মুম্বই, 20 সেপ্টেম্বর : টানা 11 দিনের গণেশ উৎসবের সমাপ্তি হয়েছে রবিবার ৷ সারাটা দিন মহারাষ্ট্র জুড়ে গণেশ বিসর্জনের ছবি ধরা পড়েছে ৷ বিশাল শোভাযাত্রা বেরিয়েছে ৷ খুশি খুশি মনে বাপ্পাকে বিদায় জানিয়েছে মহারাষ্ট্রবাসী ৷ কিন্তু এমন আনন্দের দিনেও শোনা গিয়েছে শোকের খবর ৷ গণপতি বিসর্জনের সময় সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচটি ছেলের ৷ দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তিনজন এখনও নিখোঁজ ৷ বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে ৷
বিএমসি জানিয়েছে, মুম্বইয়ের ভারসোভা জেটির কাছে এই দুর্ঘটনা ঘটে ৷ গণেশ বিসর্জনের সময় সমুদ্রের জলের অনেকটাই গভীরে চলে গিয়েছিল ওই ছেলেগুলি ৷ তখনই ঘটে এই দুর্ঘটনা ৷ সমুদ্রে তলিয়ে যায় 10 জন ৷ স্থানীয়দের চেষ্টায় এর মধ্যে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তাদের মুম্বইয়ের কুপার হাসপাতালে ভর্তি করা হয় ৷ বাকি আটজনের মধ্যে পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে ৷ তিনজন এখনও নিখোঁজ ৷ তাদের খোঁজে দমকলের সাহায্য নিয়ে উদ্ধারকার্য চলছে ৷
আরও পড়ুন : Garbeta Death : ঠাকুমার শেষকৃত্য সেরে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু কুড়ির যুবকের
এই বিষয়ে মুম্বই দমকলের চিফ ফায়ার অফিসার মনোজ ওয়ামান পোহানেকার বলেছেন, "যেখানে দুর্ঘটনা ঘটেছে ওই স্থানটি বিসর্জনের জন্য ওই নির্ধারিত জায়গাগুলির মধ্যে পড়ে না ৷ আমরা সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছিলাম ৷ কিন্তু ওই ছেলেগুলি সতর্কতা অমান্য করে সেখানে গণেশ বিসর্জনের জন্য যায় ৷ যে কারণে এই দুর্ঘটনা ৷" তিনি জানিয়েছেন, উদ্ধারকার্যের জন্য় নেভি ড্রাইভার এবং পুলিশ বোটের অনুরোধ করা হয়েছে ৷