ETV Bharat / bharat

Amit Shah Security Breach: মুম্বই সফরে অমিত শাহের নিরাপত্তায় গাফিলতি! গ্রেফতার সন্দেহভাজন - Brihanmumbai Municipal Corporation

5 সেপ্টেম্বর দু'দিনের জন্য বাণিজ্য নগরীতে গিয়েছিলেন অমিত শাহ ৷ সেখানে গণপতি উৎসবের পাশাপাশি বৃহন্মুম্বই পৌরনিগমের (Brihanmumbai Municipal Corporation) আসন্ন নির্বাচন নিয়ে জরুরি বৈঠক ছিল তাঁর ৷ সেখানেই এক অজানা ব্যক্তি তাঁর কাছে চলে আসে (Amit Shah Mumbai Security Breach) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 8, 2022, 10:30 AM IST

Updated : Sep 8, 2022, 11:15 AM IST

মুম্বই, 8 সেপ্টেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুরক্ষার ফাঁক গলে তাঁর কাছে পৌঁছে গিয়েছিল এক ব্যক্তি ৷ হঠাৎ তাকে কেন্দ্রীয় মন্ত্রীর আশপাশে ঘুরঘুর করতে দেখা যায় ৷ সন্দেহভাজনের দাবি ছিল, সে এক সাংসদের 'পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট' অর্থাৎ ব্যক্তিগত সহকারী ৷ তাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ তদন্ত শুরু হয়েছে (Mumbai Police arrests a suspected over Home Minister Amit Shah Security Breach) ৷

ঘটনাটি ঘটেছে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রীর মুম্বই সফরে (Amit Shah Mumbai Visit) ৷ তিনি 5 সেপ্টেম্বর বাণিজ্য নগরীতে গিয়েছিলেন ৷ সেখানে তাঁর নিরাপত্তায় বড়সড়ো গাফিলতি সামনে এল ৷ এক অজানা ব্যক্তি তাঁর কাছাকাছি চলে আসে এবং ঘোরাঘুরি করতে থাকে ৷ জানা গিয়েছে, তার পরিচয় হেমন্ত পাওয়ার ৷ নিরাপত্তারক্ষীদের কাছে সে নিজেকে অন্ধ্রপ্রদেশের এক সাংসদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (Suspected Personal Assistant Hemant Pawar) হিসেবে পরিচয় দেয় ৷ এরপর দীর্ঘক্ষণ ধরে অমিত শাহের কাছেই ছিল ৷

আরও পড়ুন: বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় উদ্ধবকে শিক্ষা দেওয়া উচিত, তোপ অমিতের

সন্দেহ হওয়ায় মন্ত্রকের এক আধিকারিক পুলিশকে হেমন্ত পাওয়ারের সম্বন্ধে জানায় ৷ পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেফতার করে ৷ গিরগাঁওয়ের আদালতে (Girgaon court) তাকে পেশ করা হয় ৷ কোর্ট তাকে 5দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

মুম্বই পুলিশ হেমন্ত পাওয়ারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে ৷ তবে এ বিষয়ে এখনও পর্যন্ত আর কিছু জানা যায়নি ৷ সোমবার দু'দিনের সফরে অমিত শাহ মুম্বই পৌঁছন ৷ সেদিন তিনি 'লালবাঘ কা রাজা' (Raja of Lalbagh) দেখতে যান ৷ এরপর দলীয় কর্মসূচিতে তিনি ভিলে পার্লেতে আশিস সেহলারের গণেশ পুজোয় গিয়েছিলেন ৷ পরে আসন্ন বৃহন্মুম্বই পৌরনিগম নির্বাচন নিয়ে (Brihanmumbai Municipal Corporation Election) কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন শাহ ৷

মুম্বই, 8 সেপ্টেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুরক্ষার ফাঁক গলে তাঁর কাছে পৌঁছে গিয়েছিল এক ব্যক্তি ৷ হঠাৎ তাকে কেন্দ্রীয় মন্ত্রীর আশপাশে ঘুরঘুর করতে দেখা যায় ৷ সন্দেহভাজনের দাবি ছিল, সে এক সাংসদের 'পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট' অর্থাৎ ব্যক্তিগত সহকারী ৷ তাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ তদন্ত শুরু হয়েছে (Mumbai Police arrests a suspected over Home Minister Amit Shah Security Breach) ৷

ঘটনাটি ঘটেছে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রীর মুম্বই সফরে (Amit Shah Mumbai Visit) ৷ তিনি 5 সেপ্টেম্বর বাণিজ্য নগরীতে গিয়েছিলেন ৷ সেখানে তাঁর নিরাপত্তায় বড়সড়ো গাফিলতি সামনে এল ৷ এক অজানা ব্যক্তি তাঁর কাছাকাছি চলে আসে এবং ঘোরাঘুরি করতে থাকে ৷ জানা গিয়েছে, তার পরিচয় হেমন্ত পাওয়ার ৷ নিরাপত্তারক্ষীদের কাছে সে নিজেকে অন্ধ্রপ্রদেশের এক সাংসদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (Suspected Personal Assistant Hemant Pawar) হিসেবে পরিচয় দেয় ৷ এরপর দীর্ঘক্ষণ ধরে অমিত শাহের কাছেই ছিল ৷

আরও পড়ুন: বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় উদ্ধবকে শিক্ষা দেওয়া উচিত, তোপ অমিতের

সন্দেহ হওয়ায় মন্ত্রকের এক আধিকারিক পুলিশকে হেমন্ত পাওয়ারের সম্বন্ধে জানায় ৷ পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেফতার করে ৷ গিরগাঁওয়ের আদালতে (Girgaon court) তাকে পেশ করা হয় ৷ কোর্ট তাকে 5দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

মুম্বই পুলিশ হেমন্ত পাওয়ারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে ৷ তবে এ বিষয়ে এখনও পর্যন্ত আর কিছু জানা যায়নি ৷ সোমবার দু'দিনের সফরে অমিত শাহ মুম্বই পৌঁছন ৷ সেদিন তিনি 'লালবাঘ কা রাজা' (Raja of Lalbagh) দেখতে যান ৷ এরপর দলীয় কর্মসূচিতে তিনি ভিলে পার্লেতে আশিস সেহলারের গণেশ পুজোয় গিয়েছিলেন ৷ পরে আসন্ন বৃহন্মুম্বই পৌরনিগম নির্বাচন নিয়ে (Brihanmumbai Municipal Corporation Election) কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন শাহ ৷

Last Updated : Sep 8, 2022, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.