ETV Bharat / bharat

Toddler Burnt Alive: বেঙ্গালুরুতে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা, আগুনে পুড়ে মৃত্যু মা ও 2 বছরের শিশুকন্যার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 1:31 PM IST

Updated : Oct 3, 2023, 4:38 PM IST

বেঙ্গালুরুতে ট্রাকের সঙ্গে ধাক্কায় গাড়ির আগুনে পুড়ে মৃত্যু মা ও 2 বছরের শিশুকন্যার ৷ গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি মহিলার স্বামী ও আর এক মেয়ে ৷ চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷

car collided with truck in Bengaluru
আগুনে পুড়ে মৃত্যু মা ও 2 বছরের শিশুকন্যার

বেঙ্গালুরু, 3 অক্টোবর: ট্রাকের সঙ্গে সংঘর্ষের পরে গাড়িতে আগুন ৷ পুড়ে মৃত্যু হল এক মহিলা-সহ তাঁর দু'বছরের শিশুকন্যার ৷ মহিলার স্বামী ও আর এক মেয়ের প্রাণ অল্পের জন্য রক্ষা পেয়েছে ৷ তাঁরাও ওই গাড়িতেই ছিলেন ৷ তবে তাঁদের অবস্থা গুরুতর ৷ বাবা ও বাচ্চাটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জাভা নাইস রোডের সোমপুর ক্লোভার লিপের কাছে ৷ নিহতের নাম সিন্ধু (31) ৷

পুলিশ জানিয়েছে, সালেমে আসল বাড়ি হলেও সিন্ধু এবং মহেন্দ্রন রামামূর্তি নগরের কাছে ভিজিনাপুরে থাকতেন । একটি গাড়ি ভাড়া করে দম্পতি গতকাল তাঁদের দুই সন্তানকে নিয়ে নাগাসান্দ্রে গিয়েছিলেন । গভীর রাতে গাড়িটি মহীশূর রোড থেকে কনকাপুরা রোডের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ এরপরেই গাড়িটি গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায় । রাত আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার ফলে গাড়িতে আগুন ধরে যায় এবং লরিটিও উলটে যায় ।

মহেন্দ্রন এবং তাঁর বড় মেয়ে গাড়ি থেকে বেরিয়ে পালাতে সক্ষম হন ৷ তবে সিন্ধু এবং অন্য মেয়ে গাড়িতে আটকা পড়ে যায় । ফলে সিন্ধু ও গাড়িতে থাকা দুই বছরের শিশুকন্যার পুড়ে মৃত্যু হয় । পুলিশের প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িতে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে । তালাঘাটপুর ট্রাফিক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । দেহগুলিকে ময়নাতদন্তের জন্য কিমস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । তালাঘাটপুর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করছে । তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি ।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে হিলিয়াম গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ 4 শিশু-সহ পাঁচ

অন্যদিকে সোমবার গভীর রাতে বেঙ্গালুরুর ইয়ালাচেনাহল্লি মেট্রো স্টেশনের কাছে আরও একটি দুর্ঘটনা ঘটে ৷ যেখানে লাইনের মাঝখান দিয়ে যাওয়ার সময় একটি বিশাল ক্রেনে আগুন ধরে যায় । ভার্থুর থেকে বাদাদি যাওয়ার সময় ক্রেনটিতে আগুন লাগে । চালক তাৎক্ষণিকভাবে ক্রেনটি থামিয়ে দেন এবং ক্রেন থেকে দুজন কর্মী বেরিয়ে আসেন । রাস্তার পাশে দুটি পেট্রল পাম্প ছিল, এতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । পরে ঘটনাস্থলে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ।

বেঙ্গালুরু, 3 অক্টোবর: ট্রাকের সঙ্গে সংঘর্ষের পরে গাড়িতে আগুন ৷ পুড়ে মৃত্যু হল এক মহিলা-সহ তাঁর দু'বছরের শিশুকন্যার ৷ মহিলার স্বামী ও আর এক মেয়ের প্রাণ অল্পের জন্য রক্ষা পেয়েছে ৷ তাঁরাও ওই গাড়িতেই ছিলেন ৷ তবে তাঁদের অবস্থা গুরুতর ৷ বাবা ও বাচ্চাটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জাভা নাইস রোডের সোমপুর ক্লোভার লিপের কাছে ৷ নিহতের নাম সিন্ধু (31) ৷

পুলিশ জানিয়েছে, সালেমে আসল বাড়ি হলেও সিন্ধু এবং মহেন্দ্রন রামামূর্তি নগরের কাছে ভিজিনাপুরে থাকতেন । একটি গাড়ি ভাড়া করে দম্পতি গতকাল তাঁদের দুই সন্তানকে নিয়ে নাগাসান্দ্রে গিয়েছিলেন । গভীর রাতে গাড়িটি মহীশূর রোড থেকে কনকাপুরা রোডের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ এরপরেই গাড়িটি গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায় । রাত আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার ফলে গাড়িতে আগুন ধরে যায় এবং লরিটিও উলটে যায় ।

মহেন্দ্রন এবং তাঁর বড় মেয়ে গাড়ি থেকে বেরিয়ে পালাতে সক্ষম হন ৷ তবে সিন্ধু এবং অন্য মেয়ে গাড়িতে আটকা পড়ে যায় । ফলে সিন্ধু ও গাড়িতে থাকা দুই বছরের শিশুকন্যার পুড়ে মৃত্যু হয় । পুলিশের প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িতে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে । তালাঘাটপুর ট্রাফিক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । দেহগুলিকে ময়নাতদন্তের জন্য কিমস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । তালাঘাটপুর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করছে । তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি ।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে হিলিয়াম গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ 4 শিশু-সহ পাঁচ

অন্যদিকে সোমবার গভীর রাতে বেঙ্গালুরুর ইয়ালাচেনাহল্লি মেট্রো স্টেশনের কাছে আরও একটি দুর্ঘটনা ঘটে ৷ যেখানে লাইনের মাঝখান দিয়ে যাওয়ার সময় একটি বিশাল ক্রেনে আগুন ধরে যায় । ভার্থুর থেকে বাদাদি যাওয়ার সময় ক্রেনটিতে আগুন লাগে । চালক তাৎক্ষণিকভাবে ক্রেনটি থামিয়ে দেন এবং ক্রেন থেকে দুজন কর্মী বেরিয়ে আসেন । রাস্তার পাশে দুটি পেট্রল পাম্প ছিল, এতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । পরে ঘটনাস্থলে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ।

Last Updated : Oct 3, 2023, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.