ETV Bharat / bharat

Union Budget 2022 : রাজ্যগুলিকে সাহায্যে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ, ঘোষণা বাজেটে

মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman tabled Budget 2022) ৷ সেখানে তিনি ঘোষণা করেন, রাজ্যগুলিকে সাহায্যে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে সরকার (modi govt allocate 1 lakh crore rupees for states through budget) ৷

modi govt allocate 1 lakh crore rupees for states through budget
Union Budget 2022 : রাজ্যগুলিকে সাহায্যে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ, ঘোষণা বাজেটে
author img

By

Published : Feb 1, 2022, 12:49 PM IST

Updated : Feb 1, 2022, 2:37 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : 2022-23 অর্থবর্ষের বাজেটে রাজ্যগুলির দিকে আর্থিক সাহায্যের হাত বাড়ানোর কথা ঘোষণা করা হল মোদি সরকারের তরফে ৷ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট বক্তৃতায় ঘোষণা করেন, রাজ্যগুলির জন্য 50 বছরের সুদমুক্ত ঋণ প্রকল্পের কথা ৷

ওই প্রকল্পের আওতায় রাজ্যগুলো সম্পদ সৃষ্টির কারণে বিনিয়োগের পরিমাণ বা মূলধন ব্যয় (capital expendtire) বাড়াতে পারে । রাজ্য সরকারগুলি তাদের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থায় (State public sector undertaking) বিনিয়োগ বাড়ানোর জন্য সুদছাড়া ঋণের টাকা খরচ করতে পারবে। তবে পরিকল্পনা বহির্ভূতখাতে খরচ করা যাবে না ওই অর্থ ৷

রাজ্যগুলিকে সহায়তা করার জন্য বরাদ্দ করা হয়েছে 1 লক্ষ কোটি টাকা (modi govt allocate 1 lakh crore rupees for states through budget) । যা অর্থনীতিতে সামগ্রিক বিনিয়োগের অনুঘটক হিসেব কাজ করবে ৷

আরও পড়ুন : Union Budget 2022 : সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কর ছাড় 14 শতাংশ

যদিও এই ধরনের প্রকল্প আগেও ছিল ৷ এর আগেও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে এই সুদমুক্ত ঋণ দিত । শুধু আগে রাজ্যপ্রতি বরাদ্দ থাকত 10 হাজার কোটি টাকা ৷ সেটা এবার বেড়ে হল 15 হাজার কোটি টাকা ।

কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পে অন্য রাজ্যগুলির লাভ হলেও পশ্চিমবঙ্গ সরকারের কোনও লাভ হবে না ৷ কারণ, রাজ্য সরকারের অধীনে রাষ্ট্রায়ত্ত সংস্থা (State public sector undertaking) নেই বললেই চলে । যা আছে, সেগুলির অবস্থা শোচনীয় ৷ পুনরুজ্জীবনের সম্ভাবনা নেই বললেই চলে ৷

2022-23 অর্থবর্ষের বাজেটে রাজ্যগুলির দিকে আর্থিক সাহায্যের হাত বাড়ানোর কথা ঘোষণা করা হল মোদি সরকারের তরফে ৷ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, রাজ্যগুলিকে সহায়তা করার জন্য বরাদ্দ করা হয়েছে 1 লক্ষ কোটি টাকা (modi govt allocate 1 lakh crore rupees for states through budget) । যা অর্থনীতিতে সামগ্রিক বিনিয়োগের অনুঘটক হিসেব কাজ করবে ৷

আরও পড়ুন : One Class-One TV Channel : ছাত্রছাত্রীদের পড়াতে ‘ওয়ান ক্লাস, ওয়ান টিভি চ্যানেল’ প্রকল্প মোদি সরকারের

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : 2022-23 অর্থবর্ষের বাজেটে রাজ্যগুলির দিকে আর্থিক সাহায্যের হাত বাড়ানোর কথা ঘোষণা করা হল মোদি সরকারের তরফে ৷ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট বক্তৃতায় ঘোষণা করেন, রাজ্যগুলির জন্য 50 বছরের সুদমুক্ত ঋণ প্রকল্পের কথা ৷

ওই প্রকল্পের আওতায় রাজ্যগুলো সম্পদ সৃষ্টির কারণে বিনিয়োগের পরিমাণ বা মূলধন ব্যয় (capital expendtire) বাড়াতে পারে । রাজ্য সরকারগুলি তাদের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থায় (State public sector undertaking) বিনিয়োগ বাড়ানোর জন্য সুদছাড়া ঋণের টাকা খরচ করতে পারবে। তবে পরিকল্পনা বহির্ভূতখাতে খরচ করা যাবে না ওই অর্থ ৷

রাজ্যগুলিকে সহায়তা করার জন্য বরাদ্দ করা হয়েছে 1 লক্ষ কোটি টাকা (modi govt allocate 1 lakh crore rupees for states through budget) । যা অর্থনীতিতে সামগ্রিক বিনিয়োগের অনুঘটক হিসেব কাজ করবে ৷

আরও পড়ুন : Union Budget 2022 : সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কর ছাড় 14 শতাংশ

যদিও এই ধরনের প্রকল্প আগেও ছিল ৷ এর আগেও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে এই সুদমুক্ত ঋণ দিত । শুধু আগে রাজ্যপ্রতি বরাদ্দ থাকত 10 হাজার কোটি টাকা ৷ সেটা এবার বেড়ে হল 15 হাজার কোটি টাকা ।

কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পে অন্য রাজ্যগুলির লাভ হলেও পশ্চিমবঙ্গ সরকারের কোনও লাভ হবে না ৷ কারণ, রাজ্য সরকারের অধীনে রাষ্ট্রায়ত্ত সংস্থা (State public sector undertaking) নেই বললেই চলে । যা আছে, সেগুলির অবস্থা শোচনীয় ৷ পুনরুজ্জীবনের সম্ভাবনা নেই বললেই চলে ৷

2022-23 অর্থবর্ষের বাজেটে রাজ্যগুলির দিকে আর্থিক সাহায্যের হাত বাড়ানোর কথা ঘোষণা করা হল মোদি সরকারের তরফে ৷ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, রাজ্যগুলিকে সহায়তা করার জন্য বরাদ্দ করা হয়েছে 1 লক্ষ কোটি টাকা (modi govt allocate 1 lakh crore rupees for states through budget) । যা অর্থনীতিতে সামগ্রিক বিনিয়োগের অনুঘটক হিসেব কাজ করবে ৷

আরও পড়ুন : One Class-One TV Channel : ছাত্রছাত্রীদের পড়াতে ‘ওয়ান ক্লাস, ওয়ান টিভি চ্যানেল’ প্রকল্প মোদি সরকারের

Last Updated : Feb 1, 2022, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.