ETV Bharat / bharat

Fuel Price Hike: পেট্রলের দাম বাড়িয়ে সেই টাকায় বিনামূল্যে কোভিড টিকা দিচ্ছে কেন্দ্র, দাবি মন্ত্রীর - পেট্রলের দাম

পেট্রলের দাম (Fuel Price Hike) বাড়িয়ে সেই টাকায় দেশবাসীকে ফ্রি কোভিড টিকা (Free COVID-19 Vaccines) দিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ এমনই দাবি করলেন পেট্রলিয়াম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (MoS Petroleum) রামেশ্বর তেলি (Rameshwar Teli) ৷

Hike in fuel prices due to free COVID-19 vaccines, says MoS Petroleum Rameshwar Teli
পেট্রলের দাম বাড়িয়ে সেই টাকায় ফ্রি কোভিড টিকা দিচ্ছে কেন্দ্র: মন্ত্রী
author img

By

Published : Oct 12, 2021, 12:15 PM IST

তিনসুকিয়া (অসম), 12 অক্টোবর: জ্বালানির মূল্যবৃদ্ধির আজব যুক্তি দিলেন পেট্রলিয়াম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (MoS Petroleum) রামেশ্বর তেলি (Rameshwar Teli) ৷ বিনামূল্যে কোভিড টিকা (Free COVID-19 Vaccines) মিলছে বলেই পেট্রল, ডিজেলের দাম বাড়ছে বলে দাবি করেছেন তিনি ৷ মন্ত্রী বলেছেন, পেট্রল ও ডিজেলের উপর সরকারের বসানো কর থেকেই কোভিড টিকার অর্থের জোগান দেওয়া হচ্ছে ৷ এখানেই শেষ নয়, পেট্রলের দামের সঙ্গে প্যাকেজ করা মিনারেল ওয়াটারের দামেরও তুলনা করেছেন বিজেপির লোকসভার সাংসদ ৷ তাঁর দাবি, পেট্রলের থেকেও বেশি দাম দিতে হয় প্যাকেজ করা পানীয় জলে ৷

বিজেপির একটি বৈঠকে যোগ দিতে সোমবার তিনসুকিয়া গিয়েছিলেন পেট্রলিয়াম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি ৷ সেখানেই তিনি বলেন, গত সাত দিন ধরে সারা দেশদুড়ে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৷ দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে লিটারে 30 পয়সা (104.44 টাকা/লিটার) ও লিটারে 35 পয়সা (93.17 টাকা/লিটার)৷ মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটারপিছু 110.41 টাকা ও ডিজেলের দাম বেড়ে লিটারপিছু হয়েছে 101.03 টাকা ৷

আরও পড়ুন: Petrol-Diesel Price : পেট্রল বিকোচ্ছে 109.54 টাকায়, মুম্বইয়ে ডিজেল 100 ছুঁইছুই

মন্ত্রীর কথায়, "পেট্রলের দাম বেশি নয় ৷ এর সঙ্গে কর যোগ করা থাকে ৷ জ্বালানির থেকেও বেশি দাম পানীয় জলের ৷ পেট্রলের দাম লিটারপিছু 40 টাকা ৷ অসম সরকার তাতে ভ্যাট বসায় 28 টাকা, পেট্রলিয়াম মন্ত্রক কর বসায় 30 টাকা ৷ ফলে পেট্রলের দাম এখানে লিটারপিছু হয় 98 টাকা, কর-সহ ৷ কিন্তু আপনি যদি হিমালয় জল পান করেন, তাহলে এক বোতলের জন্য আপনার খরচ পড়বে 100 টাকা ৷ জলের দাম বরং বেশি, তেলের নয় ৷"

আরও পড়ুন : LPG Price Hike: উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

মন্ত্রী আরও বলেন, "আপনারা নিশ্চয়ই টিকা নিয়েছেন ৷ সেই টাকা কোথা থেকে আসে ? আপনি সেই টাকা দেননি ৷ এই ভাবেই সেই টাকা সংগৃহীত হয় ৷" জ্বালানিতে কেন্দ্রের বসানো করের টাকা সংগ্রহ করে তা দিয়েই সরকার ফ্রিতে দেশবাসীকে করোনা টিকা দিচ্ছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

