ETV Bharat / bharat

CM Yogi Adityanath যোগীর মুণ্ডচ্ছেদ করলে মিলবে 2 কোটি, পুলিশের ভুয়ো পেজ বানিয়ে পোস্ট হ্যাকারদের - যদি কেউ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শিরশ্ছেদ করতে পারে তাহলে তাকে দু কোটি টাকা পুরস্কার দেওয়া হবে

উত্তরপ্রদেশের মোরাদাবাদ পুলিশের (Moradabad Police) নামে একটি ভুয়ো ফেসবুক পেজ তৈরি হয়েছে (Moradabad Police Fake Facebook Page) ৷ সেই পেজ থেকে করা একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷ পোস্টে বলা হয়েছে, যদি কেউ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শিরশ্ছেদ করতে পারে তাহলে তাকে দুকোটি টাকা পুরস্কার দেওয়া হবে ৷

CM Yogi Adityanath
ETV Bharat
author img

By

Published : Aug 21, 2022, 10:49 PM IST

Updated : Aug 21, 2022, 11:02 PM IST

মোরাদাবাদ, 21 অগস্ট: পুলিশের নামে ভুয়ো ফেসবুক পেজ ! আর তা থেকে নির্ধারণ করে দেওয়া হল রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) মাথার দাম ৷ মুখ্যমন্ত্রীর মাথা কেটে বাদ দিতে পারলে তাঁকে দু'কোটি টাকা দিয়ে পুরস্কৃত করা হবে । সেই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ৷

মোরাদাবাদ পুলিশের ওই ভুয়ো পেজটিতে (Moradabad Police Fake Facebook Page) রয়েছে পাকিস্তানের পতাকাও । এই পোস্টগুলি সম্পর্কে আয়ূষী মাহেশ্বরী নামের এক মহিলা টুইটারের মাধ্যমে মোরাদাবাদ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন । এরপরই তৎপর হয় পুলিশ। পুলিশের কাছে ওই মহিলা অভিযোগে জানান, এই পোস্টটি ওই পেজে আত্মপ্রকাশ পণ্ডিত নামে এক ব্যক্তি করেছেন ৷ ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা জানতে মোরাদাবাদ পুলিশ (Moradabad Police) সাইবার সেলের সাহায্য নেয় ৷

আরও পড়ুন: পটনায় নীতীশ কুমারের কনভয়ে পাথর হামলা, ভাঙা হল গাড়ির কাঁচ

এরপরই তদন্তে উঠে আসে, আত্মপ্রকাশ পণ্ডিতও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে ৷ এ বিষয়ে, এসপি সিটি অখিলেশ ভাদৌরিয়া জানিয়েছেন, মোরাদাবাদ পুলিশের অ্যাকাউন্ট থেকে যে পোস্ট করা হয়েছে সেটি ভুয়ো । সাইবার সেল পুরো বিষয়টি খতিয়ে দেখছে । যাঁর অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে তিনি পুলিশের কাছে অভিযোগও করেছেন । পুরো বিষয়টি তদন্ত করছে সাইবার সেল। ফেসবুককে এই অ্যাকাউন্ট বন্ধ করতে বলা হয়েছে।

মোরাদাবাদ, 21 অগস্ট: পুলিশের নামে ভুয়ো ফেসবুক পেজ ! আর তা থেকে নির্ধারণ করে দেওয়া হল রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) মাথার দাম ৷ মুখ্যমন্ত্রীর মাথা কেটে বাদ দিতে পারলে তাঁকে দু'কোটি টাকা দিয়ে পুরস্কৃত করা হবে । সেই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ৷

মোরাদাবাদ পুলিশের ওই ভুয়ো পেজটিতে (Moradabad Police Fake Facebook Page) রয়েছে পাকিস্তানের পতাকাও । এই পোস্টগুলি সম্পর্কে আয়ূষী মাহেশ্বরী নামের এক মহিলা টুইটারের মাধ্যমে মোরাদাবাদ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন । এরপরই তৎপর হয় পুলিশ। পুলিশের কাছে ওই মহিলা অভিযোগে জানান, এই পোস্টটি ওই পেজে আত্মপ্রকাশ পণ্ডিত নামে এক ব্যক্তি করেছেন ৷ ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা জানতে মোরাদাবাদ পুলিশ (Moradabad Police) সাইবার সেলের সাহায্য নেয় ৷

আরও পড়ুন: পটনায় নীতীশ কুমারের কনভয়ে পাথর হামলা, ভাঙা হল গাড়ির কাঁচ

এরপরই তদন্তে উঠে আসে, আত্মপ্রকাশ পণ্ডিতও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে ৷ এ বিষয়ে, এসপি সিটি অখিলেশ ভাদৌরিয়া জানিয়েছেন, মোরাদাবাদ পুলিশের অ্যাকাউন্ট থেকে যে পোস্ট করা হয়েছে সেটি ভুয়ো । সাইবার সেল পুরো বিষয়টি খতিয়ে দেখছে । যাঁর অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে তিনি পুলিশের কাছে অভিযোগও করেছেন । পুরো বিষয়টি তদন্ত করছে সাইবার সেল। ফেসবুককে এই অ্যাকাউন্ট বন্ধ করতে বলা হয়েছে।

Last Updated : Aug 21, 2022, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.