আমরা আসন্ন স্থানীয় নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছি । 2024 সালের লোকসভা নির্বাচনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে ।”

আরও পড়ুন: বালাসাহেবের শিবসেনার কর্তৃত্ব একনাথ শিন্ডের হাতেই দিল নির্বাচন কমিশন

2022 সালের জুন মাস নাগাদ বিদ্রোহ হয় শিবসেনার অন্দরে ৷ উদ্ধব তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ তাঁর নেতৃত্বেই চলছে কংগ্রেস, এনসিপি ও শিবসেনার মহা বিকাশ আঘাড়ি সরকার (MVA) ৷ সেই সরকারের মন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বে বিদ্রোহ হয় ৷ দলের অন্দরেই সংখ্যালঘু হয়ে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন উদ্ধব ৷ অনুগামীদের নিয়ে বিজেপির সঙ্গে সরকার গড়েন একনাথ ৷ মুখ্যমন্ত্রী পদে বসেন৷ তার পর শিবসেনার কর্তৃত্ব হাতে নেওয়ার জন্য দ্বারস্থ হন নির্বাচন কমিশনের ৷ শুক্রবার কমিশমনের রায় শিন্ডের পক্ষেই যায় ৷

বালাসাহেবের তৈরি দল, তাঁর পরিবারের হাতছাড়া হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেন উদ্ধব ৷ পৃথ্বিরাজ চহ্বন মনে করেন, সুপ্রিম কোর্টে যেতেই পারেন উদ্ধব ৷ কিন্তু সেখানে ফয়সালা হতে অনেক সময় লেগে যাবে ৷ আর সেই কারণেই উদ্ধবকে শরদ পাওয়ারের পরামর্শ মেনে নেওয়ার কথা বলেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা ৷

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ঘোষণার পর দলীয় নেতাদের নিয়ে বৈঠকে উদ্ধব

কমিশনের সিদ্ধান্তের পর এক সাংবাদিক বৈঠক করেন উদ্ধব ৷ সেখানে তিনি বালাসাহেবের প্রসঙ্গ টেনে মানুষের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করেন ৷ চহ্বন মনে করেন ভোটের ময়দানেও এই কাজ করা যাতে পেরে ৷ একই সঙ্গে তিনি মেনে নিয়েছে শিবসেনার অন্দরে আগেই শক্তি খুইয়েছে উদ্ধব ৷ একনাথের দিকেও পাল্লা যে ভারী, সেটাও কার্যত বুঝিয়ে দিয়েছেন তিনি ৷

এদিকে মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে মহা বিকাশ আঘাড়ি জোট লড়বে বলেও 2024 সালের লোকসভা নির্বাচনে ওই জোট নিয়ে এখনই কিছু বলতে নারাজ পৃথ্বিরাজ চহ্বন ৷ দেশের পশ্চিম অংশে কংগ্রেস শক্তিবৃদ্ধির চেষ্টা করছে এবং সেই তালিকায় মহারাষ্ট্রও আছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন ৷ ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির পক্ষে ভালো সমর্থন দেখা গিয়েছে বলেও তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন: কমিশনের সিদ্ধান্ত মেনে উদ্ধবকে নতুন প্রতীক বেছে নেওয়ার পরামর্শ পাওয়ারের

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: শিবসেনার (Shiv Sena) কর্তৃত্ব হাতছাড়া হওয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷ শনিবার মাতোশ্রীতে অনুগামীদের সঙ্গে বৈঠকের পর হয়তো এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বালাসাহেব ঠাকরের (Bal Thackeray) পুত্র ৷ কিন্তু তাঁর ‘জোটসঙ্গী’রা চান যে তিনি নির্বাচনের কমিশনের সিদ্ধান্ত মেনে নিন ৷ এদিন সকালেই এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার (NCP Chief Sharad Pawar) উদ্ধবকে নতুন প্রতীক নিয়ে রাজনীতির ময়দানে লড়াইয়ের পরামর্শ দিয়েছেন ৷ পরে পাওয়ারের সঙ্গেই সহমত পোষণ করলেন কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চহ্বন (Congress Leader Prithviraj Chavan) ৷

এদিন ইটিভি ভারতকে তিনি বলেন, “পাওয়ার ঠিক বলেছেন । উদ্ধব আর কী করতে পারেন ? নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যাই হোক না কেন, আপাতত অটুট রয়েছে মহা বিকাশ আঘাড়ি । আমরা আসন্ন স্থানীয় নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছি । 2024 সালের লোকসভা নির্বাচনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে ।”

আরও পড়ুন: বালাসাহেবের শিবসেনার কর্তৃত্ব একনাথ শিন্ডের হাতেই দিল নির্বাচন কমিশন

2022 সালের জুন মাস নাগাদ বিদ্রোহ হয় শিবসেনার অন্দরে ৷ উদ্ধব তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ তাঁর নেতৃত্বেই চলছে কংগ্রেস, এনসিপি ও শিবসেনার মহা বিকাশ আঘাড়ি সরকার (MVA) ৷ সেই সরকারের মন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বে বিদ্রোহ হয় ৷ দলের অন্দরেই সংখ্যালঘু হয়ে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন উদ্ধব ৷ অনুগামীদের নিয়ে বিজেপির সঙ্গে সরকার গড়েন একনাথ ৷ মুখ্যমন্ত্রী পদে বসেন৷ তার পর শিবসেনার কর্তৃত্ব হাতে নেওয়ার জন্য দ্বারস্থ হন নির্বাচন কমিশনের ৷ শুক্রবার কমিশমনের রায় শিন্ডের পক্ষেই যায় ৷

বালাসাহেবের তৈরি দল, তাঁর পরিবারের হাতছাড়া হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেন উদ্ধব ৷ পৃথ্বিরাজ চহ্বন মনে করেন, সুপ্রিম কোর্টে যেতেই পারেন উদ্ধব ৷ কিন্তু সেখানে ফয়সালা হতে অনেক সময় লেগে যাবে ৷ আর সেই কারণেই উদ্ধবকে শরদ পাওয়ারের পরামর্শ মেনে নেওয়ার কথা বলেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা ৷

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ঘোষণার পর দলীয় নেতাদের নিয়ে বৈঠকে উদ্ধব

কমিশনের সিদ্ধান্তের পর এক সাংবাদিক বৈঠক করেন উদ্ধব ৷ সেখানে তিনি বালাসাহেবের প্রসঙ্গ টেনে মানুষের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করেন ৷ চহ্বন মনে করেন ভোটের ময়দানেও এই কাজ করা যাতে পেরে ৷ একই সঙ্গে তিনি মেনে নিয়েছে শিবসেনার অন্দরে আগেই শক্তি খুইয়েছে উদ্ধব ৷ একনাথের দিকেও পাল্লা যে ভারী, সেটাও কার্যত বুঝিয়ে দিয়েছেন তিনি ৷

এদিকে মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে মহা বিকাশ আঘাড়ি জোট লড়বে বলেও 2024 সালের লোকসভা নির্বাচনে ওই জোট নিয়ে এখনই কিছু বলতে নারাজ পৃথ্বিরাজ চহ্বন ৷ দেশের পশ্চিম অংশে কংগ্রেস শক্তিবৃদ্ধির চেষ্টা করছে এবং সেই তালিকায় মহারাষ্ট্রও আছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন ৷ ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির পক্ষে ভালো সমর্থন দেখা গিয়েছে বলেও তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন: কমিশনের সিদ্ধান্ত মেনে উদ্ধবকে নতুন প্রতীক বেছে নেওয়ার পরামর্শ পাওয়ারের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.