ETV Bharat / bharat

Serial Blasts Threat: শাহের সফরের মাঝেই এল লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের হুমকি ফোন, সতর্ক মুম্বই পুলিশ - ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ

Mumbai Police receives Serial Bomb Blasts Threat: অমিত শাহের মহারাষ্ট্র সফরের মাঝেই লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ হতে পারে বলে হুমকি ফোন এল মুম্বই পুলিশের কাছে ৷

Serial Blasts Threat
লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের হুমকি
author img

By

Published : Aug 6, 2023, 11:20 AM IST

Updated : Aug 6, 2023, 11:37 AM IST

মুম্বই, 6 অগস্ট: ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হবে ৷ আজ সকালে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এমনই হুমকি ফোন এসেছে ৷ ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেন যে, তিনি ভিলে পার্লে এলাকা থেকে ফোন করছেন ৷ একটি ট্রেনে বোমা রাখা আছে বলে দাবি করেছেন তিনি ৷

মুম্বই পুলিশের কাছে এল হুমকি ফোন: কল অ্যাটেনডেন্টের দায়িত্বে থাকা মহিলা পুলিশ অফিসার ওই ব্যক্তির কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করেন ৷ বোমাটি কোন ট্রেনে রাখা আছে, তাও জিজ্ঞেস করা হয় ৷ তবে এ সব প্রশ্নের জবাব না দিয়ে ফোনটি কেটে দেন ওই ব্যক্তি ৷ পুলিশ আবার ফোন করে তথ্য জানার চেষ্টা করে । তখন দেখা যায়, উলটো দিক থেকে আসা ফোনটি বন্ধ করে রাখা হয়েছে ।

মুম্বই পুলিশকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, "পুলিশ কন্ট্রোল রুম এক ব্যক্তির কাছ থেকে হুমকি ফোন পেয়েছে । পুলিশকে ফোন করে জানানো হয় যে, মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ ঘটবে । দাবি করা হয় যে, তিনি ভিলে পার্লে এলাকা থেকে কথা বলছেন এবং তারপরে তাঁর ফোন বন্ধ করে দেন তিনি ।"

শুরু তদন্ত: তবে ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাকে সতর্ক করতে সংশ্লিষ্ট থানাকে জানিয়েছে ৷ ওই দাবির সত্যাসত্য বিচার করতে তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন: মোদিকে ‘গরিব মানুষের মসিহা’ বলে সম্বোধন শাহ’র, নজরে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন

গতকালও আসে হুমকি ফোন: গতকালও একটি হুমকি ফোন পেয়েছিল মুম্বই পুলিশ ৷ মুম্বই ও দিল্লির অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটতে পারে বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে দাবি করে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হুমকি ফোন করেন ৷ সেই ঘটনার পরদিনই আবার লোকাল ট্রেনে বিস্ফোরণ হতে পারে বলে হুমকি ফোন এল ৷

মহারাষ্ট্র সফরে অমিত শাহ: এ দিকে, এই ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন মহারাষ্ট্রেই রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ গতকাল সন্ধেয় তিনি দু দিনের সফরে পুনেতে গিয়েছেন ৷ শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, দুই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও অজিত পাওয়ার-সহ শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেন অমিত শাহ ৷

মুম্বই, 6 অগস্ট: ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হবে ৷ আজ সকালে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এমনই হুমকি ফোন এসেছে ৷ ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেন যে, তিনি ভিলে পার্লে এলাকা থেকে ফোন করছেন ৷ একটি ট্রেনে বোমা রাখা আছে বলে দাবি করেছেন তিনি ৷

মুম্বই পুলিশের কাছে এল হুমকি ফোন: কল অ্যাটেনডেন্টের দায়িত্বে থাকা মহিলা পুলিশ অফিসার ওই ব্যক্তির কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করেন ৷ বোমাটি কোন ট্রেনে রাখা আছে, তাও জিজ্ঞেস করা হয় ৷ তবে এ সব প্রশ্নের জবাব না দিয়ে ফোনটি কেটে দেন ওই ব্যক্তি ৷ পুলিশ আবার ফোন করে তথ্য জানার চেষ্টা করে । তখন দেখা যায়, উলটো দিক থেকে আসা ফোনটি বন্ধ করে রাখা হয়েছে ।

মুম্বই পুলিশকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, "পুলিশ কন্ট্রোল রুম এক ব্যক্তির কাছ থেকে হুমকি ফোন পেয়েছে । পুলিশকে ফোন করে জানানো হয় যে, মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ ঘটবে । দাবি করা হয় যে, তিনি ভিলে পার্লে এলাকা থেকে কথা বলছেন এবং তারপরে তাঁর ফোন বন্ধ করে দেন তিনি ।"

শুরু তদন্ত: তবে ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাকে সতর্ক করতে সংশ্লিষ্ট থানাকে জানিয়েছে ৷ ওই দাবির সত্যাসত্য বিচার করতে তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন: মোদিকে ‘গরিব মানুষের মসিহা’ বলে সম্বোধন শাহ’র, নজরে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন

গতকালও আসে হুমকি ফোন: গতকালও একটি হুমকি ফোন পেয়েছিল মুম্বই পুলিশ ৷ মুম্বই ও দিল্লির অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটতে পারে বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে দাবি করে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হুমকি ফোন করেন ৷ সেই ঘটনার পরদিনই আবার লোকাল ট্রেনে বিস্ফোরণ হতে পারে বলে হুমকি ফোন এল ৷

মহারাষ্ট্র সফরে অমিত শাহ: এ দিকে, এই ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন মহারাষ্ট্রেই রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ গতকাল সন্ধেয় তিনি দু দিনের সফরে পুনেতে গিয়েছেন ৷ শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, দুই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও অজিত পাওয়ার-সহ শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেন অমিত শাহ ৷

Last Updated : Aug 6, 2023, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.