ETV Bharat / bharat

Live Streaming Porn App: অ্যাপে 'লাইভ সেক্স' দেখার বিজ্ঞাপন! মুম্বইয়ে গ্রেফতার 2 যুবতী-সহ তিন

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 10:17 PM IST

Live Streaming Porn App Run by 2 Women in Mumbai: সোশাল মিডিয়ায় লাইভ সেক্স দেখার বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ ৷ অ্যাপ ব্যবহার করে সরাসরি যৌনতা উপভোগ করার সুযোগ ! অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের একটি আবাসনের ফ্ল্যাট থেকে দুই যুবতী ও এক যুবককে গ্রেফতার করল পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT

মুম্বই, 6 নভেম্বর: সোশাল মিডিয়ার মাধ্যমে ‘লাইভ সেক্স অ্যাপে’র বিজ্ঞাপন ৷ গুগল প্লে থেকে অ্যাপ ইনস্টল করে সরাসরি যৌনতা চাক্ষুস করার হাতছানি ৷ আর সেই হাতছানিতে সারা দিয়ে অন্ধকারের তলিয়ে যাচ্ছে যুবসমাজ ! সম্প্রতি এমনই ঘটনা সামনে এসেছে মুম্বইয়ে ৷ একটি অ্যাপের মাধ্যমে 1 হাজার টাকার বিনিময়ে সরাসরি যৌনতা চাক্ষুস করাচ্ছিল একটি চক্র ৷ অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে মুম্বইয়ের আন্ধেরি এলাকার একটি আবাসনের ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ ৷ সেখান থেকেই 2 যুবতী এবং এক যুবককে গ্রেফতার করেছে ভারসোভা থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সাব-ইন্সপেক্টর নাগেশ মিসালের নজরে আসে বিষয়টি ৷ তিনি ভারসোভা থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন ৷ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও আনেন ওই পুলিশ আধিকারিক ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে ভারসোভা থানাকে বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেয় কর্তৃপক্ষ ৷ এর জন্য মুম্বই পুলিশের সাইবার বিভাগ এবং গোয়েন্দা দফতরের মদতে তদন্ত শুরু করেন সিনিয়র ইন্সপেক্টর গণেশ পাওয়ার ৷

সোশাল মিডিয়ায় ‘লাইভ সেক্স অ্যাপে’র বিজ্ঞাপন দেখে মোবাইলে সেটি ইনস্টল করেন তদন্তকারী আধিকারিকরা ৷ এরপর সেখানে 1 হাজার টাকা দিয়ে সদস্য হয়ে অ্যাপের ভিতরে যান তদন্তকারী আধিকারিকরা ৷ মুম্বই পুলিশের সাইবার সেল সেই অ্যাপে একাধিক অশালীন ভিডিয়োর হদিশ পান ৷ সেই অ্যাপটি কোথা থেকে অপারেট করা হচ্ছে, তা জানতে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে সাইবার গোয়েন্দারা ৷ জানা যায়, আন্ধেরির ভারসোভার মডেল টাউনশিপের একটি আবাসন থেকে এই চক্রটি চালানো হচ্ছে ৷

আরও পড়ুন: 'কলেজ পড়ুয়া হলে কী করতাম ...', বিতর্কিত 'ডিপফেক' ভিডিয়ো নিয়ে সরব রশ্মিকা

সেই মতো পুলিশ নজরদারি শুরু করে ৷ আবাসনের কোন ফ্ল্যাটে এই অপরাধ চলছে, তা নিশ্চিত হতেই গণেশ পাওয়ারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযানে নামে ৷ ওই আবাসনের তিন নম্বর ফ্ল্যাটে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকেই দুই যুবতী এবং এক যুবককে গ্রেফতার করা হয় ৷ অভিযোগ সেই ফ্ল্যাট থেকে একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এমনকি ওই অ্যাপ চালানোর জন্য ব্যবহার করা ডিজিটাল গ্যাজেটও উদ্ধার হয়েছে ৷ জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ফ্ল্যাটটি গ্রেফতার হওয়া দুই যুবতীর মধ্যে একজনের ৷

আরও পড়ুন: ছোট পোশাকে স্পষ্ট বক্ষ বিভাজিকা, রশ্মিকার ফেক ভিডিয়ো নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিগ বি'র

