ETV Bharat / bharat

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে খুনের মামলায় দোষী সাব্যস্তকে গণপিটুনি, মৃত্যু প্রৌঢ়ের - Murder Convicted Dies

Murder Convicted Dies by Lynching in Maharashtra: একে খুনের মামলায় দোষী সাব্যস্ত ৷ তার উপরে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ৷ যে ঘটনায় গণপিটুনিতে মৃত্যু হল অভিযুক্তের ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগরের আকোল তালুকে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 6:58 PM IST

আহমেদনগর (মহারাষ্ট্র), 11 ডিসেম্বর: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক প্রৌঢ়কে গণপিটুনির অভিযোগ ৷ গুরুতর অবস্থায় অভিযুক্তকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ৷ মৃতের নাম আন্না বৈদ্য ৷ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেনগর জেলার আকোল তালুকে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, 58 বছরের আন্না বৈদ্যের বিরুদ্ধে চার মহিলাকে খুন করে চাষের জমিতে পুঁতে দেওয়ার অভিযোগ রয়েছে ৷ যার একটি মামলায় ইতিমধ্যে সাজা ভোগ করেছেন তিনি ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধেয় গ্রামের বাড়ির সামনে আন্না বৈদ্য একটি নাবালিকার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেন ৷ প্রতিবাদ করায় নাবালিকাকে পালটা মারধর শুরু করেন বলে অভিযোগ ৷ ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই, তারা আন্না বৈদ্যর উপর চড়াও হয় ৷ তাঁকে বেধড়ক মারতে শুরু করে ৷ খবর পেয়ে আকোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ গুরুতর আহত অবস্থায় আন্নাকে সংগমন হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ জানা গিয়েছে, রাত 9টা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর ৷

তবে, আন্না বৈদ্যের বিরুদ্ধে আগেও খুনের মতো অপরাধের অভিযোগ রয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, কয়েকবছর আগে ইলেক্ট্রিট মোটর কেবল চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৷ সেই সময় তাঁর চাষের জমি খুঁড়ে 4 জন মহিলার কঙ্কাল উদ্ধার করে পুলিশ ৷ যে ঘটনায় আন্নার বিরুদ্ধে হত্যা এবং প্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় ৷ সংগমন জেলা আদালত সেই সময় আন্নাকে দোষীসাব্য়স্ত করে এবং মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় ৷

কিন্তু, পরবর্তী সময়ে বম্বে হাইকোর্ট সেই রায় খারিজ করে দেয় এবং আন্না বৈদ্যকে একটি খুনের মামলা থেকে নির্দোষ ঘোষণা করে প্রমাণের অভাবে ৷ তবে, দু’টি খুনের ঘটনায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় এবং আরেকটি মামলায় এখনও শুনানি চলছিল ৷ ইতিমধ্যে, আগের দু’টি মামলায় জামিনে মুক্ত ছিল আন্না বৈদ্য ৷ আর তারই মাঝে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গণপিটুনিতে প্রাণ হারাল আন্না বৈদ্য ৷ এই ঘটনায় পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ৷

আরও পড়ুন:

  1. জমি বিবাদের জের, প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল বাবা ও ছেলের
  2. পানীয় জল নিয়ে বিবাদ, ভাটপাড়ায় দাদার হাতে খুন ভাই
  3. চাকদা গুলিকাণ্ডে প্রেমিকার স্বীকারোক্তি ! বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই খুন

আহমেদনগর (মহারাষ্ট্র), 11 ডিসেম্বর: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক প্রৌঢ়কে গণপিটুনির অভিযোগ ৷ গুরুতর অবস্থায় অভিযুক্তকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ৷ মৃতের নাম আন্না বৈদ্য ৷ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেনগর জেলার আকোল তালুকে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, 58 বছরের আন্না বৈদ্যের বিরুদ্ধে চার মহিলাকে খুন করে চাষের জমিতে পুঁতে দেওয়ার অভিযোগ রয়েছে ৷ যার একটি মামলায় ইতিমধ্যে সাজা ভোগ করেছেন তিনি ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধেয় গ্রামের বাড়ির সামনে আন্না বৈদ্য একটি নাবালিকার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেন ৷ প্রতিবাদ করায় নাবালিকাকে পালটা মারধর শুরু করেন বলে অভিযোগ ৷ ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই, তারা আন্না বৈদ্যর উপর চড়াও হয় ৷ তাঁকে বেধড়ক মারতে শুরু করে ৷ খবর পেয়ে আকোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ গুরুতর আহত অবস্থায় আন্নাকে সংগমন হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ জানা গিয়েছে, রাত 9টা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর ৷

তবে, আন্না বৈদ্যের বিরুদ্ধে আগেও খুনের মতো অপরাধের অভিযোগ রয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, কয়েকবছর আগে ইলেক্ট্রিট মোটর কেবল চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৷ সেই সময় তাঁর চাষের জমি খুঁড়ে 4 জন মহিলার কঙ্কাল উদ্ধার করে পুলিশ ৷ যে ঘটনায় আন্নার বিরুদ্ধে হত্যা এবং প্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় ৷ সংগমন জেলা আদালত সেই সময় আন্নাকে দোষীসাব্য়স্ত করে এবং মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় ৷

কিন্তু, পরবর্তী সময়ে বম্বে হাইকোর্ট সেই রায় খারিজ করে দেয় এবং আন্না বৈদ্যকে একটি খুনের মামলা থেকে নির্দোষ ঘোষণা করে প্রমাণের অভাবে ৷ তবে, দু’টি খুনের ঘটনায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় এবং আরেকটি মামলায় এখনও শুনানি চলছিল ৷ ইতিমধ্যে, আগের দু’টি মামলায় জামিনে মুক্ত ছিল আন্না বৈদ্য ৷ আর তারই মাঝে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গণপিটুনিতে প্রাণ হারাল আন্না বৈদ্য ৷ এই ঘটনায় পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ৷

আরও পড়ুন:

  1. জমি বিবাদের জের, প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল বাবা ও ছেলের
  2. পানীয় জল নিয়ে বিবাদ, ভাটপাড়ায় দাদার হাতে খুন ভাই
  3. চাকদা গুলিকাণ্ডে প্রেমিকার স্বীকারোক্তি ! বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই খুন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.