ETV Bharat / bharat

Cyrus Mistry: দুর্ঘটনার সময় অত্যন্ত দ্রুত গতিতে সাইরাসের গাড়ি চালাচ্ছিলেন এক চিকিৎসক, দাবি পুলিশের - সাইরাস মিস্ত্রির মৃত্যু রহস্য

রবিবার দুর্ঘটনার সময় টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) গাড়ির গতি ছিল অত্যন্ত বেশি ৷ তাঁর গাড়ি চালাচ্ছিলেন মুম্বইয়ের স্ত্রী-রোগ বিশেষজ্ঞ অনাহিতা পাণ্ডোলে ৷ এমনটাই জানিয়েছে পুলিশ(Cyrus Mistry died in a road accident in Palghar)৷

Cyrus Mistry death
ETV Bharat
author img

By

Published : Sep 4, 2022, 11:00 PM IST

মুম্বই, 4 সেপ্টেম্বর: রবিবার দুপুরে মহারাষ্ট্রের পালঘরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি(Cyrus Mistry died in a road accident in Palghar)৷ আমেদাবাদ থেকে মুম্বই যাওয়ার পথে সূর্য নদীর সেতুর উপর একটি ডিভাইডারে ধাক্কা মারে এই শিল্পপতির গাড়ি (Cyrus Mistry dead)৷ ঘটনার অভিঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইরাস-সহ 2 জনের (former Chairman of Tata sons Cyrus Mistry is dead) ৷

পুলিশের দাবি, দুর্ঘটনার সময় সাইরাস মিস্ত্রির গাড়ির চালকের আসনে ছিলেন মুম্বইয়ের স্ত্রী-রোগ বিশেষজ্ঞ অনাহিতা পাণ্ডোলে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনার সময় ওই গাড়ির গতিবেগ যথেষ্ট বেশি ছিল ৷ দুর্ঘটনায় সাইরাস ছাড়াও প্রাণ হারিয়েছেন জাহাঙ্গির পাণ্ডোলে ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অনাহিতা পাণ্ডোলে এবং তাঁর স্বামী দারিয়াস পাণ্ডোলে ৷

আরও পড়ুন: সাইরাস মিস্ত্রির মৃত্যুতে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

2012 সালের ডিসেম্বরে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা অবসর নেওয়ার পর সংস্থার ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন সাইরাস মিস্ত্রি(former Chairman of Tata sons Cyrus Mistry is dead)৷ 2016 সালের অক্টোবর পর্যন্ত এই পদে ছিলেন তিনি ৷

মুম্বই, 4 সেপ্টেম্বর: রবিবার দুপুরে মহারাষ্ট্রের পালঘরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি(Cyrus Mistry died in a road accident in Palghar)৷ আমেদাবাদ থেকে মুম্বই যাওয়ার পথে সূর্য নদীর সেতুর উপর একটি ডিভাইডারে ধাক্কা মারে এই শিল্পপতির গাড়ি (Cyrus Mistry dead)৷ ঘটনার অভিঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইরাস-সহ 2 জনের (former Chairman of Tata sons Cyrus Mistry is dead) ৷

পুলিশের দাবি, দুর্ঘটনার সময় সাইরাস মিস্ত্রির গাড়ির চালকের আসনে ছিলেন মুম্বইয়ের স্ত্রী-রোগ বিশেষজ্ঞ অনাহিতা পাণ্ডোলে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনার সময় ওই গাড়ির গতিবেগ যথেষ্ট বেশি ছিল ৷ দুর্ঘটনায় সাইরাস ছাড়াও প্রাণ হারিয়েছেন জাহাঙ্গির পাণ্ডোলে ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অনাহিতা পাণ্ডোলে এবং তাঁর স্বামী দারিয়াস পাণ্ডোলে ৷

আরও পড়ুন: সাইরাস মিস্ত্রির মৃত্যুতে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

2012 সালের ডিসেম্বরে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা অবসর নেওয়ার পর সংস্থার ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন সাইরাস মিস্ত্রি(former Chairman of Tata sons Cyrus Mistry is dead)৷ 2016 সালের অক্টোবর পর্যন্ত এই পদে ছিলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.