মন্দসৌর , ৪ জানুয়ারি : কয়েকদিন আগে মধ্যপ্রদেশের একটি কোর্ট চত্বরে দুশোর বেশি কাকের মৃত্যু হয়েছিল । যার কারণে সেই রাজ্যে নতুন করে ছড়িয়েছে বার্ড-ফ্লু এর আতঙ্ক । ফলস্বরুপ সাধারণ জনগণ অন্যান্য পশু-পাখি থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন ।
সমাজসেবী ওম বাধোদিয়া জানিয়েছেন, গত সপ্তাহে কোর্ট চত্বরে প্রায় ২০০টি কাক মারা যায় । পাখিগুলির সৎকারের সময় যাতে কোনও রকম দূষণ না হয়, সেই কথা মাথায় রেখে সৎকার পর্ব চালান তিনি এবং তাঁর দল । কিন্তু এই ঘটনার পর থেকেই বার্ড-ফ্লুর আতঙ্ক ছাড়ায় রাজ্যে । যার প্রভাব পড়েছে মুরগির মাংস সহ অন্য মাংসের দোকানেও । স্থানীয় জনগণ বিরত থাকছেন মাংস কেনা থেকে । এই বিষয়ে সরকারি নির্দেশিকার জন্য প্রত্যেকে অপেক্ষা করছেন ।
এই বিষয়ে পশুপালন বিভাগের উপপরিচালক ডঃ মণীশ ইঙ্গোলে বলেছেন, মৃত কাকগুলির পোস্টমর্টেম করা হয়েছে । নমুনাগুলি তদন্তের জন্য ভোপাল ল্যাব পাঠানো হয়েছে । এর আগে, ইন্দোর, কোটা এবং রাজস্থানের ঝালাওয়ারে প্রচুর সংখ্যায় কাক মারা গিয়েছিল ।