নয়াদিল্লি, 26 মার্চ: বাড়িতে ডেকে মহিলা বিউটিশিয়ানকে মারধরের অভিযোগ মা ও মেয়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির কৈলাশ থানা এলাকায় । মা-মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে ওই নির্যাতিতা মহিলা বিউটিশিয়ান । ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মারধরের সেই ভিডিয়ো । ঘটনাটি দুই-তিন দিন আগে ঘটেছে বলে জানা গিয়েছে । এই ঘটনায় মহিলা অভিযোগের ভিত্তিতে মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ (Mother daughter arrested for beaten up beautician) । তাঁদের দুজনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে পরবর্তী তদন্ত শুরু হয়েছে ।
সূত্রের খবর, অভিযোগকারী একটি কোম্পানিতে বিউটিশিয়ান হিসেবে কাজ করেন । ওই কোম্পানি বাড়িতে বাড়িতে গিয়ে বিউটিশিয়ানের কাজ করেন । এরকমই একটি কাজে তিনি গিয়েছিলেন গ্রেটার কৈলাস-1-এর বাসিন্দা এক মহিলার বাড়িতে ৷ কাজ করতে তিনটে পনোরোয় ওই বিউটিশিয়ান মহিলার বাড়িতে পৌঁছন বলে দাবি করেছেন । এরপর তিনি ওই মহিলার কাছ থেকে ওটিপি চান । সেই সময় অভিযুক্ত ঐশ্বর্য জানান, তিনি পরে ওটিপি দেবেন । এরপরে তিনি কাজ করার প্রস্তুতি শুরু করেন ৷ অভিযোগ, কিন্তু এর মধ্যেই বিউটিশিয়ানকে ঘর পরিষ্কার করতে বলা হয় । এরপরই দু'জনের মধ্যে বাকবিতণ্ডা হয় । ভয়ে বিউটিশিয়ান ঘর পরিষ্কার করেন বলে জানান তিনি ।
ওই বিউটিশিয়ান দাবি করেন, তিনি বলেন তাঁর দেরি হচ্ছে ৷ তাঁকে যেতে হবে ৷ সে সময় কথা কাটাকাটি হয় তাদের মধ্যে এবং তিনি ওয়াক্সিং শুরু করেন । ওয়াক্সিং করার সময় অভিযুক্ত মহিলা বলেন, ওয়াক্স খুব গরম ৷ বিউটিশিয়ান ইচ্ছে করে গরম ওয়াক্স দিয়ে কাজ করছেন ৷ পরে ওই মহিলা বিউটিশিয়ানকে গালিগালাজ করেন । এরপর মহিলা বিউটিশিয়ান মারধর করেন । ওই সময় বিউটিশিয়ান জানান, তিনি তাঁর কোম্পানিতে ফোন করছেন । তিনি ওয়াক্সিং করতে পারবেন না ৷ তখনই অভিযুক্ত মহিলা জানান, এখান থেকে ওয়াক্সিং না-করে তিনি যেতে পারবেন না । এরপর ঐশ্বর্য বিউটিশিয়ানকে ঘরে তালা বন্ধ করে রাখেন বলে অভিযোগ। পাশাপাশি জানান, তিনি আইনজীবী। তাই তাঁর কোনও ক্ষতি করা কারও পক্ষে সম্ভব নয়। পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন বিউটিশিয়ান ৷
ঐশ্বর্যর মা এসে বিউটিশিয়ানকে তালা খুলে ঘর থেকে বের করেন । অনেক কষ্টে জীবন বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছেন বলে বিউটিশিয়ানকে জানান । নির্যাতিতা বিউটিশিয়ান আরও জানান, তিনি একটি ভিডিয়ো করেছেন । তাঁর নাকে ও মুখে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে ৷ বিউটিশিয়ানের অভিযোগের ভিত্তিতে গ্রেটার কৈলাস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
আরও পড়ুন: পটনায় নাবালিকাকে 'গণধর্ষণ', গ্রেফতার তিন অভিযুক্ত