নয়াদিল্লি, 3 এপ্রিল : মুকেশ আম্বানির বাড়ির কাছে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার ঘটনায় বিড়ম্বনা কমল না ধৃত পুলিশ আধিকারিক সচিন ওয়াজ়ের ৷ শনিবার মুম্বইয়ের একটি আদালত তাঁর এনআইএ হেফাজতের মেয়াদ বাড়াল ৷ আদালতের নির্দেশ, আগামী 7 এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারীদের অধীনেই থাকতে হবে ওয়াজ়েকে ৷
উল্লেখ্য, গত 13 মার্চ সচিন ওয়াজ়েকে গ্রেফতার করে এনআইএ ৷ তারপর থেকে এনআইএ হেফাজতেই দিন কাটছে মহারাষ্ট্র পুলিশের এই দাপুটে আধিকারিকের ৷ তাঁর এনআইএ হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়াতেই এদিন তাঁকে ফের বিশেষ আদালতে পেশ করা হয় ৷
আরও পড়ুন : বলির পাঠা করা হচ্ছে তাঁকে, আদালতে দাবি সচিন ওয়াজের
শুনানি চলাকালীন আরও ছ’দিনের জন্য ওয়াজ়েকে নিজেদের হেফাজতে রাখতে চেয়ে সওয়াল করে এনআইএ ৷ তাদের আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং জানান, তদন্তকারীদের হাতে গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ, ল্যাপটপ-সহ বেশ কিছু তথ্য প্রমাণ এসেছে ৷ সেগুলি যাচাই করে দেখা দরকার ৷ আর সেই কারণেই ওয়াজ়েকে হেফাজতে রাখাটা জরুরি ৷ সব শুনে আদালত ওয়াজ়ের চারদিনের এনআইএ হেফাজত মঞ্জুর করে ৷ ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে ৷
প্রসঙ্গত, চলতি বছরের 25 ফেব্রুয়ারি মুকেশ আম্বানির বাড়ির কাছে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার হয় ৷ পরে ঘটনায় অভিযুক্ত এক ব্য়বসায়ী হিরেন মনসুখের আকস্মিক মৃত্য়ু ঘিরে রহস্য আরও ঘনীভূত হয় ৷ দু’টি ক্ষেত্রেই সচিন ওয়াজ়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে ৷