ETV Bharat / bharat

Aryan Khan : 30 অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে শাহরুখ-পুত্র আরিয়ানকে - Munmun Dhamecha

মাদক কাণ্ডে অভিযুক্ত আরিয়ান-সহ আট জনকে 30 অক্টোবর পর্যন্ত জেলেই কাটাতে হবে ৷ ছেলেকে দেখতে এদিন আর্থার রোড জেলে যান কিং খান ৷ 3 অক্টোবর ছেলে আরিয়ানকে মাদক নেওয়ার অভিযোগে আটক করে এনসিবি ৷ 7 তারিখ তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেই থেকে প্রকাশ্যে আসেননি বলিউড বাদশা ৷

Aryan Khan
30 অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে শাহরুখ পুত্র আরিয়ানকে
author img

By

Published : Oct 21, 2021, 5:19 PM IST

Updated : Oct 21, 2021, 5:48 PM IST

মুম্বই, 30 অক্টোবর : সকালে জেলে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান ৷ আর বিকেলে জানতে পারলেন ছেলে আরিয়ানকে 30 অক্টোবর পর্যন্ত জেলেই কাটাতে হবে ৷ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড বাদশা ৷ বুধবারই মাদক মামলায় অভিযুক্ত আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত ৷ আর বৃহস্পতিবার সকাল সকাল ছেলেকে স্বচক্ষে দেখতে জেলে যান কিং খান ৷ কালো চশমা আর ধূসর রঙের টি-শার্টে অভিনেতা আর্থার রোড জেলে পৌঁছন ৷ দু'জনের মধ্যে মিনিট পনেরোর মতো কথা হয়েছে বলেও জানা যায় ৷

গত 3 অক্টোবর মুম্বইয়ে বিলাসবহুল ক্রুজে তল্লাশি চালিয়ে মাদক নেওয়ার অভিযোগে আরিয়ান খান-সহ 11 জনকে আটক করে এনসিবি ৷ তাঁদের সকলের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ থাকলেও শাহরুখ-পুত্র আরিয়ানের কাছ থেকে কোনও মাদক মেলেনি ৷ পরে 3 জনকে ছেড়ে দিলেও 7 অক্টোবর আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধামেচা-সহ বাকিদের গ্রেফতার করে এনসিবি ৷ তারপর প্রকাশ্যে আসেননি বলিউড বাদশা ৷ এদিন প্রথমবার জেলে ছেলের সঙ্গে দেখা করেন শাহরুখ ৷ পিতা-পুত্রের সাক্ষাতের পর খারাপ খবর শোনেন কিং ৷ বিকেলে এনসিবি-র বিশেষ আদালত আরিয়ান-সহ আট জনকে 30 পর্যন্ত জেলে রাখার নির্দেশ দেয় ৷

আরও পড়ুন : মুখে কুলুপ এঁটে জেলবন্দি ছেলে আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ শাহরুখের

এদিন সকালে এনসিবি-র আধিকারিকরা শাহরুখ খানের বাড়িতে যান ৷ তবে তল্লাশি চালানোর জন্য তাঁরা মন্নতে যাননি বলে জানা যায় ৷ আরিয়ানের অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস আছে কি না, তার খোঁজেই মন্নতে গিয়েছিলেন এনসিবি অফিসাররা ৷ কারণ তদন্তের জন্য প্রতিটি ডিভাইসই খুবই প্রয়োজনীয় বলে জানান এনসিবি-র আধিকারিকরা ৷ পাশাপাশি আরিয়ানের সঙ্গে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের যোগসুত্র পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকেও সমন পাঠায় এনসিবি ৷ পরে বাবা চাঙ্কি পাণ্ডেকে সঙ্গে নিয়ে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর দফতরে হাজিরা দেন বলিউডের অভিনেত্রী অনন্যা পাণ্ডে ৷

মুম্বই, 30 অক্টোবর : সকালে জেলে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান ৷ আর বিকেলে জানতে পারলেন ছেলে আরিয়ানকে 30 অক্টোবর পর্যন্ত জেলেই কাটাতে হবে ৷ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড বাদশা ৷ বুধবারই মাদক মামলায় অভিযুক্ত আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত ৷ আর বৃহস্পতিবার সকাল সকাল ছেলেকে স্বচক্ষে দেখতে জেলে যান কিং খান ৷ কালো চশমা আর ধূসর রঙের টি-শার্টে অভিনেতা আর্থার রোড জেলে পৌঁছন ৷ দু'জনের মধ্যে মিনিট পনেরোর মতো কথা হয়েছে বলেও জানা যায় ৷

গত 3 অক্টোবর মুম্বইয়ে বিলাসবহুল ক্রুজে তল্লাশি চালিয়ে মাদক নেওয়ার অভিযোগে আরিয়ান খান-সহ 11 জনকে আটক করে এনসিবি ৷ তাঁদের সকলের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ থাকলেও শাহরুখ-পুত্র আরিয়ানের কাছ থেকে কোনও মাদক মেলেনি ৷ পরে 3 জনকে ছেড়ে দিলেও 7 অক্টোবর আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধামেচা-সহ বাকিদের গ্রেফতার করে এনসিবি ৷ তারপর প্রকাশ্যে আসেননি বলিউড বাদশা ৷ এদিন প্রথমবার জেলে ছেলের সঙ্গে দেখা করেন শাহরুখ ৷ পিতা-পুত্রের সাক্ষাতের পর খারাপ খবর শোনেন কিং ৷ বিকেলে এনসিবি-র বিশেষ আদালত আরিয়ান-সহ আট জনকে 30 পর্যন্ত জেলে রাখার নির্দেশ দেয় ৷

আরও পড়ুন : মুখে কুলুপ এঁটে জেলবন্দি ছেলে আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ শাহরুখের

এদিন সকালে এনসিবি-র আধিকারিকরা শাহরুখ খানের বাড়িতে যান ৷ তবে তল্লাশি চালানোর জন্য তাঁরা মন্নতে যাননি বলে জানা যায় ৷ আরিয়ানের অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস আছে কি না, তার খোঁজেই মন্নতে গিয়েছিলেন এনসিবি অফিসাররা ৷ কারণ তদন্তের জন্য প্রতিটি ডিভাইসই খুবই প্রয়োজনীয় বলে জানান এনসিবি-র আধিকারিকরা ৷ পাশাপাশি আরিয়ানের সঙ্গে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের যোগসুত্র পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকেও সমন পাঠায় এনসিবি ৷ পরে বাবা চাঙ্কি পাণ্ডেকে সঙ্গে নিয়ে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর দফতরে হাজিরা দেন বলিউডের অভিনেত্রী অনন্যা পাণ্ডে ৷

Last Updated : Oct 21, 2021, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.