রাজস্থানে পেট্রলের দাম সবচেয়ে বেশি বলে দাবি করেছেন বিজেপি সাংসদ ৷ পেট্রল-ডিজেলের উপর রাজস্থান সর্বাধিক ভ্যাট চাপানোর জন্যই সেখানে দাম সবার চেয়ে বেশি বলে দাবি করেছেন তিনি ৷ রাজ্য সরকার ভ্যাট না-কমালে সেখানে পেট্রলের দাম কমানো সম্ভব না বলে জানিয়েছেন পেট্রলিয়াম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷

আরও পড়ুন: Weather Forecast : বর্ষা বিদায় পালা শুরু হলেও নবমী-দশমীতে ফের ভাসাতে পারে নিম্নচাপ

তিনসুকিয়া (অসম), 12 অক্টোবর: জ্বালানির মূল্যবৃদ্ধির আজব যুক্তি দিলেন পেট্রলিয়াম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (MoS Petroleum) রামেশ্বর তেলি (Rameshwar Teli) ৷ বিনামূল্যে কোভিড টিকা (Free COVID-19 Vaccines) মিলছে বলেই পেট্রল, ডিজেলের দাম বাড়ছে বলে দাবি করেছেন তিনি ৷ মন্ত্রী বলেছেন, পেট্রল ও ডিজেলের উপর সরকারের বসানো কর থেকেই কোভিড টিকার অর্থের জোগান দেওয়া হচ্ছে ৷ এখানেই শেষ নয়, পেট্রলের দামের সঙ্গে প্যাকেজ করা মিনারেল ওয়াটারের দামেরও তুলনা করেছেন বিজেপির লোকসভার সাংসদ ৷ তাঁর দাবি, পেট্রলের থেকেও বেশি দাম দিতে হয় প্যাকেজ করা পানীয় জলে ৷

বিজেপির একটি বৈঠকে যোগ দিতে সোমবার তিনসুকিয়া গিয়েছিলেন পেট্রলিয়াম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি ৷ সেখানেই তিনি বলেন, গত সাত দিন ধরে সারা দেশদুড়ে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৷ দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে লিটারে 30 পয়সা (104.44 টাকা/লিটার) ও লিটারে 35 পয়সা (93.17 টাকা/লিটার)৷ মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটারপিছু 110.41 টাকা ও ডিজেলের দাম বেড়ে লিটারপিছু হয়েছে 101.03 টাকা ৷

আরও পড়ুন: Petrol-Diesel Price : পেট্রল বিকোচ্ছে 109.54 টাকায়, মুম্বইয়ে ডিজেল 100 ছুঁইছুই

মন্ত্রীর কথায়, "পেট্রলের দাম বেশি নয় ৷ এর সঙ্গে কর যোগ করা থাকে ৷ জ্বালানির থেকেও বেশি দাম পানীয় জলের ৷ পেট্রলের দাম লিটারপিছু 40 টাকা ৷ অসম সরকার তাতে ভ্যাট বসায় 28 টাকা, পেট্রলিয়াম মন্ত্রক কর বসায় 30 টাকা ৷ ফলে পেট্রলের দাম এখানে লিটারপিছু হয় 98 টাকা, কর-সহ ৷ কিন্তু আপনি যদি হিমালয় জল পান করেন, তাহলে এক বোতলের জন্য আপনার খরচ পড়বে 100 টাকা ৷ জলের দাম বরং বেশি, তেলের নয় ৷"

আরও পড়ুন : LPG Price Hike: উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

মন্ত্রী আরও বলেন, "আপনারা নিশ্চয়ই টিকা নিয়েছেন ৷ সেই টাকা কোথা থেকে আসে ? আপনি সেই টাকা দেননি ৷ এই ভাবেই সেই টাকা সংগৃহীত হয় ৷" জ্বালানিতে কেন্দ্রের বসানো করের টাকা সংগ্রহ করে তা দিয়েই সরকার ফ্রিতে দেশবাসীকে করোনা টিকা দিচ্ছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

রাজস্থানে পেট্রলের দাম সবচেয়ে বেশি বলে দাবি করেছেন বিজেপি সাংসদ ৷ পেট্রল-ডিজেলের উপর রাজস্থান সর্বাধিক ভ্যাট চাপানোর জন্যই সেখানে দাম সবার চেয়ে বেশি বলে দাবি করেছেন তিনি ৷ রাজ্য সরকার ভ্যাট না-কমালে সেখানে পেট্রলের দাম কমানো সম্ভব না বলে জানিয়েছেন পেট্রলিয়াম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷

আরও পড়ুন: Weather Forecast : বর্ষা বিদায় পালা শুরু হলেও নবমী-দশমীতে ফের ভাসাতে পারে নিম্নচাপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.