নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : করোনা প্যানডেমিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পড়ুয়ারা ৷ স্কুল বন্ধ থাকায় সমস্যায় পড়েছে অনেকে ৷ সেই বিষয়টিকে মাথায় রেখে বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ জানালেন, এবার পিএম-ইবিদ্যার (PM-EVidya) অধীনে ‘ওয়ান ক্লাস, ওয়ান টিভি চ্যানেল’-এর মাধ্যমে পড়ুয়াদের শিক্ষাদান করা হবে (modi govt will launch one class on tv channel programme for students) ৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় জানিয়েছেন যে পিএম-ইবিদ্যার অধীনে এখন যে চ্যানেলগুলি রয়েছে, সেগুলির সংখ্যা বাড়িয়ে 200 করা হবে ৷ ভার্চুয়াল ল্যাব তৈরি করা হবে ৷ ডিজিটাল শিক্ষক দ্বারা আরও ভাল মানের ই-কন্টেন্ট দেওয়া থাকবে ৷ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ও গড়ে তোলা হবে উচ্চশিক্ষার জন্য ৷
আরও পড়ুন : Budget 2022 : এক নজরে বাজেট 2022-23