ETV Bharat / bharat

PM Modi Birthday: ছোটবেলায় কেমন ছিলেন আজকের প্রধানমন্ত্রী ? - from childhood said cousin

প্রধানমন্ত্রীর খুড়তুতো ভাই অরবিন্দ ভাই মোদি বলেন, "ছোটবেলায় বাড়ির পুরনো দিকটায় থাকতেন নরেন্দ্র । ওখানেই বন্ধুদের সঙ্গে খেলা করতেন । বিএন হাইস্কুল থেকে পড়াশুনো শেষ করেন । 12 বছর বয়স থেকেই আরএসএসের শাখায় যাতায়াত শুরু করেন। "

PM Modi Birthday
ছোটবেলায় কেমন ছিলেন আজকের প্রধানমন্ত্রী ?
author img

By

Published : Sep 17, 2022, 11:10 AM IST

Updated : Sep 17, 2022, 11:18 AM IST

মহসেনা (গুজরাত), 17 সেপ্টেম্বর: আজ তিনি দেশের প্রধানমন্ত্রী (PM Modi) । আজ তিনি দেশের কোটি কোটি মানুষের প্রধান ভরসা । আজ তাঁর দিকেই তাকিয়ে আসমুদ্রহিমাচল । তাঁর ছোটবেলা কেটেছে গুজরাটের মহসেনার ভাটনগরে । এই বাড়িতেই কেটেছে তাঁর ছেলেবেলা । এই বাড়ি থেকেই জন্ম নিয়েছিল দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্নটা । আশপাশের অনেকেই বুঝতে পেরেছিলেন তাঁদের সকলের চেনা ছেলেটা একদিন মহিরুহ হয়ে উঠবে । খুড়তুতো ভাই অরবিন্দ ভাই (Cousin Brother Arvind Modi) মোদি বলেন, "ছোটবেলায় বাড়ির পুরনো দিকটায় থাকতেন নরেন্দ্র । ওখানেই বন্ধুদের সঙ্গে খেলা করতেন । পরে বিএন হাইস্কুলে ভর্তি হন । 12 বছর বয়স থেকেই আরএসএসের শাখায় যাতায়াত শুরু করেন । "

আরও পড়ুন: আজ প্রধানমন্ত্রীর 72তম জন্মদিন, দীর্ঘায়ু কামনা করে টুইট রাষ্ট্রপতি মুর্মুর

অধুনা প্রধানমন্ত্রী ছোটবেলায় কেমন ছিলেন তা জানান অরিবন্দ । তাঁর কথায়, "নরেন্দ্র ভাই ছোট থেকেই খুব মেধাবি ছাত্র ছিলেন । প্রায় 18 বছর বয়স পর্যন্ত তাঁর সঙ্গ পেয়েছি । ছোট থেকেই তাঁর মধ্যে নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক ক্ষমতা চোখে পড়েছিল ।' তাছাড়া খুব কম বয়স থেকেই তাঁর মধ্যে আধ্যাত্মিকতার মনোভাবও দেখা গিয়েছিল বলে জানান অরবিন্দ ।

মহসেনা (গুজরাত), 17 সেপ্টেম্বর: আজ তিনি দেশের প্রধানমন্ত্রী (PM Modi) । আজ তিনি দেশের কোটি কোটি মানুষের প্রধান ভরসা । আজ তাঁর দিকেই তাকিয়ে আসমুদ্রহিমাচল । তাঁর ছোটবেলা কেটেছে গুজরাটের মহসেনার ভাটনগরে । এই বাড়িতেই কেটেছে তাঁর ছেলেবেলা । এই বাড়ি থেকেই জন্ম নিয়েছিল দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্নটা । আশপাশের অনেকেই বুঝতে পেরেছিলেন তাঁদের সকলের চেনা ছেলেটা একদিন মহিরুহ হয়ে উঠবে । খুড়তুতো ভাই অরবিন্দ ভাই (Cousin Brother Arvind Modi) মোদি বলেন, "ছোটবেলায় বাড়ির পুরনো দিকটায় থাকতেন নরেন্দ্র । ওখানেই বন্ধুদের সঙ্গে খেলা করতেন । পরে বিএন হাইস্কুলে ভর্তি হন । 12 বছর বয়স থেকেই আরএসএসের শাখায় যাতায়াত শুরু করেন । "

আরও পড়ুন: আজ প্রধানমন্ত্রীর 72তম জন্মদিন, দীর্ঘায়ু কামনা করে টুইট রাষ্ট্রপতি মুর্মুর

অধুনা প্রধানমন্ত্রী ছোটবেলায় কেমন ছিলেন তা জানান অরিবন্দ । তাঁর কথায়, "নরেন্দ্র ভাই ছোট থেকেই খুব মেধাবি ছাত্র ছিলেন । প্রায় 18 বছর বয়স পর্যন্ত তাঁর সঙ্গ পেয়েছি । ছোট থেকেই তাঁর মধ্যে নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক ক্ষমতা চোখে পড়েছিল ।' তাছাড়া খুব কম বয়স থেকেই তাঁর মধ্যে আধ্যাত্মিকতার মনোভাবও দেখা গিয়েছিল বলে জানান অরবিন্দ ।

Last Updated : Sep 17, 2022, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.