ETV Bharat / bharat

দেশে 28 হাজারেরও বেশি ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ

মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মিউকরমাইকোসিস রোগী পাওয়া গিয়েছে । সেখানে সংক্রমিত হয়েছেন 6339 জন ৷ এর পরে গুজরাতে 5486 জন ৷

মিউকরমাইকোসিস
মিউকরমাইকোসিস
author img

By

Published : Jun 8, 2021, 7:52 AM IST

নয়াদিল্লি, 8 জুন : দেশের 28 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এখনও পর্যন্ত মোট 28,252 জন মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগী সন্ধান মিলেছে ৷ যাদের মধ্য়ে 86 শতাংশের করোনাসংক্রমণ হয়েছিল, আর 62.3 শতাংশের ডায়াবেটিস রয়েছে ৷ কোভিড-19 পরিস্থিতি নিয়ে জিওএম-এর 28তম একটি বৈঠকে এই তথ্য দিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷

মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মিউকরমাইকোসিস রোগী পাওয়া গিয়েছে । সেখানে সংক্রমিত হয়েছেন 6339 জন ৷ এর পরে গুজরাতে 5486 জন ৷ এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ডাঃ ভি কে পাল জানান যে 141 দিনে ভারতে 23 কোটি দেশবাসীকে ভ্য়াকসিন দেওয়া হয়েছে ৷ বিশ্বে আমেরিকা (134 দিনে)-র পর দ্বিতীয় স্থানে ভারত ৷ ভারত পেডিয়াট্রিক কোভিড-19 পরিস্থিতি সামলাতে পুরোপুরি তৈরি দেশ ৷

দেশে এই মুহূর্তে করোনা পরীক্ষার জন্য ল্যাবরেটরির সংখ্যা 2624 টি ৷ এখনও পর্যন্ত 36,63,34,111 টি কোভিড পরীক্ষা করা হয়েছে দেশে ৷ প্রতিদিনের পজিটিভিটির হারও কমে হয়েছে 6.34 শতাংশ ৷ গত 14 দিন ধরে এই হার 10 শতাংশের নীচেই রয়েছে ৷ যদিও 15 টি রাজ্যে এখনও প্রতিদিন পজিটিভিটি হার 10 শতাংশেরেও বেশি ৷

আরও পড়ুন : করোনার বিরুদ্ধে নেজাল ভ্যাকসিন কী নতুন দিগন্ত খুলবে ?

সব মিলিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান যে দেশে কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের সংখ্য়া কমতে শুরু করেছে ৷ উল্লেখযোগ্যভাবে বাড়ছে সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৷ সার্স-কোভ-2 কনসরটিয়াম অন জিনোমিকস (আইএনএসএসিওজি) পরীক্ষার ল্যাবরেটরিগুলিতে গুরুত্বপূর্ণ সম্ভাব্য মিউট্যান্টগুলি নিয়ে গবেষণা চলছে ৷

নয়াদিল্লি, 8 জুন : দেশের 28 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এখনও পর্যন্ত মোট 28,252 জন মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগী সন্ধান মিলেছে ৷ যাদের মধ্য়ে 86 শতাংশের করোনাসংক্রমণ হয়েছিল, আর 62.3 শতাংশের ডায়াবেটিস রয়েছে ৷ কোভিড-19 পরিস্থিতি নিয়ে জিওএম-এর 28তম একটি বৈঠকে এই তথ্য দিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷

মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মিউকরমাইকোসিস রোগী পাওয়া গিয়েছে । সেখানে সংক্রমিত হয়েছেন 6339 জন ৷ এর পরে গুজরাতে 5486 জন ৷ এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ডাঃ ভি কে পাল জানান যে 141 দিনে ভারতে 23 কোটি দেশবাসীকে ভ্য়াকসিন দেওয়া হয়েছে ৷ বিশ্বে আমেরিকা (134 দিনে)-র পর দ্বিতীয় স্থানে ভারত ৷ ভারত পেডিয়াট্রিক কোভিড-19 পরিস্থিতি সামলাতে পুরোপুরি তৈরি দেশ ৷

দেশে এই মুহূর্তে করোনা পরীক্ষার জন্য ল্যাবরেটরির সংখ্যা 2624 টি ৷ এখনও পর্যন্ত 36,63,34,111 টি কোভিড পরীক্ষা করা হয়েছে দেশে ৷ প্রতিদিনের পজিটিভিটির হারও কমে হয়েছে 6.34 শতাংশ ৷ গত 14 দিন ধরে এই হার 10 শতাংশের নীচেই রয়েছে ৷ যদিও 15 টি রাজ্যে এখনও প্রতিদিন পজিটিভিটি হার 10 শতাংশেরেও বেশি ৷

আরও পড়ুন : করোনার বিরুদ্ধে নেজাল ভ্যাকসিন কী নতুন দিগন্ত খুলবে ?

সব মিলিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান যে দেশে কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের সংখ্য়া কমতে শুরু করেছে ৷ উল্লেখযোগ্যভাবে বাড়ছে সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৷ সার্স-কোভ-2 কনসরটিয়াম অন জিনোমিকস (আইএনএসএসিওজি) পরীক্ষার ল্যাবরেটরিগুলিতে গুরুত্বপূর্ণ সম্ভাব্য মিউট্যান্টগুলি নিয়ে গবেষণা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.