ETV Bharat / bharat

Flash Flood: হিমাচলে হড়পা বাণ, আটকে 150 জনেরও বেশি পর্যটক

হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) লাহুল স্পিতি (Lahaul-Spiti) জেলায় আটকে পড়লেন 150 জনেরও বেশি পর্যটক ৷ হড়পা বাণের (Flash Flood) কবলে পড়ে বিপাকে ভ্রমণার্থীরা ৷

more than 150 people stuck in Lahaul Spiti of Himachal Pradesh due to Flash Flood
Flash Flood: হিমাচলে হড়পা বাণ, আটকে 150 জনেরও বেশি পর্যটক
author img

By

Published : Aug 1, 2022, 1:57 PM IST

সিমলা, 1 অগস্ট: হড়পা বাণের (Flash Flood) কবলে পড়ে আটকে গেলেন 150 জনেরও বেশি পর্যটক ৷ হিমাচল প্রদেশের (Himachal Pradesh) লাহুল স্পিতি (Lahaul-Spiti) জেলার ঘটনা ৷ সোমবার রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফ থেকে একথা জানানো হয়েছে ৷

'লাহুল স্পিতি জেলা বিপর্যয় অভিযান কেন্দ্র' (Lahaul-Spiti District Emergency Operations Centre) বা ডিইওসি (DEOC)-এর তরফ থেকে জানানো হয়েছে, আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ইতিমধ্যেই বিশেষ দল পাঠানো হয়েছে ৷ উদ্ধারকারীদের সেই দলে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা ছাড়াও সীমান্ত সড়ক সংস্থা (Border Roads Organisation) বা বিআরও (BRO)-এর আধিকারিকরা রয়েছেন ৷

আরও পড়ুন: মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ হড়পা বানে ভাসল ধরমশালা

শেষ পাওয়া খবর অনুযায়ী, রবিবার রাত 11টা 15 মিনিটে হড়পা বাণের কবলে পড়ে সুডমো-কাজা-গ্রামফু রোড (SKG Road) ৷ লাহুল মহকুমার অন্তর্গত এই রাস্তাটি চাতরু এবং ডোরনি মোরের কাছাকাছি অবস্থিত ৷ হড়পা বাণের জেরে এই রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায় ৷ তার জেরেই আটকে পড়েন পর্যটকরা ৷ এই খবর পাওয়ার পরই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন নাইবের তহশিলদার ৷ তাঁর সঙ্গে ছিলেন পুলিশ, স্থানীয় প্রশাসন এবং বিআরও-এর আধিকারিকরা ৷

সিমলা, 1 অগস্ট: হড়পা বাণের (Flash Flood) কবলে পড়ে আটকে গেলেন 150 জনেরও বেশি পর্যটক ৷ হিমাচল প্রদেশের (Himachal Pradesh) লাহুল স্পিতি (Lahaul-Spiti) জেলার ঘটনা ৷ সোমবার রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফ থেকে একথা জানানো হয়েছে ৷

'লাহুল স্পিতি জেলা বিপর্যয় অভিযান কেন্দ্র' (Lahaul-Spiti District Emergency Operations Centre) বা ডিইওসি (DEOC)-এর তরফ থেকে জানানো হয়েছে, আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ইতিমধ্যেই বিশেষ দল পাঠানো হয়েছে ৷ উদ্ধারকারীদের সেই দলে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা ছাড়াও সীমান্ত সড়ক সংস্থা (Border Roads Organisation) বা বিআরও (BRO)-এর আধিকারিকরা রয়েছেন ৷

আরও পড়ুন: মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ হড়পা বানে ভাসল ধরমশালা

শেষ পাওয়া খবর অনুযায়ী, রবিবার রাত 11টা 15 মিনিটে হড়পা বাণের কবলে পড়ে সুডমো-কাজা-গ্রামফু রোড (SKG Road) ৷ লাহুল মহকুমার অন্তর্গত এই রাস্তাটি চাতরু এবং ডোরনি মোরের কাছাকাছি অবস্থিত ৷ হড়পা বাণের জেরে এই রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায় ৷ তার জেরেই আটকে পড়েন পর্যটকরা ৷ এই খবর পাওয়ার পরই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন নাইবের তহশিলদার ৷ তাঁর সঙ্গে ছিলেন পুলিশ, স্থানীয় প্রশাসন এবং বিআরও-এর আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.