কোরুতলা, 26 ডিসেম্বর: পাঁঠার মাংসের নলির হাড়ের বিশেষ পদ 'মটন নল্লি' বাদ দিয়েছে পাত্রীপক্ষ ৷ আর তাতেই বেজায় চটে বিয়েই বাতিল করে দিল পাত্রপক্ষ ৷ এমনটাই ঘটেছে তেলেঙ্গানার জাগতিয়াল জেলায় ৷ দামি যৌতুকের কারণে বিয়ে বাতিল হওয়ার ঘটনা শোনা যায় ৷ তবে এমন আজব ও তুচ্ছ দাবিতে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা কমই ঘটে ৷
স্থানীয় সূত্রের খবর, জাগতিয়াল জেলার মেটপল্লি মণ্ডলের এক যুবকের সঙ্গে নিজামাবাদ জেলার এক তরুণীর বিয়ে ঠিক হয় ৷ দুই পরিবারের মধ্যে বিয়ের যৌতুক, উপহার এবং অন্য সব আচার নিয়ে আলোচনা হয় ৷ তবে দুই পক্ষের মধ্যে সমস্যা তৈরি হয় বিয়ের মেনু নিয়ে ৷ নভেম্বরের প্রথম সপ্তাহে পাত্রপক্ষের আত্মীয়রা ইচ্ছে প্রকাশ করেন, পাত্রীপক্ষ যেন পাঁঠার মাংসের নলি দিয়ে তৈরি 'মটন নল্লি' পদ অবশ্যই করে ৷
এ নিয়ে বচসা বাঁধে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের আত্মীয়দের মধ্যে ৷ শুধু তাই নয়, বচসা এতটাই বড় আকার নেয় যে, দুই বাড়ির লোকজন থানায় পৌঁছয় ৷ একে অপরের দিকে অপমান করার অভিযোগ তোলে পাত্রপক্ষ ও পাত্রীপক্ষ ৷ পুলিশের হস্তক্ষেপে সাময়িক দুই পক্ষই শান্ত হয় ৷ তবে এর পরিণতিতে বিয়ে বাতিল হয়ে যায় ৷ আর তা নিয়েই জোর চর্চা শুরু হয় এলাকায় ৷
বাস্তবের ঠিক এমন ঘটনাই দেখানো হয়েছে তেলেগু সিনেমা 'বালাগাম'-এ ৷ একটা তুচ্ছ কারণে বিবাদ কত বড় হতে পারে এবং তাকে ঘিরে বচসা কত দূর পর্যন্ত গড়াতে পারে, তা দেখানো হয়েছে এই সিনেমাটিতে ৷
তবে পাঁঠার মাংসের দাবিতে বিয়ে নাকচের ঘটনা আগেও ঘটেছে ৷ জুন মাসে ওড়িশার সম্বলপুরে একটি বিয়ে বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটে ৷ আর সেখানে বিয়ে বাতিল করেন খোদ কনে ৷ পাত্রপক্ষের লোকজন খেতে বসে দেখে পাঁঠার মাংসের পদটি শেষ হয়ে গিয়েছে ৷ এই নিয়ে ঝামেলা বাধে পাত্রীপক্ষের লোকজনের সঙ্গে ৷ এরপর পাত্রী নিজেই বিয়ে করতে অস্বীকার করেন ৷
আরও পড়ুন: