সিমলা, 7 জানুয়ারি: ভিনরাজ্যের সংশোধনাগারে মৃত্যু হল জলপাইগুড়ির বাসিন্দার ৷ সিমলার কাইথু সংশোধনাগার থেকে উদ্ধার হল এ রাজ্যের বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ (Murder Accused Died by Suicide In Kaithu Jail) ৷ শনিবার ওই বন্দির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় কাইথু সংশোধনাগারে ৷ মৃতের নাম নির্মল উরভ জলপাইগুড়ির বাসিন্দা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে সিমলা পুলিশ ৷ প্রশ্ন উঠেছে সংশোধনাগারের নিরাপত্তা নিয়েও (Himachal hindi news) ৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নির্মল উরভু জলপাইগুড়ির বাসিন্দা (Husband murdered wife in Shimla) ৷ স্ত্রী'কে খুনের দায়ে তিনি জেল হেফাজতে ছিলেন ৷ শনিবার কাইথু সংশোধনার থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় ৷ সংশোধনাগারে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে ঘটনাটি ঘটল, ঘটনার সময় কারারক্ষীরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ সংশোধনাগারের এএসপি রমেশ জানান, ওই ব্যক্তি সংশোধনাগরে বিচারাধীন বন্দির আত্মহত্য়ার ঘটনা তিনি শুনেছেন ৷ ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় ম্যাজিস্ট্রেট । পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে ।
আরও পড়ুন: বিয়ের একঘণ্টা পরই দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দিলেন বর !
সূত্রের খবর, সিমলার সামারহিলের এনদাদি গ্রামে স্ত্রী’র সঙ্গে থাকতেন নির্মল উরভু ৷ তাঁরা দু‘জনেই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা ৷ তবে গত কয়েকবছর ধরে সিমলাতেই বসবাস করতেন তাঁরা ৷ অভিযোগ, গত 29 ডিসেম্বর রাতে স্ত্রীকে খুন করেন ওই ব্যক্তি (Murder case in Summerhill) ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত নির্মল পলাতক হলেও (Husband murdered wife in Shimla) অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ৷ তাঁকে আদালতে তোলা হলে, বিচারক তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন ৷ তবে কী কারণে ওই ব্যক্তি তাঁর স্ত্রী’কে হত্যা করলেন, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসা করা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে ৷ তদন্ত শেষের আগেই আত্মহত্যা করলেন খুনি ৷
আরও পড়ুন: জুতের ফিতে গলায় পেঁচিয়ে 6 বছরের ছেলেকে 'খুন' করল বাবা !