ETV Bharat / bharat

JK DG Prisons Murder: আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সাময়িক বন্ধ জম্মু ও রজৌরির ইন্টারনেট পরিষেবা - হেমন্ত লোহিয়া

সোমবার রাতে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি (কারা বিভাগ)-র দেহ উদ্ধার হয় (Hemant Kumar Lohia found dead) তাঁর বাড়ি থেকে ৷ তার পর সাময়িকভাবে জম্মু ও রজৌরি (Jammu and Rajaouri) জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে (Mobile Data Service Suspended) ৷

Mobile Data Service Suspended Temporarily in Jammu and Rajaouri
Mobile Data Service Suspended Temporarily in Jammu and Rajaouri
author img

By

Published : Oct 4, 2022, 3:44 PM IST

শ্রীনগর, 4 অক্টোবর: অসামাজিক কাজকর্ম ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ (Mobile Data Service Suspended) করে দেওয়া হল জম্মু ও কাশ্মীরের কয়েকটি এলাকায় ৷ মূলত, জম্মু ও রজৌরি (Jammu and Rajaouri) জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, সোমবার রাতে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি (কারা বিভাগ)-র দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে (Hemant Kumar Lohia found dead) ৷ ডিজি কারা বিভাগ হেমন্ত লোহিয়াকে খুন (JK DG Prisons Murder) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ তদন্তকারীদের অনুমান, হেমন্ত লোহিয়ার পরিচারক এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন ৷

এ নিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং এই ঘটনাকে খুবই দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন ৷ এই ঘটনার পর থেকে কারা বিভাগের ডিজি’র বাড়ির পরিচারক জশির পলাতক ৷ তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ ৷ জম্মু ও কাশ্মীর পুলিশের প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে ৷ এই ঘটনায় বিস্তারিত তথ্য না দিলেও, ডিজি জানিয়েছেন, জশির মৃত কারা বিভাগের ডিজি হেমন্ত লোহিয়ার দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ৷ গত অগস্ট মাসে 57 বছরের লোহিয়াকে কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীরের কারা বিভাগের ডিজি পদে নিয়োগ করা হয়েছিল ৷

আরও পড়ুন: ভূস্বর্গের পুলিশকর্তা খুনে গ্রেফতার অভিযুক্ত পরিচারক, দায় স্বীকার জঙ্গি সংগঠনের

এই ঘটনায় জম্মু ও কাশ্মীরে গজিয়ে ওঠা নতুন সন্ত্রাসবাদী সংগঠন পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স বা পিএএফএফ দাবি করেছে, কারা বিভাগের ডিজি হেমন্ত লোহিয়াকে তারাই খুন করিয়েছে ৷ জানা গিয়েছে, জইশ-ই-মহম্মদের ছত্রছায়ার এই জঙ্গি সংগঠন তৈরি করা হয়েছে এবং জইশের মদতেই তারা সন্ত্রাসদাবী কাজকর্ম করে ৷ আর একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে খুনের মতো ঘটনা তখনই ঘটল, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে রয়েছেন ৷ প্রসঙ্গত, তাঁর মন্ত্রকের উপরেই জম্মু ও কাশ্মীরের আইনশৃঙ্খলার দায়িত্ব রয়েছে ৷

শ্রীনগর, 4 অক্টোবর: অসামাজিক কাজকর্ম ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ (Mobile Data Service Suspended) করে দেওয়া হল জম্মু ও কাশ্মীরের কয়েকটি এলাকায় ৷ মূলত, জম্মু ও রজৌরি (Jammu and Rajaouri) জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, সোমবার রাতে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি (কারা বিভাগ)-র দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে (Hemant Kumar Lohia found dead) ৷ ডিজি কারা বিভাগ হেমন্ত লোহিয়াকে খুন (JK DG Prisons Murder) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ তদন্তকারীদের অনুমান, হেমন্ত লোহিয়ার পরিচারক এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন ৷

এ নিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং এই ঘটনাকে খুবই দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন ৷ এই ঘটনার পর থেকে কারা বিভাগের ডিজি’র বাড়ির পরিচারক জশির পলাতক ৷ তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ ৷ জম্মু ও কাশ্মীর পুলিশের প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে ৷ এই ঘটনায় বিস্তারিত তথ্য না দিলেও, ডিজি জানিয়েছেন, জশির মৃত কারা বিভাগের ডিজি হেমন্ত লোহিয়ার দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ৷ গত অগস্ট মাসে 57 বছরের লোহিয়াকে কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীরের কারা বিভাগের ডিজি পদে নিয়োগ করা হয়েছিল ৷

আরও পড়ুন: ভূস্বর্গের পুলিশকর্তা খুনে গ্রেফতার অভিযুক্ত পরিচারক, দায় স্বীকার জঙ্গি সংগঠনের

এই ঘটনায় জম্মু ও কাশ্মীরে গজিয়ে ওঠা নতুন সন্ত্রাসবাদী সংগঠন পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স বা পিএএফএফ দাবি করেছে, কারা বিভাগের ডিজি হেমন্ত লোহিয়াকে তারাই খুন করিয়েছে ৷ জানা গিয়েছে, জইশ-ই-মহম্মদের ছত্রছায়ার এই জঙ্গি সংগঠন তৈরি করা হয়েছে এবং জইশের মদতেই তারা সন্ত্রাসদাবী কাজকর্ম করে ৷ আর একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে খুনের মতো ঘটনা তখনই ঘটল, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে রয়েছেন ৷ প্রসঙ্গত, তাঁর মন্ত্রকের উপরেই জম্মু ও কাশ্মীরের আইনশৃঙ্খলার দায়িত্ব রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.