ধৃত এই তিন জনই ‘লাইভ সেক্সে’ অংশ নিতেন বলে পুলিশ সূত্রে খবর ৷ তাঁরাই এই অ্যাপের মালিক এবং হ্যান্ডেলার ৷ পুলিশ এই ঘটনায় পরবর্তী তদন্ত শুরু করেছে ৷ আজ ধৃতদের বান্দ্রা কোর্ট তোলা হলে, বিচারক তিন জনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃতদের জেরা করছেন তদন্তকারীরা ৷

মুম্বই, 6 নভেম্বর: সোশাল মিডিয়ার মাধ্যমে ‘লাইভ সেক্স অ্যাপে’র বিজ্ঞাপন ৷ গুগল প্লে থেকে অ্যাপ ইনস্টল করে সরাসরি যৌনতা চাক্ষুস করার হাতছানি ৷ আর সেই হাতছানিতে সারা দিয়ে অন্ধকারের তলিয়ে যাচ্ছে যুবসমাজ ! সম্প্রতি এমনই ঘটনা সামনে এসেছে মুম্বইয়ে ৷ একটি অ্যাপের মাধ্যমে 1 হাজার টাকার বিনিময়ে সরাসরি যৌনতা চাক্ষুস করাচ্ছিল একটি চক্র ৷ অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে মুম্বইয়ের আন্ধেরি এলাকার একটি আবাসনের ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ ৷ সেখান থেকেই 2 যুবতী এবং এক যুবককে গ্রেফতার করেছে ভারসোভা থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সাব-ইন্সপেক্টর নাগেশ মিসালের নজরে আসে বিষয়টি ৷ তিনি ভারসোভা থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন ৷ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও আনেন ওই পুলিশ আধিকারিক ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে ভারসোভা থানাকে বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেয় কর্তৃপক্ষ ৷ এর জন্য মুম্বই পুলিশের সাইবার বিভাগ এবং গোয়েন্দা দফতরের মদতে তদন্ত শুরু করেন সিনিয়র ইন্সপেক্টর গণেশ পাওয়ার ৷

সোশাল মিডিয়ায় ‘লাইভ সেক্স অ্যাপে’র বিজ্ঞাপন দেখে মোবাইলে সেটি ইনস্টল করেন তদন্তকারী আধিকারিকরা ৷ এরপর সেখানে 1 হাজার টাকা দিয়ে সদস্য হয়ে অ্যাপের ভিতরে যান তদন্তকারী আধিকারিকরা ৷ মুম্বই পুলিশের সাইবার সেল সেই অ্যাপে একাধিক অশালীন ভিডিয়োর হদিশ পান ৷ সেই অ্যাপটি কোথা থেকে অপারেট করা হচ্ছে, তা জানতে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে সাইবার গোয়েন্দারা ৷ জানা যায়, আন্ধেরির ভারসোভার মডেল টাউনশিপের একটি আবাসন থেকে এই চক্রটি চালানো হচ্ছে ৷

আরও পড়ুন: 'কলেজ পড়ুয়া হলে কী করতাম ...', বিতর্কিত 'ডিপফেক' ভিডিয়ো নিয়ে সরব রশ্মিকা

সেই মতো পুলিশ নজরদারি শুরু করে ৷ আবাসনের কোন ফ্ল্যাটে এই অপরাধ চলছে, তা নিশ্চিত হতেই গণেশ পাওয়ারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযানে নামে ৷ ওই আবাসনের তিন নম্বর ফ্ল্যাটে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকেই দুই যুবতী এবং এক যুবককে গ্রেফতার করা হয় ৷ অভিযোগ সেই ফ্ল্যাট থেকে একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এমনকি ওই অ্যাপ চালানোর জন্য ব্যবহার করা ডিজিটাল গ্যাজেটও উদ্ধার হয়েছে ৷ জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ফ্ল্যাটটি গ্রেফতার হওয়া দুই যুবতীর মধ্যে একজনের ৷

আরও পড়ুন: ছোট পোশাকে স্পষ্ট বক্ষ বিভাজিকা, রশ্মিকার ফেক ভিডিয়ো নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিগ বি'র

ধৃত এই তিন জনই ‘লাইভ সেক্সে’ অংশ নিতেন বলে পুলিশ সূত্রে খবর ৷ তাঁরাই এই অ্যাপের মালিক এবং হ্যান্ডেলার ৷ পুলিশ এই ঘটনায় পরবর্তী তদন্ত শুরু করেছে ৷ আজ ধৃতদের বান্দ্রা কোর্ট তোলা হলে, বিচারক তিন জনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃতদের জেরা করছেন তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.