ETV Bharat / bharat

Communal Harmony in Kashmir : সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তৈরি করছেন মূক ও বধির মুসলিম পিতা-পুত্র - Muslim community taking cares of Hindu temples

সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তৈরি করলেন শ্রীনগরের বাসিন্দা নিসার আহমেদ আলাই এবং তাঁর বাবা (Muslim Father and Son Create Example Communal Harmony in Kashmir Valley) ৷ দীর্ঘ 6 বছর ধরে তাঁরা শ্রীনগরের জাবারবান পর্বতের গোপী তীর্থ মন্দিরের দেখাশোনা করছেন (Muslim community taking cares of Hindu temples) ৷ কর্নাটকে তৈরি হওয়া হিজাব বিতর্কের মধ্যে যা খুবই তাৎপর্যপূর্ণ ৷

Muslim Father and Son Create Example Communal Harmony in Kashmir Valley
Muslim Father and Son Create Example Communal Harmony in Kashmir Valley
author img

By

Published : Feb 13, 2022, 1:26 PM IST

শ্রীনগর, 13 ফেব্রুয়ারি : হিজাব বিতর্কে যখন গোটা দেশ উত্তাল ৷ তখন কাশ্মীর উপত্যকায় সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তৈরি করছেন মূক ও বধির মুসলিম পিতা-পুত্র (Muslim Father and Son Create Example Communal Harmony in Kashmir Valley) ৷ দীর্ঘ 6 বছর ধরে তাঁরা শ্রীনগরের জাবারবান পর্বতের একটি শিবমন্দিরের দেখভাল করছেন ৷ গোপী তীর্থ নামে ওই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তাঁরা ৷

নিসার আহমেদ আলাই এবং তাঁর বাবা দীর্ঘ 6 বছর ধরে শ্রীনগরের জাবারবান পর্বতে অবস্থিত গোপী তীর্থ মন্দিরের দেখাশোনা করছেন (Shiva Temple in Zabarwan Hills is Example of Communal Harmony) ৷ মন্দির চত্বর পরিষ্কার, তার রক্ষণাবেক্ষণ এবং মন্দিরের বাগানে সবজি চাষ করেন তাঁরা ৷ স্থানীয়দের বিশ্বাস এই মন্দির কাশ্মীর উপত্যকার সৌভ্রাতৃত্বের উদাহরণ ৷ এনিয়ে স্থানীয় বাসিন্দা ফিরদৌস জানান, তাঁরা দীর্ঘদিন ধরে এই মন্দিরের দেখাশোনার কাজ করছেন এবং নিজেদের কাজ নিয়ে যথেষ্ঠ দায়িত্বশীল ৷ এটা কাশ্মীরের সৌভ্রতৃত্বের পরিচয় এবং সকল নাগরিকের নৈতিক কর্তব্য ৷ এমনকি তাঁরা যদি কখনও মন্দিরের দেখভাল করতে না পারেন ৷ তখন স্থানীয়রা মন্দিরের দেখাশোনা করেন ৷

আরও পড়ুন : MEA on Hijab row: অভ্যন্তরীণ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য স্বাগত নয়, হিজাব নিয়ে বিশ্বকে বার্তা দিল্লির

তবে, শুধু গোপী তীর্থ নয় ৷ জম্মু ও কাশ্মীরে এমন অনেক মন্দির রয়েছে, যার দেখভালের দায়িত্বে মুসলিম সম্প্রদায়ের মানুষরা রয়েছেন (Muslim community taking cares of Hindu temples) ৷ এমনটাই জানিয়েছেন আরেক স্থানীয় বাসিন্দা উমের ৷ আর এটা কোনও আশ্চর্যের বিষয় নয় বলে জানান তিনি ৷ কাশ্মীর উপত্যকায় প্রত্যেক সম্প্রদায়ের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্প্রীতির সঙ্গে বসবাস করেন বলে জানান উমের ৷

শ্রীনগর, 13 ফেব্রুয়ারি : হিজাব বিতর্কে যখন গোটা দেশ উত্তাল ৷ তখন কাশ্মীর উপত্যকায় সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তৈরি করছেন মূক ও বধির মুসলিম পিতা-পুত্র (Muslim Father and Son Create Example Communal Harmony in Kashmir Valley) ৷ দীর্ঘ 6 বছর ধরে তাঁরা শ্রীনগরের জাবারবান পর্বতের একটি শিবমন্দিরের দেখভাল করছেন ৷ গোপী তীর্থ নামে ওই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তাঁরা ৷

নিসার আহমেদ আলাই এবং তাঁর বাবা দীর্ঘ 6 বছর ধরে শ্রীনগরের জাবারবান পর্বতে অবস্থিত গোপী তীর্থ মন্দিরের দেখাশোনা করছেন (Shiva Temple in Zabarwan Hills is Example of Communal Harmony) ৷ মন্দির চত্বর পরিষ্কার, তার রক্ষণাবেক্ষণ এবং মন্দিরের বাগানে সবজি চাষ করেন তাঁরা ৷ স্থানীয়দের বিশ্বাস এই মন্দির কাশ্মীর উপত্যকার সৌভ্রাতৃত্বের উদাহরণ ৷ এনিয়ে স্থানীয় বাসিন্দা ফিরদৌস জানান, তাঁরা দীর্ঘদিন ধরে এই মন্দিরের দেখাশোনার কাজ করছেন এবং নিজেদের কাজ নিয়ে যথেষ্ঠ দায়িত্বশীল ৷ এটা কাশ্মীরের সৌভ্রতৃত্বের পরিচয় এবং সকল নাগরিকের নৈতিক কর্তব্য ৷ এমনকি তাঁরা যদি কখনও মন্দিরের দেখভাল করতে না পারেন ৷ তখন স্থানীয়রা মন্দিরের দেখাশোনা করেন ৷

আরও পড়ুন : MEA on Hijab row: অভ্যন্তরীণ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য স্বাগত নয়, হিজাব নিয়ে বিশ্বকে বার্তা দিল্লির

তবে, শুধু গোপী তীর্থ নয় ৷ জম্মু ও কাশ্মীরে এমন অনেক মন্দির রয়েছে, যার দেখভালের দায়িত্বে মুসলিম সম্প্রদায়ের মানুষরা রয়েছেন (Muslim community taking cares of Hindu temples) ৷ এমনটাই জানিয়েছেন আরেক স্থানীয় বাসিন্দা উমের ৷ আর এটা কোনও আশ্চর্যের বিষয় নয় বলে জানান তিনি ৷ কাশ্মীর উপত্যকায় প্রত্যেক সম্প্রদায়ের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্প্রীতির সঙ্গে বসবাস করেন বলে জানান উমের ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.