ETV Bharat / bharat

জল খেতে মন্দিরে ঢোকায় যোগীরাজ্যে বালককে বেধড়ক মার - উত্তরপ্রদেশে গণপিটুনি

আবারও খবরের শিরোনামে উত্তরপ্রদেশ ৷ জল খেতে মন্দিরে ঢোকায় বেধড়ক মারধর করা হল এক বালককে ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷

Muslim Boy Beaten For Entering Temple To Drink Water, Man Arrested in UP
জল খেতে মন্দিরে ঢোকায় যোগীরাজ্যে বালককে বেধড়ক মার
author img

By

Published : Mar 14, 2021, 2:55 PM IST

গাজ়িয়াবাদ, 14 মার্চ: জল খেতে মন্দিরে ঢুকেছিল এক মুসলিম বালক ৷ তাকে বেধড়ক মারধর করা হল ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ঘটনা উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের ৷ এই ঘটনায় ফের অস্বস্তিতে যোগী আদিত্যনাথের সরকার ৷

ভিডিয়োটি কবেকার সেই তারিখ তাতে লেখা নেই ৷ তবে সেখানে দেখা যাচ্ছে, বালকের হাতে ও ঘাড়ে টেনে হিঁচড়ে ধরে এক জন বলছেন, "দু জনের চেহারাই যেন আসে ৷" এরপর নীল টি-শার্ট পরা লোকটি বলতে থাকে, "তোমার নাম কী ? বাবার নাম কী ?" নাম বলার পরই যখন বোঝা যায় যে ছেলেটি মুসলিম, তখন সে কেন মন্দিরে ঢুকেছে এই প্রশ্ন করা হয় ৷ জবাবে ওই বালক জানায় সে জল খেয়ে মন্দিরে ঢুকেছে ৷ এরপরই শুরু হয় বেধড়ক মার ৷ বালকের মাথার উপর্যুপতি মারতে থাকে লোকটি ৷ ছেলেটির হাত মুচড়ে দেওয়া হয় ৷ বালকটি মাটিতে পড়ে গেলে তাকে পরপর লাথি মারা হয় ৷ অসহায়ভাবে ছাড়া পাওয়ার জন্য আকুতি জানাতে থাকে ছেলেটি ৷

আরও পড়ুন: মোবাইল চুরির অপরাধে 12 বছরের কিশোরকে গণপিটুনি

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শ্রিঙ্গি নন্দন যাদব ৷ সে বিহারের ভাগলপুরের ইঞ্জিনিয়ারিং স্নাতক ৷ বেকার যাদব গত তিন মাস ধরে ওই মন্দিরেই থাকত ৷ সোশ্যাল মিডিয়া ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা পুলিশের নজরে আসে ৷ এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ভাইরাল ভিডিয়োটি দেখে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ ৷ এ ধরনের কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি ৷

গাজ়িয়াবাদ, 14 মার্চ: জল খেতে মন্দিরে ঢুকেছিল এক মুসলিম বালক ৷ তাকে বেধড়ক মারধর করা হল ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ঘটনা উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের ৷ এই ঘটনায় ফের অস্বস্তিতে যোগী আদিত্যনাথের সরকার ৷

ভিডিয়োটি কবেকার সেই তারিখ তাতে লেখা নেই ৷ তবে সেখানে দেখা যাচ্ছে, বালকের হাতে ও ঘাড়ে টেনে হিঁচড়ে ধরে এক জন বলছেন, "দু জনের চেহারাই যেন আসে ৷" এরপর নীল টি-শার্ট পরা লোকটি বলতে থাকে, "তোমার নাম কী ? বাবার নাম কী ?" নাম বলার পরই যখন বোঝা যায় যে ছেলেটি মুসলিম, তখন সে কেন মন্দিরে ঢুকেছে এই প্রশ্ন করা হয় ৷ জবাবে ওই বালক জানায় সে জল খেয়ে মন্দিরে ঢুকেছে ৷ এরপরই শুরু হয় বেধড়ক মার ৷ বালকের মাথার উপর্যুপতি মারতে থাকে লোকটি ৷ ছেলেটির হাত মুচড়ে দেওয়া হয় ৷ বালকটি মাটিতে পড়ে গেলে তাকে পরপর লাথি মারা হয় ৷ অসহায়ভাবে ছাড়া পাওয়ার জন্য আকুতি জানাতে থাকে ছেলেটি ৷

আরও পড়ুন: মোবাইল চুরির অপরাধে 12 বছরের কিশোরকে গণপিটুনি

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শ্রিঙ্গি নন্দন যাদব ৷ সে বিহারের ভাগলপুরের ইঞ্জিনিয়ারিং স্নাতক ৷ বেকার যাদব গত তিন মাস ধরে ওই মন্দিরেই থাকত ৷ সোশ্যাল মিডিয়া ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা পুলিশের নজরে আসে ৷ এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ভাইরাল ভিডিয়োটি দেখে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ ৷ এ ধরনের কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.