ETV Bharat / bharat

Two Women Burnt Alive: বিহারে মা ও মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ

বিহারের আরওয়ালে মা এবং মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ (Mother and Daughter Burnt Alive to Death by Bullies in Bihar) ৷ এই ঘটনায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷

Mother and Daughter Burnt Alive to Death by Bullies in Bihar
Mother and Daughter Burnt Alive to Death by Bullies in Bihar
author img

By

Published : Nov 29, 2022, 7:22 PM IST

আরওয়াল, 29 নভেম্বর: বিহারের আরওয়ালে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ৷ যে ঘটনায় মা এবং মেয়ের আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, ঘটনায় প্রথমে ওই মহিলা এবং তাঁর মেয়েকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে তাঁদের পাটনা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় ৷ সেখানেই তাঁদের মৃত্যু হয় ৷ মৃতদের নাম সুমন দেবী এবং তাঁর মেয়ে শারদা কুমারী ৷ ঘটনায় স্থানীয় নন্দকুমার নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে (Mother and Daughter Burnt Alive to Death by Bullies in Bihar) ৷

পুলিশ সূত্রে খবর, সুমনের স্বামী একটি মামলায় বর্তমানে জেলবন্দি ৷ পুলিশ সেই মামলার তদন্ত করছে ৷ জানা গিয়েছে, সোমবার রাতে এক যুবক তাঁদের বাড়িতে ঢুকে পড়েন ৷ সেখানে সুমন এবং তাঁর মেয়ের সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করে ৷ কিন্তু, ব্যর্থ হওয়ায় বাড়িতে পেট্রল ছিটিয়ে বাইরে থেকে আগুন ধরিয়ে দেয় ৷ যার জেরে মা এবং মেয়ে দু’জনে আগুনে ঝলসে যান ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, সুমনের স্বামী অজিত পাসওয়ানকে 5 দিন আগে পুলিশ গ্রেফতার করেছে ৷ তাঁকে দেশি মদ-সহ গ্রেফতার করা হয়েছিল ৷

আরও পড়ুন: দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের পর ভিডিয়ো করে ব্ল্যাকমেইল, গ্রেফতার 5 সহপাঠী

অভিযোগ উঠেছে, গ্রামের এক যুবক নন্দকুমার সুমনের প্রতি কুনজর ছিল ৷ এমনকি সুমনকে একা দেখলে, তাঁর সঙ্গে একাধিকবার খারাপ আচরণও করেছে ৷ পাশাপাশি, প্রতিবাদ করায় হুমকিও দিত অভিযুক্ত ৷ সেই নন্দকুমারের বিরুদ্ধেই সোমবার মাঝরাতে সুমন এবং তাঁর মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ সুমন এবং তাঁর মেয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

আরওয়াল, 29 নভেম্বর: বিহারের আরওয়ালে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ৷ যে ঘটনায় মা এবং মেয়ের আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, ঘটনায় প্রথমে ওই মহিলা এবং তাঁর মেয়েকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে তাঁদের পাটনা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় ৷ সেখানেই তাঁদের মৃত্যু হয় ৷ মৃতদের নাম সুমন দেবী এবং তাঁর মেয়ে শারদা কুমারী ৷ ঘটনায় স্থানীয় নন্দকুমার নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে (Mother and Daughter Burnt Alive to Death by Bullies in Bihar) ৷

পুলিশ সূত্রে খবর, সুমনের স্বামী একটি মামলায় বর্তমানে জেলবন্দি ৷ পুলিশ সেই মামলার তদন্ত করছে ৷ জানা গিয়েছে, সোমবার রাতে এক যুবক তাঁদের বাড়িতে ঢুকে পড়েন ৷ সেখানে সুমন এবং তাঁর মেয়ের সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করে ৷ কিন্তু, ব্যর্থ হওয়ায় বাড়িতে পেট্রল ছিটিয়ে বাইরে থেকে আগুন ধরিয়ে দেয় ৷ যার জেরে মা এবং মেয়ে দু’জনে আগুনে ঝলসে যান ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, সুমনের স্বামী অজিত পাসওয়ানকে 5 দিন আগে পুলিশ গ্রেফতার করেছে ৷ তাঁকে দেশি মদ-সহ গ্রেফতার করা হয়েছিল ৷

আরও পড়ুন: দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের পর ভিডিয়ো করে ব্ল্যাকমেইল, গ্রেফতার 5 সহপাঠী

অভিযোগ উঠেছে, গ্রামের এক যুবক নন্দকুমার সুমনের প্রতি কুনজর ছিল ৷ এমনকি সুমনকে একা দেখলে, তাঁর সঙ্গে একাধিকবার খারাপ আচরণও করেছে ৷ পাশাপাশি, প্রতিবাদ করায় হুমকিও দিত অভিযুক্ত ৷ সেই নন্দকুমারের বিরুদ্ধেই সোমবার মাঝরাতে সুমন এবং তাঁর মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ সুমন এবং তাঁর মেয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.