মোরাদাবাদ, 21 অগস্ট: পুলিশের নামে ভুয়ো ফেসবুক পেজ ! আর তা থেকে নির্ধারণ করে দেওয়া হল রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) মাথার দাম ৷ মুখ্যমন্ত্রীর মাথা কেটে বাদ দিতে পারলে তাঁকে দু'কোটি টাকা দিয়ে পুরস্কৃত করা হবে । সেই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ৷
মোরাদাবাদ পুলিশের ওই ভুয়ো পেজটিতে (Moradabad Police Fake Facebook Page) রয়েছে পাকিস্তানের পতাকাও । এই পোস্টগুলি সম্পর্কে আয়ূষী মাহেশ্বরী নামের এক মহিলা টুইটারের মাধ্যমে মোরাদাবাদ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন । এরপরই তৎপর হয় পুলিশ। পুলিশের কাছে ওই মহিলা অভিযোগে জানান, এই পোস্টটি ওই পেজে আত্মপ্রকাশ পণ্ডিত নামে এক ব্যক্তি করেছেন ৷ ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা জানতে মোরাদাবাদ পুলিশ (Moradabad Police) সাইবার সেলের সাহায্য নেয় ৷
আরও পড়ুন: পটনায় নীতীশ কুমারের কনভয়ে পাথর হামলা, ভাঙা হল গাড়ির কাঁচ
এরপরই তদন্তে উঠে আসে, আত্মপ্রকাশ পণ্ডিতও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে ৷ এ বিষয়ে, এসপি সিটি অখিলেশ ভাদৌরিয়া জানিয়েছেন, মোরাদাবাদ পুলিশের অ্যাকাউন্ট থেকে যে পোস্ট করা হয়েছে সেটি ভুয়ো । সাইবার সেল পুরো বিষয়টি খতিয়ে দেখছে । যাঁর অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে তিনি পুলিশের কাছে অভিযোগও করেছেন । পুরো বিষয়টি তদন্ত করছে সাইবার সেল। ফেসবুককে এই অ্যাকাউন্ট বন্ধ করতে বলা হয়েছে।