ETV Bharat / bharat

28 হাজার নাবালিকা অন্তঃসত্ত্বা এক বছরে, উদ্বেগের রিপোর্ট দক্ষিণের এই রাজ্যে - নাবালিকা অন্তঃসত্ত্বা

Teenage Pregnancy: বাল্য বিবাহ ও নাবালিকাদের গর্ভধারণের মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে দেশজুড়ে ৷ এই তালিকায় কর্ণাটকের নাম সবথেকে উপরে ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদফতর জানিয়েছে, 28 হাজারেরও বেশি নাবালিকা অন্তঃসত্ত্বা হয়েছে ৷

28 হাজার অপ্রাপ্তবয়স্ক অন্তঃসত্ত্বা
Underage Pregnancies
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 7:55 PM IST

বেঙ্গালুরু, 16 জানুয়ারি: কর্ণাটকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের গর্ভধারণের ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর জানিয়েছে, গতবছর অর্থাৎ 2023 সালে 28 হাজারেরও বেশি নাবালিকা অন্তঃসত্ত্বা হয়েছে সেই রাজ্যে ৷ 14 থেকে 17 বছর বয়সিদের গর্ভবতী হওয়াটা স্বভাবতই বেশ উদ্বেগের বিষয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রজনন ও শিশু স্বাস্থ্য (আরসিএইচ) বিভাগের মতে, 2023 জানুয়ারি থেকে নভেম্বর মাসে 28 হাজার 657 জন নাবালিকা কর্ণাটকে গর্ভবতী হয়েছে ৷

এই বিষয়ে চিকিৎসকরা বারবার স্মরণ করিয়েছেন যে, 18 বছরের কম বয়সে প্রসবের ক্ষেত্রে মা ও সন্তানের নানাবিধ সমস্যা হয়। 16 থেকে 18 বছর বয়সেই ছেলেমেয়েদের শরীর ও মনের পূর্ণ বিকাশ ঘটে। তার আগে স্তন, ডিম্বাণু কিংবা গর্ভাশয়ের মতো অঙ্গের বিকাশ ঘটে না। ফলে নাবালিকা মায়েদের গর্ভপাত ও রক্তক্ষরণের ঝুঁকি অনেক বেশি থাকে। নবজাতকদেরও গঠনগত ত্রুটি এবং পুষ্টির সমস্যা দেখা দেয় এক্ষেত্রে। কিন্তু এই ঘটনা কমার বদলে দিন দিন বেড়েই চলেছে। সার্বিকভাবে এর প্রভাব পড়ছে প্রসূতি মৃত্যু, শিশু মৃত্যুতে।

আরসিএইচের তথ্য অনুসারে, 2023 সালে বেঙ্গালুরু, বিজয়পুর এবং বেলাগাভি জেলায় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের গর্ভধারণের সংখ্যা বেশি বেড়েছে। বেঙ্গালুরুতে 2 হাজার 815 জন, বিজয়পুরে 2 হাজার 4 জন এবং বেলাগাভি জেলায় 2 হাজার 754 জন, উদুপি জেলায় 56 জন ও কোলার জেলায় 98 জন নাবালিকা গর্ভবতী হয়েছে। পক্ষান্তরে আশার বিষয় এই যে, কর্ণাটকের কয়েকটি গ্রামে 2023 সালে (জানুয়ারি থেকে নভেম্বর) 59 হাজার বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে ৷ তবে, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মকর্তা ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি থাকা সত্ত্বেও নাবালিকাদের বিয়ের উদ্যোগ বন্ধ করা সম্ভব হচ্ছে না। ভ্রূণের লিঙ্গ সনাক্তকরণের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। তা সত্ত্বেও সম্প্রতি মান্ডিয়া, হোসাকোট-সহ বিভিন্ন জায়গার কিছু হাসপাতালে কন্যাভ্রূণ হত্যার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।

আরও পড়ুন:

  1. বাল্যবিবাহ ঠেকাতে ইউনিসেফের সঙ্গে গাঁটছড়া রাজ্য়ের
  2. নাবালিকা পরিচারিকাকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার 3
  3. কাজের লোভ দেখিয়ে তিন ছাত্রীকে পাচারের চেষ্টা বাঁকুড়ায় ! গ্রেফতার গৃহবধূ

বেঙ্গালুরু, 16 জানুয়ারি: কর্ণাটকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের গর্ভধারণের ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর জানিয়েছে, গতবছর অর্থাৎ 2023 সালে 28 হাজারেরও বেশি নাবালিকা অন্তঃসত্ত্বা হয়েছে সেই রাজ্যে ৷ 14 থেকে 17 বছর বয়সিদের গর্ভবতী হওয়াটা স্বভাবতই বেশ উদ্বেগের বিষয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রজনন ও শিশু স্বাস্থ্য (আরসিএইচ) বিভাগের মতে, 2023 জানুয়ারি থেকে নভেম্বর মাসে 28 হাজার 657 জন নাবালিকা কর্ণাটকে গর্ভবতী হয়েছে ৷

এই বিষয়ে চিকিৎসকরা বারবার স্মরণ করিয়েছেন যে, 18 বছরের কম বয়সে প্রসবের ক্ষেত্রে মা ও সন্তানের নানাবিধ সমস্যা হয়। 16 থেকে 18 বছর বয়সেই ছেলেমেয়েদের শরীর ও মনের পূর্ণ বিকাশ ঘটে। তার আগে স্তন, ডিম্বাণু কিংবা গর্ভাশয়ের মতো অঙ্গের বিকাশ ঘটে না। ফলে নাবালিকা মায়েদের গর্ভপাত ও রক্তক্ষরণের ঝুঁকি অনেক বেশি থাকে। নবজাতকদেরও গঠনগত ত্রুটি এবং পুষ্টির সমস্যা দেখা দেয় এক্ষেত্রে। কিন্তু এই ঘটনা কমার বদলে দিন দিন বেড়েই চলেছে। সার্বিকভাবে এর প্রভাব পড়ছে প্রসূতি মৃত্যু, শিশু মৃত্যুতে।

আরসিএইচের তথ্য অনুসারে, 2023 সালে বেঙ্গালুরু, বিজয়পুর এবং বেলাগাভি জেলায় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের গর্ভধারণের সংখ্যা বেশি বেড়েছে। বেঙ্গালুরুতে 2 হাজার 815 জন, বিজয়পুরে 2 হাজার 4 জন এবং বেলাগাভি জেলায় 2 হাজার 754 জন, উদুপি জেলায় 56 জন ও কোলার জেলায় 98 জন নাবালিকা গর্ভবতী হয়েছে। পক্ষান্তরে আশার বিষয় এই যে, কর্ণাটকের কয়েকটি গ্রামে 2023 সালে (জানুয়ারি থেকে নভেম্বর) 59 হাজার বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে ৷ তবে, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মকর্তা ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি থাকা সত্ত্বেও নাবালিকাদের বিয়ের উদ্যোগ বন্ধ করা সম্ভব হচ্ছে না। ভ্রূণের লিঙ্গ সনাক্তকরণের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। তা সত্ত্বেও সম্প্রতি মান্ডিয়া, হোসাকোট-সহ বিভিন্ন জায়গার কিছু হাসপাতালে কন্যাভ্রূণ হত্যার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।

আরও পড়ুন:

  1. বাল্যবিবাহ ঠেকাতে ইউনিসেফের সঙ্গে গাঁটছড়া রাজ্য়ের
  2. নাবালিকা পরিচারিকাকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার 3
  3. কাজের লোভ দেখিয়ে তিন ছাত্রীকে পাচারের চেষ্টা বাঁকুড়ায় ! গ্রেফতার গৃহবধূ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.