মুম্বই, 19 মার্চ: ই-মেইল করে অভিনেতা সলমন খানকে (Salman Khan) হুমকি দেওয়ার ঘটনায় তাঁর বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করল মুম্বই পুলিশ ৷ পাশাপাশি পুলিশ সূত্রে খবর, ভারতীয় দণ্ডবিধির (IPC) 506(2) হুমকি, 120(বি) অপরাধ মূলক ষড়যন্ত্র এবং 34 (একই অপরাধ ষড়যন্ত্রে একাধিক ব্য়ক্তির যুক্ত থাকা) ধারার অধীনে ইতিমধ্য়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বান্দ্রা পুলিশ।
আরও পড়ুন: জুনিয়র এনটিআর-এর বিপরীতে অভিনয়, স্বপ্ন সত্যি হতে চলেছে জাহ্নবীর !
অন্য়দিকে, শনিবারই, অভিনেতা সলমন খানের অফিসে হুমকি ই-মেইল পাঠানোর অভিযোগে জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ (Mumbai Police) ৷ পুলিশ সূত্র খবর, হুমকি ই-মেইলটি শনিবার অভিনেতার কাছে যায় ৷ এরপরই সলমানের ম্যানেজার প্রশান্ত গুঞ্জালকার রবিবার পুলিশে অভিযোগ দায়ের করেন। প্রশান্ত গুঞ্জালকারের অভিযোগের ভিত্তিতেই মামলাটি দায়ের করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
এর আগে বিষ্ণোই জানিয়ে ছিলেন, ছোট থেকেই সলমনের প্রতি তার ক্ষোভ আছে ৷ তিনি স্পষ্টতই বলেছিলেন, "সলমনের প্রচণ্ড অহংকার ৷ ভীষণ একগুঁয়ে ৷ আমরা তাঁর অহংকার ভাঙব ৷ কোনও প্রচার পাওয়ার উদ্দেশে নয়, বরং আমাদের নিজেদের কারণেই তাঁকে আমরা খুন করব না ৷" অন্য়দিকে পুলিশ জানিয়েছে, ইমেলটি তারা পরীক্ষা করে দেখছে। ইমেলটি পাঠানো হয়েছে মোহিত গর্গ নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে। প্রেরক ভালো মতই জানেন সলমন এটি নিজে পড়বেন না ৷
ইমেলে গোল্ডি ব্রারের নাম উল্লেখ করে বলা ছিল, সে সলমনের সঙ্গে সরাসরি কথা বলতে চায় ৷ পাশাপাশি সলমন যদি সময়ে কথা না বলে তবে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ শনিবার রাতে এই ইমেল এসেছে। তার আগেই অবশ্য সলমনকে নিয়ে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের একটি মন্তব্য় সামনে আসে ৷ সেখানেই বিষ্ণোই সরাসরিই সলমনকে খুন করার হুমকি দিয়েছেন। এমনকি, সলমনকে খুন করাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য তাও বিষ্ণোই স্বীকার করে নিয়েছেন। বর্তমানে মুসেওয়াকে খুন করার অপরাধে জেলবন্দি লরেন্স।