ETV Bharat / bharat

Mulayam Singh Yadav Funeral: মুলায়মকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, আজই শেষকৃত্য - মুলায়ম সিং যাদবের শেষকৃত্য

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে শেষশ্রদ্ধা (Mulayam Singh Yadav Funeral) জানাতে উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা (Cremation of Mulayam Singh Yadav)৷

Mulayam Singh Yadav Funeral: Last rites to be performed in Saifai
মুলায়মকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, আজই শেষকৃত্য
author img

By

Published : Oct 11, 2022, 12:54 PM IST

হায়দরাবাদ, 11 অক্টোবর: সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে (Mulayam Singh Yadav Funeral) শেষশ্রদ্ধা জানাতে উত্তরপ্রদেশের এটাওয়াতে মানুষের ঢল ৷ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ৷ মুলায়মের মরদেহ শায়িত রয়েছে সেফাই প্যান্ডালে ৷ সেখানে উপস্থিত আছেন অখিলেশ যাদব থেকে শুরু করে সপার সব নেতা ৷ মঙ্গলবার বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হতে চলেছে 'নেতাজি'র শেষকৃত্য (Cremation of Mulayam Singh Yadav)৷

সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবকে দলের তরফে শেষশ্রদ্ধা জানানোর জন্য ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ সিং বাঘেল ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে দায়িত্ব দিয়েছে কংগ্রেস ৷ একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই দুই শীর্ষ নেতাকে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার শেষকৃত্যে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ 82 বছরের প্রয়াত নেতাকে শেষশ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

আরও পড়ুন: নিজের গ্রামেই শেষকৃত্য হবে মুলায়মের

এ দিকে, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু মুলায়ম সিং যাদবের শেষকৃত্যে উপস্থিত থাকবেন ৷ নেতাজিকে শেষশ্রদ্ধা জানাতে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও বহু সাধারণ মানুষও ভিড় জমিয়েছেন ৷

দীর্ঘদিন অসুস্থ ছিলেন মুলায়ম সিং যাদব ৷ গত 22 অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । 1 অক্টোবর রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । মাস দেড়েক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার তিনি প্রয়াত হন ৷ আজ তাঁর শেষকৃত্য ঘিরে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে । নেতাজির প্রয়াণে উত্তরপ্রদেশে 3 দিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

হায়দরাবাদ, 11 অক্টোবর: সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে (Mulayam Singh Yadav Funeral) শেষশ্রদ্ধা জানাতে উত্তরপ্রদেশের এটাওয়াতে মানুষের ঢল ৷ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ৷ মুলায়মের মরদেহ শায়িত রয়েছে সেফাই প্যান্ডালে ৷ সেখানে উপস্থিত আছেন অখিলেশ যাদব থেকে শুরু করে সপার সব নেতা ৷ মঙ্গলবার বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হতে চলেছে 'নেতাজি'র শেষকৃত্য (Cremation of Mulayam Singh Yadav)৷

সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবকে দলের তরফে শেষশ্রদ্ধা জানানোর জন্য ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ সিং বাঘেল ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে দায়িত্ব দিয়েছে কংগ্রেস ৷ একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই দুই শীর্ষ নেতাকে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার শেষকৃত্যে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ 82 বছরের প্রয়াত নেতাকে শেষশ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

আরও পড়ুন: নিজের গ্রামেই শেষকৃত্য হবে মুলায়মের

এ দিকে, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু মুলায়ম সিং যাদবের শেষকৃত্যে উপস্থিত থাকবেন ৷ নেতাজিকে শেষশ্রদ্ধা জানাতে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও বহু সাধারণ মানুষও ভিড় জমিয়েছেন ৷

দীর্ঘদিন অসুস্থ ছিলেন মুলায়ম সিং যাদব ৷ গত 22 অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । 1 অক্টোবর রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । মাস দেড়েক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার তিনি প্রয়াত হন ৷ আজ তাঁর শেষকৃত্য ঘিরে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে । নেতাজির প্রয়াণে উত্তরপ্রদেশে 3 দিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.