হায়দরাবাদ, 11 অক্টোবর: সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে (Mulayam Singh Yadav Funeral) শেষশ্রদ্ধা জানাতে উত্তরপ্রদেশের এটাওয়াতে মানুষের ঢল ৷ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ৷ মুলায়মের মরদেহ শায়িত রয়েছে সেফাই প্যান্ডালে ৷ সেখানে উপস্থিত আছেন অখিলেশ যাদব থেকে শুরু করে সপার সব নেতা ৷ মঙ্গলবার বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হতে চলেছে 'নেতাজি'র শেষকৃত্য (Cremation of Mulayam Singh Yadav)৷
সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবকে দলের তরফে শেষশ্রদ্ধা জানানোর জন্য ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ সিং বাঘেল ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে দায়িত্ব দিয়েছে কংগ্রেস ৷ একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই দুই শীর্ষ নেতাকে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার শেষকৃত্যে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ 82 বছরের প্রয়াত নেতাকে শেষশ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
আরও পড়ুন: নিজের গ্রামেই শেষকৃত্য হবে মুলায়মের
এ দিকে, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু মুলায়ম সিং যাদবের শেষকৃত্যে উপস্থিত থাকবেন ৷ নেতাজিকে শেষশ্রদ্ধা জানাতে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও বহু সাধারণ মানুষও ভিড় জমিয়েছেন ৷
- — Samajwadi Party (@samajwadiparty) October 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Samajwadi Party (@samajwadiparty) October 11, 2022
">— Samajwadi Party (@samajwadiparty) October 11, 2022
দীর্ঘদিন অসুস্থ ছিলেন মুলায়ম সিং যাদব ৷ গত 22 অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । 1 অক্টোবর রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । মাস দেড়েক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার তিনি প্রয়াত হন ৷ আজ তাঁর শেষকৃত্য ঘিরে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে । নেতাজির প্রয়াণে উত্তরপ্রদেশে 3 দিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