নয়াদিল্লি, 12 মে : বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি ভ্যাকসিন এবং স্বাস্থ্য পরিষেবার সরবরাহ চেইনগুলিকে স্থিতিশীল করার জন্যও এর অনুমোদন প্রক্রিয়াকে সুগম করার আহ্বান জানিয়েছেন (PM Modi pitches for reforms in WHO)। বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে কোভিড-19 সংক্রান্ত দ্বিতীয় ভার্চুয়াল সম্মেলনের আয়োজন হয় ৷ সেখানেই ভাষণে মোদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মগুলিরও নমনীয়তা প্রয়োজন বলে জানান ৷
ভার্চুয়াল এই সভায় মোদি বলেন, একটি স্থিতিশীল গ্লোবাল সাপ্লাই চেইন গড়ে তোলা প্রয়োজন ৷ তার সঙ্গে সঙ্গেই ভ্যাকসিন ও ওষুধ পাওয়ার ন্যায্য পথ সুগম করার প্রয়োজন রয়েছে । তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার প্রয়োজন রয়েছে ৷ যাতে সারা বিশ্বে আরও স্থিতিস্থাপক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয় ৷
ভারতে করোনার সংক্রমণ ঠেকাতে পরিকাঠামোর কথা বলতে গিয়ে মোদি এদিন বলেন, "এদেশের টিকাকরণ বিশ্বের বৃহত্তম কর্মসূচি । কোভিড ঠেকাতে ভারতে আমরা লোক ভিত্তিক কৌশল অবলম্বন করেছিলাম ৷ কোভিড অবিরত জীবনহানি ঘটাচ্ছে এবং সাপ্লাই চেইনগুলিকে ব্যাহত করছে ৷ পাশাপাশি উন্মুক্ত সমাজের স্থিতিস্থাপকতাও ব্যাহত করছে ৷ এটা ঠেকাতে গেলে বিশ্বকে একত্রিত হয়ে এর মোকাবিলা করতে হবে ৷
গত 22 সেপ্টেম্বর বাইডেন নেতৃত্বে কোভিড-19 সংক্রান্ত প্রথম ভার্চুয়াল সম্মেলনটির আয়োজিত হয়েছিল ৷ সেই সম্মেলনেও অংশ নিয়েছিলেন মোদি ৷ এদিনের এই দ্বিতীয় সম্মেলনে কোভিড সংক্রান্ত চ্যালেঞ্জ এবং সেগুলি মোকাবিলার উদ্দেশ্যে বিশ্বব্যাপী শক্তিশালী স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ নিয়ে আলোচনা হল ৷