ETV Bharat / bharat

যোগীরাজ্যের কলেজে বোরখা পরে ব়্যাম্পে হাঁটলেন ছাত্রীরা, প্রতিবাদে সরব জমিয়ত-এ-উলেমা - উত্তরপ্রদেশের কলেজ

Muslim girls walk ramp wearing burqas: উত্তরপ্রদেশের একটি কলেজে বোরখা পরে ব়্যাম্পে হাঁটলেন ছাত্রীরা ৷ তার প্রতিবাদে সরব হয়েছে মুসলিম সংগঠন জমিয়ত-এ-উলেমা ৷

Muslim girls walk ramp wearing burqas
কলেজে বোরখা পরে ব়্যাম্পে হাঁটলেন ছাত্রীরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 1:50 PM IST

মুজফফরনগর, 28 নভেম্বর: যোগী আদিত্যনাথের রাজ্যে কলেজের ফ্যাশন শোতে বোরখা পরে ব়্যাম্পে হাঁটলেন কয়েকজন ছাত্রী ৷ আর তাই নিয়েই প্রতিবাদে সরব হয়েছে মুসলিম সংগঠনগুলি ৷

মুজফফরনগর জেলার শ্রীরাম কলেজে আয়োজিত ফ্যাশন শোকে ঘিরে বিতর্কের সূত্রপাত ৷ সেই অনুষ্ঠানে বলিউডের প্রবীণ অভিনেত্রী মন্দাকিনী এবং অন্যান্য সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন । রবিবার অনুষ্ঠানের শেষ দিনে কয়েকজন ছাত্রী বোরখা পরে ফ্যাশন শোয়ের ব়্যাম্পে হাঁটেন । সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷ তা দেখে প্রতিবাদে সামিল হয়েছে মুসলিম সংগঠনগুলি । জমিয়ত-এ-উলেমা নেতারা বলেছেন, বোরখা মুসলিম নারীদের পর্দা, এটাকে ফ্যাশন শোয়ের অংশ করা উচিত নয় ।

সংগঠনটির দাবি, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করা হয়েছে । জমিয়ত-এ-উলেমার জেলা আহ্বায়ক মৌলানা মোকাররম কাসমি বলেন, "বোরখা কোনও ফ্যাশন শোয়ের অংশ হবে না । শিশুরা অশ্লীলতার মুখোমুখি হয়েছে । এটি একটি ধর্মকে নিশানা করার জন্য করা হয়েছে । এটি করে মুসলিম সম্প্রদায় এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করা হয়েছে ।"

তিনি আরও বলেন, জমিয়ত-এ-উলেমা এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করে । আলেম আরও বলেন যে, তিনি কলেজ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে বিষয়টি দেখার জন্য আবেদন করেছেন । মৌলানা কাসমি বলেন, "কেউ যদি আবার এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে, তাহলে সংগঠন তার বিরুদ্ধে আইনি লড়াই করবে । আমরা এর জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতেও দ্বিধা করব না । বোরখা হল এমন একটি কাপড় যা একজন মুসলিম মহিলা যখনই ঘর থেকে বের হন তখনই পরেন, যাতে অন্য কেউ তাঁর মুখ দেখতে না পারেন । বোরখাকে পর্দা হিসাবে ব্যবহার করা হয় । লাল বা হলুদ কাপড়ে সেলাই করে ফ্যাশন শোতে বোরখা ব্যবহার করা সম্পূর্ণ ভুল ৷"

ক্যাটওয়াকে অংশ নেওয়া এক মুসলিম ছাত্রী বলেন, তাঁর কলেজের শিক্ষক তাঁকে সৃজনশীলভাবে বোরখা পরতে বলেছিলেন । মুসলিম সম্প্রদায়ের মেয়েটির কথায়, তিনি ভেবেছিলেন যে বহু রঙের বোরখা পরলে ব্যাপারটা অনন্য হবে ৷ তিনি বলেন, "আমরা এ বার ভিন্ন রঙের বোরখা পরতে চেয়েছিলাম । এই চিন্তা থেকেই আমরা ফ্যাশন শোতে ভিন্নভাবে বোরখা পরার কথা ভেবেছিলাম ।"

আরও পড়ুন:

