ETV Bharat / bharat

Mobile Tower Stolen: মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে চুরি মোবাইল টাওয়ার ! এফআইআর নিতে অস্বীকার পুলিশের

আজব ঘটনা ৷ সব ছেড়ে চোরে নিয়ে গেল আস্ত একটি মোবাইল টাওয়ার (Mobile Tower Stolen) ! ভাবা যায়, এরকমও ঘটনা ঘটে দুনিয়ায় ৷ 34 লক্ষ 50 হাজার টাকার জেনারেটর ও অন্যান্য সিস্টেম-সহ গায়েব টাওয়ার ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ৷ ঘটনাটি বিশ্বাসই করেনি পুলিশ ৷ ফলে তারা এফআইআর (FIR) নিতে অস্বীকার করে ৷

Mobile tower stolen in Maharashtra Aurangabad police refuse to register case
Mobile tower stolen in Maharashtra Aurangabad police refuse to register case
author img

By

Published : Nov 12, 2022, 11:10 AM IST

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 12 নভেম্বর: অবাক করা ঘটনার সাক্ষী থাকল ঔরঙ্গাবাদ ৷ আমরা এতদিন নগদ টাকা, গয়না, গাড়ি এবং এই জাতীয় মূল্যবান জিনিসপত্র চুরি করার কথা শুনেছি ৷ কিন্তু একটি আস্ত টাওয়ার চুরি গেল (Mobile tower stolen in Maharashtra Aurangabad) ৷ হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে ঔরঙ্গাবাদের ওয়ালাজে ৷

ঘটনাটি এতটাই অবিশ্বাস্য ছিল যে পুলিশ এফআইআর (FIR) নিতে অস্বীকার করে (Police refuse to register case) ৷ অভিযোগকারীকে সরাসরি আদালতে যেতে বলে তারা । পরে ওয়ালাজ মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (MIDC) নির্দেশে পুলিশের কাছে একটি মামলা দায়ের করা হয় ৷

জানা গিয়েছে, জিটিএল(GTL) ইনফ্রাস্ট্রাকচারের অন্তর্গত একটি কোম্পানি নতুন মোবাইল টাওয়ার (Cell Phone Tower) নির্মাণ ও রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল । 2009 সালে ওয়ালাজের অরবিন্দ বালবন্ত্রাভ নয়াধিশ (Arvind Balavantrav Nayadhish) কে সেক্টরে এই অংশটি দশ বছরের জন্য লিজে নিয়েছিলেন ৷ প্রতি মাসে 9 হাজার 500 টাকা করে ভাড়া দিতেন তিনি । 2018 সাল থেকে টাওয়ারটি চালু ছিল না । টাওয়ারটি পরীক্ষা করার জন্য কোন প্রতিনিধি ছিল না ।

কোম্পানির নবনিযুক্ত প্রতিনিধি অমর লাহোত (Amar Lahot) আসেন ৷ তিনি আসায় সবকিছু বদলে যায় । তিনি কোম্পানির খারাপ টাওয়ারগুলি পরিদর্শনের নির্দেশ দেন । পরিদর্শনে দেখা যায়, এই টাওয়ারটি নেই । শুধু তাই নয়, টাওয়ারের সঙ্গে থাকা 34 লক্ষ 50 হাজার টাকার জেনারেটর ও অন্যান্য সিস্টেমও হারিয়ে গিয়েছে ।

আরও পড়ুন: নিষিদ্ধ পল্লী থেকে মানবাধিকার কমিশন, লড়াইয়ের আরেক নাম নাসিমা

এরপরই নিখোঁজ টাওয়ার সম্পর্কে একটি অভিযোগ করা হয় ৷ কিন্তু পুলিশ প্রথমে অভিযোগ দায়ের করতে অনীহা দেখায় ৷ এমনকী এফআইআর দায়ের করতে অস্বীকার করে । লাহোতকে তখন আদালতে দ্বারস্থ হতে হয় ৷ তারপরই ওয়ালাজ এমআইডিসি পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়।

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 12 নভেম্বর: অবাক করা ঘটনার সাক্ষী থাকল ঔরঙ্গাবাদ ৷ আমরা এতদিন নগদ টাকা, গয়না, গাড়ি এবং এই জাতীয় মূল্যবান জিনিসপত্র চুরি করার কথা শুনেছি ৷ কিন্তু একটি আস্ত টাওয়ার চুরি গেল (Mobile tower stolen in Maharashtra Aurangabad) ৷ হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে ঔরঙ্গাবাদের ওয়ালাজে ৷

ঘটনাটি এতটাই অবিশ্বাস্য ছিল যে পুলিশ এফআইআর (FIR) নিতে অস্বীকার করে (Police refuse to register case) ৷ অভিযোগকারীকে সরাসরি আদালতে যেতে বলে তারা । পরে ওয়ালাজ মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (MIDC) নির্দেশে পুলিশের কাছে একটি মামলা দায়ের করা হয় ৷

জানা গিয়েছে, জিটিএল(GTL) ইনফ্রাস্ট্রাকচারের অন্তর্গত একটি কোম্পানি নতুন মোবাইল টাওয়ার (Cell Phone Tower) নির্মাণ ও রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল । 2009 সালে ওয়ালাজের অরবিন্দ বালবন্ত্রাভ নয়াধিশ (Arvind Balavantrav Nayadhish) কে সেক্টরে এই অংশটি দশ বছরের জন্য লিজে নিয়েছিলেন ৷ প্রতি মাসে 9 হাজার 500 টাকা করে ভাড়া দিতেন তিনি । 2018 সাল থেকে টাওয়ারটি চালু ছিল না । টাওয়ারটি পরীক্ষা করার জন্য কোন প্রতিনিধি ছিল না ।

কোম্পানির নবনিযুক্ত প্রতিনিধি অমর লাহোত (Amar Lahot) আসেন ৷ তিনি আসায় সবকিছু বদলে যায় । তিনি কোম্পানির খারাপ টাওয়ারগুলি পরিদর্শনের নির্দেশ দেন । পরিদর্শনে দেখা যায়, এই টাওয়ারটি নেই । শুধু তাই নয়, টাওয়ারের সঙ্গে থাকা 34 লক্ষ 50 হাজার টাকার জেনারেটর ও অন্যান্য সিস্টেমও হারিয়ে গিয়েছে ।

আরও পড়ুন: নিষিদ্ধ পল্লী থেকে মানবাধিকার কমিশন, লড়াইয়ের আরেক নাম নাসিমা

এরপরই নিখোঁজ টাওয়ার সম্পর্কে একটি অভিযোগ করা হয় ৷ কিন্তু পুলিশ প্রথমে অভিযোগ দায়ের করতে অনীহা দেখায় ৷ এমনকী এফআইআর দায়ের করতে অস্বীকার করে । লাহোতকে তখন আদালতে দ্বারস্থ হতে হয় ৷ তারপরই ওয়ালাজ এমআইডিসি পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.