ETV Bharat / bharat

এবার হোয়াটসঅ্যাপেও পাঠানো যাবে টাকা - Axis

গতকাল হোয়াটসঅ্যাপ একটি ব্লগে জানায়, আজ থেকে ভারতের মানুষ ম্যাসেজের মতোই টাকাও পাঠাতে পারবে । দূরে থেকেও পরিবারকে যেমন টাকা পাঠাতে পারবে তেমনি জিনিসপত্রের দাম মেটাতে পারবে সহজেই । তার জন্যে ব্যাঙ্কে যেতে হবে না । পকেটে টাকা থাকা বাধ্যতামূলক নয় । এবার থেকে টাকা আদান প্রদানের মুশকিল আসান হোয়াটসঅ্যাপও ।

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ
author img

By

Published : Nov 7, 2020, 7:16 PM IST

দিল্লি, 7 নভেম্বর : এবার ভারতের মানুষও হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবে। গতকাল এমনই জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা । পেটিএম, ফোনপে, গুগল পে-র মতো অ্যাপের তালিকায় এবার হোয়াটসঅ্যাপও সংযোজিত হল ।

গতকাল হোয়াটসঅ্যাপ একটি ব্লগে জানায়, আজ থেকে ভারতের মানুষ ম্যাসেজের মতোই টাকাও পাঠাতে পারবে । দূরে থেকেও পরিবারকে যেমন টাকা পাঠাতে পারবে তেমনি জিনিসপত্রের দাম মেটাতে পারবে সহজেই । তার জন্যে ব্যাঙ্কে যেতে হবে না । পকেটে টাকা থাকা বাধ্যতামূলক নয় । এবার থেকে টাকা আদান প্রদানের মুশকিল আসান হোয়াটসঅ্যাপও ।

হোয়াটসঅ্যাপ এই টাকা আদান প্রদানের পরিষেবাটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) অংশীদারিত্বে বানিয়েছে । ব্যবহার করেছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI)। এটি 160টি ব্যাঙ্কের সাথে যুক্ত আছে ।

ICICI, HDFC, Axis, SBI এবং জিও পেমেন্ট ব্যাঙ্কের মতো প্রথম শ্রেণির ব্যাঙ্কগুলির সঙ্গে অংশীদারিত্ব করছে হোয়াটসঅ্যাপের এই পরিষেবা । সংস্থাটি জানায়, ভারতে হোয়াটসঅ্যাপে টাকা পাঠাতে হলে ভারতীয় ব্যাঙ্কের আকাউন্ট এবং ডেবিট কার্ড থাকতে হবে । ব্যাঙ্ক এবং সার্ভিস প্রোভাইডারদের নিয়মাবলী জানিয়ে দেওয়া হয়েছে । এই সুবিধা শুধু হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপই নয়, অন্যান্য UPI সমর্থিত অ্যাপসেও পাঠানো যাবে টাকা ।

দিল্লি, 7 নভেম্বর : এবার ভারতের মানুষও হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবে। গতকাল এমনই জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা । পেটিএম, ফোনপে, গুগল পে-র মতো অ্যাপের তালিকায় এবার হোয়াটসঅ্যাপও সংযোজিত হল ।

গতকাল হোয়াটসঅ্যাপ একটি ব্লগে জানায়, আজ থেকে ভারতের মানুষ ম্যাসেজের মতোই টাকাও পাঠাতে পারবে । দূরে থেকেও পরিবারকে যেমন টাকা পাঠাতে পারবে তেমনি জিনিসপত্রের দাম মেটাতে পারবে সহজেই । তার জন্যে ব্যাঙ্কে যেতে হবে না । পকেটে টাকা থাকা বাধ্যতামূলক নয় । এবার থেকে টাকা আদান প্রদানের মুশকিল আসান হোয়াটসঅ্যাপও ।

হোয়াটসঅ্যাপ এই টাকা আদান প্রদানের পরিষেবাটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) অংশীদারিত্বে বানিয়েছে । ব্যবহার করেছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI)। এটি 160টি ব্যাঙ্কের সাথে যুক্ত আছে ।

ICICI, HDFC, Axis, SBI এবং জিও পেমেন্ট ব্যাঙ্কের মতো প্রথম শ্রেণির ব্যাঙ্কগুলির সঙ্গে অংশীদারিত্ব করছে হোয়াটসঅ্যাপের এই পরিষেবা । সংস্থাটি জানায়, ভারতে হোয়াটসঅ্যাপে টাকা পাঠাতে হলে ভারতীয় ব্যাঙ্কের আকাউন্ট এবং ডেবিট কার্ড থাকতে হবে । ব্যাঙ্ক এবং সার্ভিস প্রোভাইডারদের নিয়মাবলী জানিয়ে দেওয়া হয়েছে । এই সুবিধা শুধু হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপই নয়, অন্যান্য UPI সমর্থিত অ্যাপসেও পাঠানো যাবে টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.