  1. মৃত্যু মিলিয়ে দিল দুই সম্প্রদায়কে, ধর্মীয় সংকীর্ণতা সরিয়ে সামনে এল মানবতা
  2. গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে শরীরের অর্ধেক মাটিচাপা দিলেন মুসলিম সমাজকর্মী
  3. মুসলিম নয় এমন 749 শিক্ষার্থী পড়ছে উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলিতে, কারণ খুঁজছে প্রশাসন

মুজফফরনগর, 28 নভেম্বর: যোগী আদিত্যনাথের রাজ্যে কলেজের ফ্যাশন শোতে বোরখা পরে ব়্যাম্পে হাঁটলেন কয়েকজন ছাত্রী ৷ আর তাই নিয়েই প্রতিবাদে সরব হয়েছে মুসলিম সংগঠনগুলি ৷

মুজফফরনগর জেলার শ্রীরাম কলেজে আয়োজিত ফ্যাশন শোকে ঘিরে বিতর্কের সূত্রপাত ৷ সেই অনুষ্ঠানে বলিউডের প্রবীণ অভিনেত্রী মন্দাকিনী এবং অন্যান্য সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন । রবিবার অনুষ্ঠানের শেষ দিনে কয়েকজন ছাত্রী বোরখা পরে ফ্যাশন শোয়ের ব়্যাম্পে হাঁটেন । সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷ তা দেখে প্রতিবাদে সামিল হয়েছে মুসলিম সংগঠনগুলি । জমিয়ত-এ-উলেমা নেতারা বলেছেন, বোরখা মুসলিম নারীদের পর্দা, এটাকে ফ্যাশন শোয়ের অংশ করা উচিত নয় ।

সংগঠনটির দাবি, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করা হয়েছে । জমিয়ত-এ-উলেমার জেলা আহ্বায়ক মৌলানা মোকাররম কাসমি বলেন, "বোরখা কোনও ফ্যাশন শোয়ের অংশ হবে না । শিশুরা অশ্লীলতার মুখোমুখি হয়েছে । এটি একটি ধর্মকে নিশানা করার জন্য করা হয়েছে । এটি করে মুসলিম সম্প্রদায় এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করা হয়েছে ।"

তিনি আরও বলেন, জমিয়ত-এ-উলেমা এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করে । আলেম আরও বলেন যে, তিনি কলেজ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে বিষয়টি দেখার জন্য আবেদন করেছেন । মৌলানা কাসমি বলেন, "কেউ যদি আবার এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে, তাহলে সংগঠন তার বিরুদ্ধে আইনি লড়াই করবে । আমরা এর জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতেও দ্বিধা করব না । বোরখা হল এমন একটি কাপড় যা একজন মুসলিম মহিলা যখনই ঘর থেকে বের হন তখনই পরেন, যাতে অন্য কেউ তাঁর মুখ দেখতে না পারেন । বোরখাকে পর্দা হিসাবে ব্যবহার করা হয় । লাল বা হলুদ কাপড়ে সেলাই করে ফ্যাশন শোতে বোরখা ব্যবহার করা সম্পূর্ণ ভুল ৷"

ক্যাটওয়াকে অংশ নেওয়া এক মুসলিম ছাত্রী বলেন, তাঁর কলেজের শিক্ষক তাঁকে সৃজনশীলভাবে বোরখা পরতে বলেছিলেন । মুসলিম সম্প্রদায়ের মেয়েটির কথায়, তিনি ভেবেছিলেন যে বহু রঙের বোরখা পরলে ব্যাপারটা অনন্য হবে ৷ তিনি বলেন, "আমরা এ বার ভিন্ন রঙের বোরখা পরতে চেয়েছিলাম । এই চিন্তা থেকেই আমরা ফ্যাশন শোতে ভিন্নভাবে বোরখা পরার কথা ভেবেছিলাম ।"

আরও পড়ুন:

  1. মৃত্যু মিলিয়ে দিল দুই সম্প্রদায়কে, ধর্মীয় সংকীর্ণতা সরিয়ে সামনে এল মানবতা
  2. গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে শরীরের অর্ধেক মাটিচাপা দিলেন মুসলিম সমাজকর্মী
  3. মুসলিম নয় এমন 749 শিক্ষার্থী পড়ছে উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলিতে, কারণ খুঁজছে প্রশাসন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.