ETV Bharat / bharat

Woman kills Her Child : একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক টিকিয়ে রাখতে সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে - Mother Killed Her Child to Continue Extramarital Affairs in Tamil Nadu

নিজের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক টিকিয়ে রাখতে সমস্যা হচ্ছে ৷ তাই নিজের এক বছরে শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে (Mother Killed Her Child to Continue Extramarital Affairs in Tamil Nadu) ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নীলগিরিতে ৷ পুলিশ ঘটনায় অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে ৷

Mother Killed Her Child to Continue Extramarital Affairs in Tamil Nadu
Mother Killed Her Child to Continue Extramarital Affairs in Tamil Nadu
author img

By

Published : Mar 26, 2022, 3:39 PM IST

নীলগিরি (তামিলনাড়ু), 26 মার্চ : একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক টিকিয়ে রাখতে নিজের এক বছরের সন্তানকে হত্যার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে ৷ তামিলনাড়ুর নীলগিরির ঘটনায় উটি পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে (Tamil Nadu woman murdering her own child) ৷ গত 14 ফেব্রুয়ারির উটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশুটি মারা যায় ৷ পুলিশ সূত্রে খবর, সেই সময় ওই মহিলা চিকিৎসকদের জানায়, তার সন্তানের শারীরিক সমস্যা রয়েছে ৷ কিন্তু, চিকিৎসকরা কোনও রোগের হদিশ পাননি ৷ এর পর হাসপাতাল কর্তৃপক্ষই সন্দেহের বশে পুলিশে অভিযোগ জানায় ৷

পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে একাধিক তথ্য পায় ৷ জানা গিয়েছে, মহিলার স্বামীর সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে ছাড়াছাড়ি হয়ে যায় ৷ সেই সময় স্বামীকে ছেড়ে সন্তানকে নিয়ে থাকতে শুরু করেছিল ধৃত মহিলা ৷ এরই মাঝে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি হয় ৷ তারা বিয়েও করে ৷ কিন্তু, পুলিশ জানতে পারে দ্বিতীয় বিয়ের পরেও মহিলা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ায় ৷ এই পরিস্থিতিতে দিনের অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়ায় সময় কাটাত সে ৷ কিন্তু, ওই মহিলার মনে হয় সন্তান তার ব্যক্তিগত জীবনে বাধা তৈরি করছে (Mother Killed Her Child to Continue Extramarital Affairs in Tamil Nadu) ৷

আরও পড়ুন : ছত্তিশগড়ে মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে 10 কিলোমিটার হাঁটলেন বাবা, তদন্তের নির্দেশ প্রশাসনের

অভিযোগ এর পরেই একদিন ওই মহিলা তার সন্তানকে খুব মারধর করে ৷ এমনকি অত্যধিক পরিমাণে খাবার খাওয়ায় ৷ সবচেয়ে হাড়হিম করা ঘটনা হল, নিজের সন্তানকে মদ্যপান করায় সে ৷ তার পরেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে ৷ ময়নাতদন্তে পুলিশ জানতে পেরেছে, তার শ্বাসরোধ করা হয়েছিল ৷ এর পরেই অভিযুক্ত মহিলা শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয় ৷

নীলগিরি (তামিলনাড়ু), 26 মার্চ : একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক টিকিয়ে রাখতে নিজের এক বছরের সন্তানকে হত্যার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে ৷ তামিলনাড়ুর নীলগিরির ঘটনায় উটি পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে (Tamil Nadu woman murdering her own child) ৷ গত 14 ফেব্রুয়ারির উটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশুটি মারা যায় ৷ পুলিশ সূত্রে খবর, সেই সময় ওই মহিলা চিকিৎসকদের জানায়, তার সন্তানের শারীরিক সমস্যা রয়েছে ৷ কিন্তু, চিকিৎসকরা কোনও রোগের হদিশ পাননি ৷ এর পর হাসপাতাল কর্তৃপক্ষই সন্দেহের বশে পুলিশে অভিযোগ জানায় ৷

পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে একাধিক তথ্য পায় ৷ জানা গিয়েছে, মহিলার স্বামীর সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে ছাড়াছাড়ি হয়ে যায় ৷ সেই সময় স্বামীকে ছেড়ে সন্তানকে নিয়ে থাকতে শুরু করেছিল ধৃত মহিলা ৷ এরই মাঝে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি হয় ৷ তারা বিয়েও করে ৷ কিন্তু, পুলিশ জানতে পারে দ্বিতীয় বিয়ের পরেও মহিলা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ায় ৷ এই পরিস্থিতিতে দিনের অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়ায় সময় কাটাত সে ৷ কিন্তু, ওই মহিলার মনে হয় সন্তান তার ব্যক্তিগত জীবনে বাধা তৈরি করছে (Mother Killed Her Child to Continue Extramarital Affairs in Tamil Nadu) ৷

আরও পড়ুন : ছত্তিশগড়ে মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে 10 কিলোমিটার হাঁটলেন বাবা, তদন্তের নির্দেশ প্রশাসনের

অভিযোগ এর পরেই একদিন ওই মহিলা তার সন্তানকে খুব মারধর করে ৷ এমনকি অত্যধিক পরিমাণে খাবার খাওয়ায় ৷ সবচেয়ে হাড়হিম করা ঘটনা হল, নিজের সন্তানকে মদ্যপান করায় সে ৷ তার পরেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে ৷ ময়নাতদন্তে পুলিশ জানতে পেরেছে, তার শ্বাসরোধ করা হয়েছিল ৷ এর পরেই অভিযুক্ত মহিলা শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.