ETV Bharat / bharat

জুলাই-অগস্টের শেষে প্রচুর ভ্যাকসিন, আশ্বাস রণদীপ গুলেরিয়ার - রাশিয়ার কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিক

দেশেই তৈরি হবে স্পুটনিক ভ্যাকসিন ৷ তৈরি করা হবে আরও বেশি প্ল্যান্ট ৷ এখন তরুণদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যে অসুবিধা হচ্ছে, তা মেটাতে নতুন নীতি প্রণয়ন করা হচ্ছে ৷ জুলাই-অগস্টের শেষে প্রচুর পরিমাণে ভ্যাকসিনের জোগান থাকবে দেশে ৷

এইমস-এর ডায়রেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া
এইমস-এর ডায়রেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া
author img

By

Published : May 15, 2021, 3:20 PM IST

নিউ দিল্লি, 15 মে : কোভিশিল্ড, কোভ্যাক্সিন তো আছেই, এবার রাশিয়ার কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিকের উৎপাদনও শুরু হবে ভারতে ৷ তৈরি করা হবে আরও বেশি প্ল্যান্ট ৷

স্পুটনিক ইতিমধ্যেই ভারতে বেশ কিছু কোম্পানির সঙ্গে ভ্যাকসিন উৎপাদন নিয়ে জোট বেঁধেছে ৷ ভারত বায়োটেক আর এসআইআই-ও নতুন প্ল্যান্ট তৈরির ব্যবস্থা করছে ৷ আর দু'মাস মানে জুলাই-অগস্টের শেষে প্রচুর পরিমাণে ভ্যাকসিন পাওয়া যাবে, জানিয়ে আশ্বাস দিলেন এইমস-এর ডাইরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া ৷

আরো পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউ: শিশুদের ক্ষেত্রে সুস্থ হয়ে ওঠার পরবর্তী প্রভাব ও প্রতিরোধের উপায়

একদিন, দু’দিন বা এক মাসে আমরা সবাইকে ভ্য়াকসিন দিতে পারব না ৷ তাই আমরা একটা নীতি প্রণয়ন করেছি ৷ তাই এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট দিলে দুই কি তিন কি চার মাস বাদে তরুণরা ভ্যাকসিন পাবেন ৷ ধীরে ধীরে সেই নীতি অনুযায়ী কাজ করলে আরও বেশি বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে ৷

নিউ দিল্লি, 15 মে : কোভিশিল্ড, কোভ্যাক্সিন তো আছেই, এবার রাশিয়ার কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিকের উৎপাদনও শুরু হবে ভারতে ৷ তৈরি করা হবে আরও বেশি প্ল্যান্ট ৷

স্পুটনিক ইতিমধ্যেই ভারতে বেশ কিছু কোম্পানির সঙ্গে ভ্যাকসিন উৎপাদন নিয়ে জোট বেঁধেছে ৷ ভারত বায়োটেক আর এসআইআই-ও নতুন প্ল্যান্ট তৈরির ব্যবস্থা করছে ৷ আর দু'মাস মানে জুলাই-অগস্টের শেষে প্রচুর পরিমাণে ভ্যাকসিন পাওয়া যাবে, জানিয়ে আশ্বাস দিলেন এইমস-এর ডাইরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া ৷

আরো পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউ: শিশুদের ক্ষেত্রে সুস্থ হয়ে ওঠার পরবর্তী প্রভাব ও প্রতিরোধের উপায়

একদিন, দু’দিন বা এক মাসে আমরা সবাইকে ভ্য়াকসিন দিতে পারব না ৷ তাই আমরা একটা নীতি প্রণয়ন করেছি ৷ তাই এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট দিলে দুই কি তিন কি চার মাস বাদে তরুণরা ভ্যাকসিন পাবেন ৷ ধীরে ধীরে সেই নীতি অনুযায়ী কাজ করলে আরও বেশি বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.